ETV Bharat / bharat

Robbery in Train: সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে ডাকাতি, চলল গুলি! আহত একাধিক - ডাকাতি

Robbery in Sambalpur Jammu Tawi Express: সম্বলপুর থেকে জম্মু তাওয়াইগামী ট্রেনে ডাকাতি । ঘটনাটি ঘটেছে ডালটনগঞ্জ ও লাতেহার স্টেশনের মধ্যে । দুষ্কৃতীরা লক্ষ লক্ষ টাকা লুট করেছে বলে অভিযোগ ৷ যাত্রীদের মারধরও করা হয় ।

Robbery in Train
সম্বলপুর জম্মু তাওয়াই এক্সপ্রেসে ডাকাতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 12:22 PM IST

পালামু(ঝাড়খণ্ড), 24 সেপ্টেম্বর: সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে ডাকাতি ও ব্যাপক লুটপাট । ডাকাতির সময় দুষ্কৃতীরা আট থেকে দশ রাউন্ড গুলি ছোড়ে এবং যাত্রীদের বেধড়ক মারধরও করে বলে অভিযোগ । মারামারির ঘটনায় আহত হয়েছেন অনেক যাত্রী । তারা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে লাতেহার এবং বারওয়াদিহ রেলওয়ে স্টেশনের মধ্যে সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসের স্লিপার বগি এস9-এ'তে । বগি থেকে দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, ডাকাতির ঘটনার পর ডালটনগঞ্জ রেলস্টেশনে যাত্রীরা তোলপাড় সৃষ্টি করে । যাত্রীরা আহতদের চিকিৎসা এবং অবিলম্বে এফআইআর দায়ের করার দাবি জানায় । গভীর রাত পর্যন্ত যাত্রীদের হট্টগোল চলে । এর জেরে ডালটনগঞ্জ রেলস্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস । ঘটনার খবর পেয়ে পালামু সদরের এসডিএম রাজেশ কুমার শাহ, আরপিএফ ও জিআরপি আধিকারিকরা ডালটনগঞ্জ রেলস্টেশনে পৌঁছন ৷ এরপর তাঁরা যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

সূত্রের খবর, সম্বলপুর থেকে ছেড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় লাতেহার রেলওয়ে স্টেশনের কাছে বেশ কয়েকজন দুষ্কৃতী ট্রেনে এস বগি লুট করতে শুরু করে । অপরাধীদের কাছে অস্ত্রও ছিল । ডাকাতির সময় দুর্বৃত্তরা ব্যাপক গুলি ও লাঠিচার্জ করে । প্রায় 35 থেকে 40 মিনিট এস9 বগিতে লুটপাট চালিয়ে যায় তারা । বারওয়াডিহ রেলস্টেশনের কাছে ট্রেন থামার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা নেমে পালিয়ে যায় ।

আরও পড়ুন: টানা 15 কিমি চলন্ত ট্রেনের বাইরে ঝুলছে মোবাইল ছিনতাইবাজ, ভাইরাল ভিডিয়ো

ওই ট্রেনে থাকা এক যাত্রী মহেশ জানান, হঠাৎ করেই দুষ্কৃতীরা এসে লুটপাট শুরু করে । অনেককে মারধরও করা হয়েছে । পুরো বগি লুট করে নিয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ের একজন আধিকারিক জানান, আহত যাত্রীদের ডালটনগঞ্জ রেলওয়ে স্টেশনেই চিকিৎসা দেওয়া হয়েছে । আরপিএফ এবং জিআরপির ঊর্ধ্বতন আধিকারিকদেরও এই বিষয়ে জানানো হয়েছে । 2016-17 সালের পর এই প্রথম ধানবাদ রেলওয়ে বিভাগের সিআইসি বিভাগে লাতেহার এবং ডালটনগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যে লুটপাটের ঘটনা ঘটেছে ।

পালামু(ঝাড়খণ্ড), 24 সেপ্টেম্বর: সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসে ডাকাতি ও ব্যাপক লুটপাট । ডাকাতির সময় দুষ্কৃতীরা আট থেকে দশ রাউন্ড গুলি ছোড়ে এবং যাত্রীদের বেধড়ক মারধরও করে বলে অভিযোগ । মারামারির ঘটনায় আহত হয়েছেন অনেক যাত্রী । তারা হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে লাতেহার এবং বারওয়াদিহ রেলওয়ে স্টেশনের মধ্যে সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেসের স্লিপার বগি এস9-এ'তে । বগি থেকে দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ ।

জানা গিয়েছে, ডাকাতির ঘটনার পর ডালটনগঞ্জ রেলস্টেশনে যাত্রীরা তোলপাড় সৃষ্টি করে । যাত্রীরা আহতদের চিকিৎসা এবং অবিলম্বে এফআইআর দায়ের করার দাবি জানায় । গভীর রাত পর্যন্ত যাত্রীদের হট্টগোল চলে । এর জেরে ডালটনগঞ্জ রেলস্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকে সম্বলপুর-জম্মু তাওয়াই এক্সপ্রেস । ঘটনার খবর পেয়ে পালামু সদরের এসডিএম রাজেশ কুমার শাহ, আরপিএফ ও জিআরপি আধিকারিকরা ডালটনগঞ্জ রেলস্টেশনে পৌঁছন ৷ এরপর তাঁরা যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।

সূত্রের খবর, সম্বলপুর থেকে ছেড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় লাতেহার রেলওয়ে স্টেশনের কাছে বেশ কয়েকজন দুষ্কৃতী ট্রেনে এস বগি লুট করতে শুরু করে । অপরাধীদের কাছে অস্ত্রও ছিল । ডাকাতির সময় দুর্বৃত্তরা ব্যাপক গুলি ও লাঠিচার্জ করে । প্রায় 35 থেকে 40 মিনিট এস9 বগিতে লুটপাট চালিয়ে যায় তারা । বারওয়াডিহ রেলস্টেশনের কাছে ট্রেন থামার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা নেমে পালিয়ে যায় ।

আরও পড়ুন: টানা 15 কিমি চলন্ত ট্রেনের বাইরে ঝুলছে মোবাইল ছিনতাইবাজ, ভাইরাল ভিডিয়ো

ওই ট্রেনে থাকা এক যাত্রী মহেশ জানান, হঠাৎ করেই দুষ্কৃতীরা এসে লুটপাট শুরু করে । অনেককে মারধরও করা হয়েছে । পুরো বগি লুট করে নিয়েছে । ঘটনার সত্যতা নিশ্চিত করে রেলওয়ের একজন আধিকারিক জানান, আহত যাত্রীদের ডালটনগঞ্জ রেলওয়ে স্টেশনেই চিকিৎসা দেওয়া হয়েছে । আরপিএফ এবং জিআরপির ঊর্ধ্বতন আধিকারিকদেরও এই বিষয়ে জানানো হয়েছে । 2016-17 সালের পর এই প্রথম ধানবাদ রেলওয়ে বিভাগের সিআইসি বিভাগে লাতেহার এবং ডালটনগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যে লুটপাটের ঘটনা ঘটেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.