পূর্ণিয়া, 23 মে : পূর্ণিয়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল পাইপ বোঝাই ট্রাক ৷ পূর্ণিয়ার জালালগড় থানা এলাকার জাতীয় সড়ক 57-এর চার নম্বর লেনে দুর্ঘটনাটি ঘটেছে (Road Accident in Purnea) ৷
ট্রাকটিকে চালক, খালাসি-সহ 16 জন আরোহী ছিল ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে 8 জনের ৷ গুরুতর আহত হন আরও অনেকে ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ ৷ মৃতদেহগুলিও ময়না তদন্তে পাঠিয়েছে ৷
পূর্ণিয়ার এসডিপিও সুরেন্দ্র কুমার সরোজ জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে দ্রুত যানচলাচলের ব্যবস্থা করা হচ্ছে ৷ পাইপ বোঝাই ট্রাকটি কোথা থেকে আসছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে নিহত শ্রমিকরা রাজস্থানের উদয়পুরের খয়েরওয়াড়া এলাকার ৷ নিহতরা হলেন, ঈশ্বর লাল, ভাসু লাল, হরিশ, কাবা রাম, দুষ্মন্ত, কান্তি লালা ও মনি লালা ৷
স্থানীয় সূত্রে খবর, ট্রাকটির গতি খুব বেশি ছিল ৷ তারপর পাইপ বোঝাই থাকায় ওজন ছিল বেশি ৷ তবে পুলিশের অনুমান, ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে ৷ তবে ট্রাকের মধ্যে থাকা সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার পরেই পলাতক ট্রাকের চালক ৷
আরও পড়ুন : উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় মৃত 6