ETV Bharat / bharat

কর্মস্থলে পৌঁছালেন সাইকেলে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ রবার্ট বঢ়রার

পেট্রোপণ্য়ের বাড়তি দামের প্রতিবাদে আজ সকালে সাইকেলে নিজের কর্মস্থলে যেতে দেখা গেল রবার্ট বঢ়রাকে ।

author img

By

Published : Feb 22, 2021, 12:46 PM IST

কর্মস্থলে পৌঁছালেন সাইকেলে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবার্ট বঢ়রা
কর্মস্থলে পৌঁছালেন সাইকেলে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবার্ট বঢ়রা

দিল্লি, 22 ফেব্রুয়ারি : জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ জেরবার । এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন সোনিয়া গান্ধির জামাই এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার স্বামী রবার্ট বঢ়রা । আজ সকালে তাঁকে রাজধানী দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে বেরোতে দেখা যায় । খান মার্কেট থেকে নিজের কর্মস্থল পর্যন্ত সাইকেল চালিয়ে যেতে দেখা যায় ।

রবার্ট বঢ়রা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "এসি গাড়ি থেকে বেরিয়ে আসা দরকার । সাধারণ মানুষ কীভাবে ভুগছে ! এর পর আপনি জ্বালানির মূল্য হ্রাস করবেন । সবকিছুর জন্য আগের সরকারকে দোষারোপ করেন ।"

আরও পড়ুন : ''জনতার পকেট খালি করে বন্ধুদের ফ্রি-তে দিচ্ছেন মোদি'', চাঁছাছোলা রাহুল

দেশে জ্বালানির মূল্য লাগাতর বেড়ে চলেছে । আজ 12 দিনে পড়ল পেট্রোপণ্যের একটানা মূল্য বৃদ্ধি । 90 টাকার উপরে দাম কলকাতা সহ বেশ কয়েকটি মেট্রপলিটন শহরে ।

দিল্লি, 22 ফেব্রুয়ারি : জ্বালানির লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষ জেরবার । এবার মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন সোনিয়া গান্ধির জামাই এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার স্বামী রবার্ট বঢ়রা । আজ সকালে তাঁকে রাজধানী দিল্লির রাস্তায় সাইকেল নিয়ে বেরোতে দেখা যায় । খান মার্কেট থেকে নিজের কর্মস্থল পর্যন্ত সাইকেল চালিয়ে যেতে দেখা যায় ।

রবার্ট বঢ়রা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, "এসি গাড়ি থেকে বেরিয়ে আসা দরকার । সাধারণ মানুষ কীভাবে ভুগছে ! এর পর আপনি জ্বালানির মূল্য হ্রাস করবেন । সবকিছুর জন্য আগের সরকারকে দোষারোপ করেন ।"

আরও পড়ুন : ''জনতার পকেট খালি করে বন্ধুদের ফ্রি-তে দিচ্ছেন মোদি'', চাঁছাছোলা রাহুল

দেশে জ্বালানির মূল্য লাগাতর বেড়ে চলেছে । আজ 12 দিনে পড়ল পেট্রোপণ্যের একটানা মূল্য বৃদ্ধি । 90 টাকার উপরে দাম কলকাতা সহ বেশ কয়েকটি মেট্রপলিটন শহরে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.