ETV Bharat / bharat

লোকসভার আগে অ্যাসিড টেস্ট ! 4 রাজ্যের ফলের দিকে তাকিয়ে বিজেপি-কংগ্রেস - electoral test

Results in 4 states on Sunday: রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে শাসন করছে বিজেপি ৷ এই তিন রাজ্যে কার্যত মুখোমুখি লড়াই বিজেপি-কংগ্রেসের ৷ কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে ৷ এ রাজ্যেই একমাত্র বলা যেতে পারে চতুর্মূখী লড়াই হচ্ছে ৷ গত 30 নভেম্বর তেলেঙ্গানার ভোটের মধ্যে দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন ৷ আর তার পরই সামনে এসেছে একের পর এক বুথ ফেরৎ সমীক্ষা ৷ আর যার মধ্যে একাধিক এক্সিট পোলের স্পষ্ট ইঙ্গিত, মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপিই ৷ রাজস্থানের ক্ষেত্রেও একই মত দিয়েছে অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Dec 2, 2023, 8:02 PM IST

Updated : Dec 3, 2023, 8:17 AM IST

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ভোট গণনা রবিবার ৷ ছয় মাসেরও কম সময়ের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের ভোট বিজেপি-কংগ্রেসের কাছে কার্যত সেমিফাইনাল প্রতিযোগিতা হিসাবে দেখছে রাজনৈতিক মহল ৷ রবিবার সকাল আটটা থেকে শুরু হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড় এই চার রাজ্যের ভোট গণনা ৷ তবে মিজোরামে আগামিকাল হচ্ছে না ভোট গণনা ৷ রবিবারের পরিবর্তে সোমবার হবে সে রাজ্যের ফল প্রকাশ ৷

রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে শাসন করছে বিজেপি ৷ এই তিন রাজ্যে কার্যত মুখোমুখি লড়াই বিজেপি-কংগ্রেসের ৷ কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে ৷ এ রাজ্যেই একমাত্র বলা যেতে পারে চতুর্মূখী লড়াই হচ্ছে ৷ গত 30 নভেম্বর তেলেঙ্গানার ভোটের মধ্যে দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন ৷ আর তার পরই সামনে এসেছে একের পর এক বুথ ফেরৎ সমীক্ষা ৷ আর যার মধ্যে একাধিক এক্সিট পোলের স্পষ্ট ইঙ্গীত, মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপিই ৷ রাজস্থানের ক্ষেত্রেও একই মত দিয়েছে অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা ৷

যদিও তেলঙ্গানা এবং ছত্তিশগড়ে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে একাধিক এক্সিট পোল ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামিকাল পোস্টাল ব্যালট দিয়ে শুরু চার রাজ্যের ভোট গণনা ৷ মধ্যপ্রদেশের 230, ছত্তিশগড়ের 90, তেলেঙ্গানার 119টি এবং রাজস্থানের 199টি আসনের জন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা শুরু হবে ৷ কমিশন সূত্রে খবর, প্রতি গণনা কেন্দ্রেই তিন স্তরের নিরাপত্তা বলয় রাখা হয়েছে ৷ শুধুমাত্র বৈধ কাগজ থাকলেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ মে মাসে বিজেপির কাছ থেকে কর্ণাটক কেড়ে নেওয়ার পর কংগ্রেস মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে যেমন বিশেষ নজর দিয়েছে, তেমনই রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রেও আশাবাদী ৷

রাজনৈতিক মহলের দাবি, এই নির্বাচন থেকে দুই দলের কাছেই স্পষ্ট হয়ে যাবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সামগ্রীক চিত্রটা ৷ অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইতিমধ্যেই যে ইন্ডিয়া জোট গঠন হয়েছে তার গ্রহণযোগ্যতারও একটা মাপকাঠি নির্ধারিত হবে ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জয়পুরে বলেন, "কংগ্রেসের চেহারা উন্মোচিত হয়ে গিয়েছে। আগামিকাল শুধু মাত্র ফলাফল সামনে আসতে চলেছে। জনগণ যে সুশাসন চেয়েছিল তা বিজেপি সরকারের অধীনেই পাওয়া যাবে ৷" তবে একাধিক পোলস্টার রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই দিয়েছে ৷ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার অবশ্য এই যাবতীয় সমীক্ষা উড়িয়ে দিয়েছেন ৷ একই সঙ্গে, তাঁকে রাজ্যগুলি থেকে বিজয়ী কংগ্রেস প্রার্থীদের কর্ণাটকের রিসর্ট এবং হোটেলগুলিতে আনতে যে বলা হয়েছে, তাও খারিজ করে দিয়েছেন শিবকুমার। তিনি বলেন, "কোনও কংগ্রেস বিধায়ক কোথাও যাবেন না। কেউ আমাকে দায়িত্ব দেয়নি বা আমাকে বলেওনি। আমি নিশ্চিত, আমরা সব রাজ্যেই জিতব ৷"

