নয়াদিল্লি, 29 এপ্রিল : করোনার টিকাকরণ কর্মসূচিতে বিশেষভাবে সক্ষমদের অগ্রাধিকার দেওয়া হোক ৷ বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারির জন্য স্বাস্থ্যমন্ত্রককে আবেদন জানাল বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভাগ ৷ এমনকি, কোভিডের চিকিৎসা করানোর ক্ষেত্রেও বিশেষভাবে সক্ষমদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে ওই আবেদনে ৷
এ বিষয়ে টুইটারে একটি টুইটও করেছেন কেন্দ্রীয় সামাজিক ন্য়ায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলট ৷ তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে এই বিষয়ে নির্দেশ দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রককে আবেদন জানিয়েছে বিশেষভাবে সক্ষমদের ক্ষমতায়ন সংক্রান্ত বিভাগ ৷
-
#DEPwD took up the matter with @MoHFW_INDIA to issue appropriate instructions to Central and State healthcare authorities to give priority to #Divyangjan in #COVID19 testing, treatment and vaccination.#sabkasaathsabkovaccine @PIB_India pic.twitter.com/fXEtuT0rbf
— Thawarchand Gehlot (@TCGEHLOT) April 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#DEPwD took up the matter with @MoHFW_INDIA to issue appropriate instructions to Central and State healthcare authorities to give priority to #Divyangjan in #COVID19 testing, treatment and vaccination.#sabkasaathsabkovaccine @PIB_India pic.twitter.com/fXEtuT0rbf
— Thawarchand Gehlot (@TCGEHLOT) April 29, 2021#DEPwD took up the matter with @MoHFW_INDIA to issue appropriate instructions to Central and State healthcare authorities to give priority to #Divyangjan in #COVID19 testing, treatment and vaccination.#sabkasaathsabkovaccine @PIB_India pic.twitter.com/fXEtuT0rbf
— Thawarchand Gehlot (@TCGEHLOT) April 29, 2021
আরও পড়ুন : দাম কমল কোভ্য়াকসিনের, 600 টাকার বদলে 400 টাকায় টিকা পাবে রাজ্য
সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে পাঠানো আবেদনপত্রে জানানো হয়েছে, দেশের আইন মোতাবেক, বিশেষভাবে সক্ষমদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়াটা বাধ্যতামূলক ৷ সেই প্রেক্ষিতেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রককে এই বিষয়ে নির্দেশিকা জারির আবেদন জানানো হয়েছে ৷ ভারতের সবক’টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলেই যাতে কোভিডের টিকাকরণ এবং চিকিৎসার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম মানুষদের অগ্রাধিকার দেওয়া যায়, সেই মর্মে নির্দেশিকা জারির অনুরোধ করা হয়েছে ৷