ETV Bharat / bharat

Rice Mill Collapsed: রাইস মিল ভেঙে পড়ে মৃত 4, আহত অন্তত 20 - হরিয়ানার রাইস মিল ভেঙে পড়ল

ভোররাতে হরিয়ানার কর্ণালে বড়সড় দুর্ঘটনা ৷ সেখানের তারাওয়াদি শহরে একটি রাইস মিল এদিন ভোরে আচমকাই ভেঙে পড়ে ৷ তিনতলা ওই রাইস মিলটি ভেঙে পড়ায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ সেইসঙ্গে আহত হয়েছেন প্রায় 20 জন ৷ এখনও ওই ধ্বংসস্তূপে কমপক্ষে 25 জন শ্রমিক আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷

Rice Mill Collapsed
রাইস মিল ভেঙে পড়ে মৃত 2 আহত অন্তত 18
author img

By

Published : Apr 18, 2023, 11:57 AM IST

রাইস মিল ভেঙে পড়ে মৃত 2, আহত অন্তত 18

কর্ণাল (হরিয়ানা), 18 এপ্রিল: মঙ্গলবার ভোররাতে হরিয়ানার কর্ণাল জেলার তারাওয়াদি শহরে ঘটে এক বড়সড় দুর্ঘটনা ৷ সেখানের একটি তিনতলা রাইস মিল ধসে পড়ে। ভোর 4টের দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় রাইস মিলের শ্রমিকরা ভিতরে ঘুমোচ্ছিলেন। আর তাই তাঁরা কিছুই আগে থেকে কিছুই টের পাননি ৷ রাইস মিল ধসে পড়ায় মৃত্যু হয়েছে 4 জনের সেইসঙ্গ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন ৷ ধ্বংসস্তূপে এখনও প্রায় 25 জন শ্রমিক আটকা পড়ার খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে ফায়ার ব্রিগেড, পুলিশ, অ্যাম্বুলেন্স পরিষেবা ৷

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। সেই থেকেই চলছে ধ্বংসস্তূপে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কর্ণালের এসপি শশাঙ্ক সাওয়ান। তিনি জানিয়ছেন, এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ রয়েছে এনডিআরএফ টিমও ৷ রাইস মিলের মালিককে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? সেই খবর এখনও পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাইস মিলটির নাম শিব শক্তি। তিনতলা এই রাইস মিলটির ভিতরে প্রায় 100 জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

তিনতলা রাইস মিলটি ধসে পড়ার কারণ এখনও জানা না-গেলেও কেন এমনটা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন সেখানকার শ্রমিকরা। মৃত 4 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, জানা গিয়েছে তাঁরা ওই মিলেরই শ্রমিক ছিলেন। উল্লেখ্য, হরিয়ানায় সর্বাধিক সংখ্যক রাইস মিল রয়েছে এই জেলারই তারাওয়াদিতে। এখানে প্রায় শতাধিক রাইস মিল রয়েছে তাতে কাজ করেন লক্ষ লক্ষ শ্রমিক। কর্ণালের জেলাশাসক অনীশ যাদব ইতিমধ্যেই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করেছেন ৷ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷

রাইস মিল ভেঙে পড়ে মৃত 2, আহত অন্তত 18

কর্ণাল (হরিয়ানা), 18 এপ্রিল: মঙ্গলবার ভোররাতে হরিয়ানার কর্ণাল জেলার তারাওয়াদি শহরে ঘটে এক বড়সড় দুর্ঘটনা ৷ সেখানের একটি তিনতলা রাইস মিল ধসে পড়ে। ভোর 4টের দিকে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় রাইস মিলের শ্রমিকরা ভিতরে ঘুমোচ্ছিলেন। আর তাই তাঁরা কিছুই আগে থেকে কিছুই টের পাননি ৷ রাইস মিল ধসে পড়ায় মৃত্যু হয়েছে 4 জনের সেইসঙ্গ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন ৷ ধ্বংসস্তূপে এখনও প্রায় 25 জন শ্রমিক আটকা পড়ার খবর পাওয়া গিয়েছে ৷ ঘটনাস্থলে রয়েছে ফায়ার ব্রিগেড, পুলিশ, অ্যাম্বুলেন্স পরিষেবা ৷

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও উদ্ধারকারী দল। সেই থেকেই চলছে ধ্বংসস্তূপে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার অভিযান। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কর্ণালের এসপি শশাঙ্ক সাওয়ান। তিনি জানিয়ছেন, এখনও পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ রয়েছে এনডিআরএফ টিমও ৷ রাইস মিলের মালিককে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? সেই খবর এখনও পাওয়া যায়নি ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাইস মিলটির নাম শিব শক্তি। তিনতলা এই রাইস মিলটির ভিতরে প্রায় 100 জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

তিনতলা রাইস মিলটি ধসে পড়ার কারণ এখনও জানা না-গেলেও কেন এমনটা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন সেখানকার শ্রমিকরা। মৃত 4 ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, জানা গিয়েছে তাঁরা ওই মিলেরই শ্রমিক ছিলেন। উল্লেখ্য, হরিয়ানায় সর্বাধিক সংখ্যক রাইস মিল রয়েছে এই জেলারই তারাওয়াদিতে। এখানে প্রায় শতাধিক রাইস মিল রয়েছে তাতে কাজ করেন লক্ষ লক্ষ শ্রমিক। কর্ণালের জেলাশাসক অনীশ যাদব ইতিমধ্যেই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করেছেন ৷ কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.