মধ্যপ্রদেশ:

মধ্যপ্রদেশের 230টি বিধানসভা আসনের জন্য গণনা 52টি জেলা সদরে অনুষ্ঠিত হবে ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কমল নাথের মতো রাজনৈতিক নেতা-সহ প্রায় দুই হাজার 533 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷ শিবরাজ সিং চৌহান অবশ্য দাবি করেছেন, তাঁর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে ৷ অন্যদিকে রাজ্য কংগ্রেসের প্রধান কমল নাথ জানান, ভোটারদের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধনি আসন থেকে এবং তাঁর প্রধান প্রতিপক্ষ রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথ ছিন্দওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এছাড়াও বিজেপির তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ পটেল এবং ফগ্গন সিং কুলস্তও লড়াই করছেন ৷ বিজেপির সর্বভারতীয় সাধারণ সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়োর্গীয় ইন্দোর-1 থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷

রাজস্থান:

রাজস্থানের 199টি আসনে এক হাজার 800 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ উত্তর ভারতের একমাত্র রাজ্য যেখানে গত তিন দশকে প্রতি পাঁচ বছরে কংগ্রেস এবং বিজেপির মধ্যে ক্ষমতা পরিবর্তন হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এ রাজ্যেও ব্যালট পেপার গণনা শুরু হবে আটটা থেকে। ব্যালট পেপার গণনার জন্য 979টি টেবিল থাকছে ৷ পর্যবেক্ষক, প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারীক প্রবীণ গুপ্তা। গুপ্তা জানান, সকাল সাড়ে আটটায় ইভিএম মেশিনে ভোট গণনা শুরু হবে। এ রাজ্যেও মুখোমুখি লড়াই বিজেপি-কংগ্রেসের মধ্যে ৷ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জয়পুরের জোঠওয়ারা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ঝালার, মুখ্যমন্ত্রী অশোক গেহলত সরদারপুরা, কোন্ট থেকে শচীন পাইলট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

ছত্তিশগড়

বামপন্থী চরমপন্থা দ্বারা প্রভাবিত রাজ্যের 33টি জেলার সমস্ত গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে কমিশনের আধিকারিকরা জানিয়েছেন। সকাল আটটা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট গণনার আধ ঘণ্টা পর ইভিএমs ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। মোট 90 জন রিটার্নিং অফিসার, 416 জন সহকারী রিটার্নিং অফিসার, চার হাজার 596 জন গণনা কর্মী এবং গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক হাজার 698 জন মাইক্রো-পর্যবেক্ষক নিয়োগ করেছে বলে জানান ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিক রীনা বাবা সাহেব কাঙ্গালে ৷ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-সহ মোট এক হাজার 181 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছে রাজ্যের মানুষ ৷ ভূপেশ বাঘেলের পাটান আসনে বিজেপি লোকসভা সাংসদ বিজয় বাঘেলকে প্রার্থী করেছে।

তেলেঙ্গানা:

রাজ্যে নির্বাচনে বিআরএস সুপ্রিমো চন্দ্রশেখর রাও, তাঁর মন্ত্রী-পুত্র কেটি রামা রাও, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেভান্থ রেড্ডি এবং বিজেপি লোকসভা সদস্য বান্ডি সঞ্জয় কুমার, ডি অরবিন্দ এবং বাপু রাও সোয়াম-সহ প্রায় দুই হাজার 290 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ বিআরএস 119টি আসনেই প্রার্থী দিয়েছে ৷ কংগ্রেস তাদের জোট সঙ্গী সিপিআইকে একটি আসন ছেড়েছে। প্রাক-নির্বাচন চুক্তি অনুযায়ী বিজেপি এবং জনসেনা যথাক্রমে 111টি এবং 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম শহরের নয়টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দুটি আসন থেকে লড়ছেন ৷ গাজওয়েল এবং কামারেডি থেকে তিনি প্রার্থী হয়েছেন। বিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও আগে বলেন, "ভোট আমাদের ভালো খবরই দেবে।" কিছু এক্সিট-পোল জানায়, বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিআরএস সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম আসন পাবে ৷ রামা রাও জানান, চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন সরকার 70 টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসবে।

