ETV Bharat / bharat

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং - করোনাভাইরাস আপডেট

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যায় ৷ ফলে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে ৷ আজ সকালেই তাঁর মৃত্যু হয় ৷ বাঘপত থেকে প্রায় সাতবারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হন অজিত সিং ৷ সেইসঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান ৷

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং
করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং
author img

By

Published : May 6, 2021, 10:29 AM IST

গুরুগ্রাম, 6 মে : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরি অজিত সিংয়ের ৷ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের ছেলে ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে গুরুগ্রামের একটি হাসপাতালের ভর্তি ছিলেন তিনি ৷ মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ আজ সকালেই মৃত্যু হয় তাঁর ৷

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যায় ৷ ফলে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে ৷ আজ সকালে গুরুগ্রামের ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ বাঘপত থেকে প্রায় সাতবারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হন অজিত সিং ৷ সেইসঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান ৷

তাবড় নেতা চৌধুরি চরণ সিং 1979 থেকে 1980 সালে ছয় মাসের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ তাঁর ছেলে অজিত সিং খড়গপুর আইআইটির ছাত্র ৷ প্রায় 15 বছর আমেরিকাতে চাকরি করেছেন ৷ এরপর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি ৷ 1986 সালে প্রথম রাজ্যসভায় নির্বাচিত হন ৷ প্রায় সাতবার লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হন ৷

আরও পড়ুন, রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 18 হাজারের বেশি

2001 সালে অজিত সিং রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠা করেন ৷ বাজপেয়ী জমানায় তিনি মূলত, বিজেপির সঙ্গে জোটও করেছিলেন । তবে 2003 সালের মে পর্যন্ত তিনি এনডিএ-র শরিক ছিলেন । সেইসময় তিনি কৃষি মন্ত্রী হয়েছিলেন ।

  • पूर्व केंद्रीय मंत्री चौधरी अजित सिंह जी के निधन से अत्यंत दुख हुआ है। वे हमेशा किसानों के हित में समर्पित रहे। उन्होंने केंद्र में कई विभागों की जिम्मेदारियों का कुशलतापूर्वक निर्वहन किया। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति!

    — Narendra Modi (@narendramodi) May 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরি অজিত সিংয়ের অকালপ্রয়াণে আমি শোকাহত ৷ তিনি সবসময় কৃষকদের স্বার্থে কাজ করে এসেছেন ৷ দক্ষতার সঙ্গে কেন্দ্রের কয়েকটি বিভাগে দায়িত্ব সামলেছেন ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷

গুরুগ্রাম, 6 মে : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরি অজিত সিংয়ের ৷ তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিংয়ের ছেলে ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে গুরুগ্রামের একটি হাসপাতালের ভর্তি ছিলেন তিনি ৷ মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ৷ আজ সকালেই মৃত্যু হয় তাঁর ৷

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে যায় ৷ ফলে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে শুরু করে ৷ আজ সকালে গুরুগ্রামের ওই হাসপাতালে তাঁর মৃত্যু হয় ৷ বাঘপত থেকে প্রায় সাতবারের জন্য সাংসদ হিসাবে নির্বাচিত হন অজিত সিং ৷ সেইসঙ্গে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ সামলান ৷

তাবড় নেতা চৌধুরি চরণ সিং 1979 থেকে 1980 সালে ছয় মাসের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ৷ তাঁর ছেলে অজিত সিং খড়গপুর আইআইটির ছাত্র ৷ প্রায় 15 বছর আমেরিকাতে চাকরি করেছেন ৷ এরপর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি ৷ 1986 সালে প্রথম রাজ্যসভায় নির্বাচিত হন ৷ প্রায় সাতবার লোকসভায় সাংসদ হিসাবে নির্বাচিত হন ৷

আরও পড়ুন, রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ, 24 ঘণ্টায় আক্রান্ত 18 হাজারের বেশি

2001 সালে অজিত সিং রাষ্ট্রীয় লোক দলের প্রতিষ্ঠা করেন ৷ বাজপেয়ী জমানায় তিনি মূলত, বিজেপির সঙ্গে জোটও করেছিলেন । তবে 2003 সালের মে পর্যন্ত তিনি এনডিএ-র শরিক ছিলেন । সেইসময় তিনি কৃষি মন্ত্রী হয়েছিলেন ।

  • पूर्व केंद्रीय मंत्री चौधरी अजित सिंह जी के निधन से अत्यंत दुख हुआ है। वे हमेशा किसानों के हित में समर्पित रहे। उन्होंने केंद्र में कई विभागों की जिम्मेदारियों का कुशलतापूर्वक निर्वहन किया। शोक की इस घड़ी में मेरी संवेदनाएं उनके परिजनों और प्रशंसकों के साथ हैं। ओम शांति!

    — Narendra Modi (@narendramodi) May 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটে লেখেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরি অজিত সিংয়ের অকালপ্রয়াণে আমি শোকাহত ৷ তিনি সবসময় কৃষকদের স্বার্থে কাজ করে এসেছেন ৷ দক্ষতার সঙ্গে কেন্দ্রের কয়েকটি বিভাগে দায়িত্ব সামলেছেন ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.