(পিটিআই)

আরও পড়ুন

নয়াদিল্লি, 2 ডিসেম্বর: মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ভোট গণনা রবিবার ৷ ছয় মাসেরও কম সময়ের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের ভোট বিজেপি-কংগ্রেসের কাছে কার্যত সেমিফাইনাল প্রতিযোগিতা হিসাবে দেখছে রাজনৈতিক মহল ৷ রবিবার সকাল আটটা থেকে শুরু হবে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড় এই চার রাজ্যের ভোট গণনা ৷ তবে মিজোরামে আগামিকাল হচ্ছে না ভোট গণনা ৷ রবিবারের পরিবর্তে সোমবার হবে সে রাজ্যের ফল প্রকাশ ৷

রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশে শাসন করছে বিজেপি ৷ এই তিন রাজ্যে কার্যত মুখোমুখি লড়াই বিজেপি-কংগ্রেসের ৷ কে চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে ৷ এ রাজ্যেই একমাত্র বলা যেতে পারে চতুর্মূখী লড়াই হচ্ছে ৷ গত 30 নভেম্বর তেলেঙ্গানার ভোটের মধ্যে দিয়ে শেষ হয়েছে পাঁচ রাজ্যের নির্বাচন ৷ আর তার পরই সামনে এসেছে একের পর এক বুথ ফেরৎ সমীক্ষা ৷ আর যার মধ্যে একাধিক এক্সিট পোলের স্পষ্ট ইঙ্গীত, মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপিই ৷ রাজস্থানের ক্ষেত্রেও একই মত দিয়েছে অধিকাংশ বুথ ফেরৎ সমীক্ষা ৷

যদিও তেলঙ্গানা এবং ছত্তিশগড়ে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে একাধিক এক্সিট পোল ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামিকাল পোস্টাল ব্যালট দিয়ে শুরু চার রাজ্যের ভোট গণনা ৷ মধ্যপ্রদেশের 230, ছত্তিশগড়ের 90, তেলেঙ্গানার 119টি এবং রাজস্থানের 199টি আসনের জন্য কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গণনা শুরু হবে ৷ কমিশন সূত্রে খবর, প্রতি গণনা কেন্দ্রেই তিন স্তরের নিরাপত্তা বলয় রাখা হয়েছে ৷ শুধুমাত্র বৈধ কাগজ থাকলেই গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ মে মাসে বিজেপির কাছ থেকে কর্ণাটক কেড়ে নেওয়ার পর কংগ্রেস মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানার দিকে যেমন বিশেষ নজর দিয়েছে, তেমনই রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রেও আশাবাদী ৷

রাজনৈতিক মহলের দাবি, এই নির্বাচন থেকে দুই দলের কাছেই স্পষ্ট হয়ে যাবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সামগ্রীক চিত্রটা ৷ অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইতিমধ্যেই যে ইন্ডিয়া জোট গঠন হয়েছে তার গ্রহণযোগ্যতারও একটা মাপকাঠি নির্ধারিত হবে ৷ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জয়পুরে বলেন, "কংগ্রেসের চেহারা উন্মোচিত হয়ে গিয়েছে। আগামিকাল শুধু মাত্র ফলাফল সামনে আসতে চলেছে। জনগণ যে সুশাসন চেয়েছিল তা বিজেপি সরকারের অধীনেই পাওয়া যাবে ৷" তবে একাধিক পোলস্টার রাজস্থানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসই দিয়েছে ৷ কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার অবশ্য এই যাবতীয় সমীক্ষা উড়িয়ে দিয়েছেন ৷ একই সঙ্গে, তাঁকে রাজ্যগুলি থেকে বিজয়ী কংগ্রেস প্রার্থীদের কর্ণাটকের রিসর্ট এবং হোটেলগুলিতে আনতে যে বলা হয়েছে, তাও খারিজ করে দিয়েছেন শিবকুমার। তিনি বলেন, "কোনও কংগ্রেস বিধায়ক কোথাও যাবেন না। কেউ আমাকে দায়িত্ব দেয়নি বা আমাকে বলেওনি। আমি নিশ্চিত, আমরা সব রাজ্যেই জিতব ৷"

মধ্যপ্রদেশ:

মধ্যপ্রদেশের 230টি বিধানসভা আসনের জন্য গণনা 52টি জেলা সদরে অনুষ্ঠিত হবে ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কমল নাথের মতো রাজনৈতিক নেতা-সহ প্রায় দুই হাজার 533 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷ শিবরাজ সিং চৌহান অবশ্য দাবি করেছেন, তাঁর দল বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে ৷ অন্যদিকে রাজ্য কংগ্রেসের প্রধান কমল নাথ জানান, ভোটারদের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধনি আসন থেকে এবং তাঁর প্রধান প্রতিপক্ষ রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথ ছিন্দওয়াড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ এছাড়াও বিজেপির তিন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ পটেল এবং ফগ্গন সিং কুলস্তও লড়াই করছেন ৷ বিজেপির সর্বভারতীয় সাধারণ সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়োর্গীয় ইন্দোর-1 থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৷

রাজস্থান:

রাজস্থানের 199টি আসনে এক হাজার 800 জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ উত্তর ভারতের একমাত্র রাজ্য যেখানে গত তিন দশকে প্রতি পাঁচ বছরে কংগ্রেস এবং বিজেপির মধ্যে ক্ষমতা পরিবর্তন হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, এ রাজ্যেও ব্যালট পেপার গণনা শুরু হবে আটটা থেকে। ব্যালট পেপার গণনার জন্য 979টি টেবিল থাকছে ৷ পর্যবেক্ষক, প্রার্থী এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারীক প্রবীণ গুপ্তা। গুপ্তা জানান, সকাল সাড়ে আটটায় ইভিএম মেশিনে ভোট গণনা শুরু হবে। এ রাজ্যেও মুখোমুখি লড়াই বিজেপি-কংগ্রেসের মধ্যে ৷ বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর জয়পুরের জোঠওয়ারা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া ঝালার, মুখ্যমন্ত্রী অশোক গেহলত সরদারপুরা, কোন্ট থেকে শচীন পাইলট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷

ছত্তিশগড়

বামপন্থী চরমপন্থা দ্বারা প্রভাবিত রাজ্যের 33টি জেলার সমস্ত গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে কমিশনের আধিকারিকরা জানিয়েছেন। সকাল আটটা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট গণনার আধ ঘণ্টা পর ইভিএমs ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। মোট 90 জন রিটার্নিং অফিসার, 416 জন সহকারী রিটার্নিং অফিসার, চার হাজার 596 জন গণনা কর্মী এবং গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক হাজার 698 জন মাইক্রো-পর্যবেক্ষক নিয়োগ করেছে বলে জানান ছত্তিশগড়ের মুখ্য নির্বাচনী আধিকারিক রীনা বাবা সাহেব কাঙ্গালে ৷ মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও, প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং-সহ মোট এক হাজার 181 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছে রাজ্যের মানুষ ৷ ভূপেশ বাঘেলের পাটান আসনে বিজেপি লোকসভা সাংসদ বিজয় বাঘেলকে প্রার্থী করেছে।

তেলেঙ্গানা:

রাজ্যে নির্বাচনে বিআরএস সুপ্রিমো চন্দ্রশেখর রাও, তাঁর মন্ত্রী-পুত্র কেটি রামা রাও, তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতি এ রেভান্থ রেড্ডি এবং বিজেপি লোকসভা সদস্য বান্ডি সঞ্জয় কুমার, ডি অরবিন্দ এবং বাপু রাও সোয়াম-সহ প্রায় দুই হাজার 290 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ বিআরএস 119টি আসনেই প্রার্থী দিয়েছে ৷ কংগ্রেস তাদের জোট সঙ্গী সিপিআইকে একটি আসন ছেড়েছে। প্রাক-নির্বাচন চুক্তি অনুযায়ী বিজেপি এবং জনসেনা যথাক্রমে 111টি এবং 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম শহরের নয়টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দুটি আসন থেকে লড়ছেন ৷ গাজওয়েল এবং কামারেডি থেকে তিনি প্রার্থী হয়েছেন। বিআরএস-এর কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও আগে বলেন, "ভোট আমাদের ভালো খবরই দেবে।" কিছু এক্সিট-পোল জানায়, বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিআরএস সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম আসন পাবে ৷ রামা রাও জানান, চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বাধীন সরকার 70 টিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসবে।

(পিটিআই)

আরও পড়ুন

Last Updated : Dec 3, 2023, 8:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.