নয়াদিল্লি, 25 ডিসেম্বর: করোনার আতঙ্ক সত্ত্বেও বছর শেষের উৎসবে মেতেছে বিশ্ববাসী ৷ ব্যতিক্রম নন বিশিষ্টরাও ৷ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে পোপ ফ্রান্সিস, কিংবা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকলেই বিশ্ববাসীকে বড়দিনের (Christmas 2022) শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটারজুড়ে এখন শুধুই সেইসব শুভেচ্ছাবার্তা (Merry Christmas) ৷ উপরি পাওনা মন ভালো করা নানা ছবি ৷
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) তাঁর টুইটারে লিখেছেন, "আমার বিশ্বাস, এই ক্রিসমাসের সময়, অল্প কয়েক মুহূর্তের জন্য হলেও আমরা পরস্পরের দিকে তাকাব ৷ ডেমোক্র্য়াট বা রিপাবলিকান হিসাবে নয় ৷ বরং আমরা আসলে যা, সেই সহআমেরিকান হিসাবে !" ওয়াকিবহাল মহলের বক্তব্য, উৎসবের মরশুমে বিরোধী রাজনৈতিক শিবিরকে আদতে বন্ধুত্বের বার্তাই দিতে চেয়েছেন বাইডেন ৷ অন্যদিক, তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন তাঁর অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন ৷ সেই ছবিতে খোদ প্রেসিডেন্টকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা গিয়েছে ৷ সহযোগিতা করছেন 'পোটাস' ৷
-
This Christmas season, my hope is that we take a few moments of quiet reflection to really look at one another.
— President Biden (@POTUS) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Not as Democrats or Republicans.
But as who we really are: fellow Americans.
">This Christmas season, my hope is that we take a few moments of quiet reflection to really look at one another.
— President Biden (@POTUS) December 24, 2022
Not as Democrats or Republicans.
But as who we really are: fellow Americans.This Christmas season, my hope is that we take a few moments of quiet reflection to really look at one another.
— President Biden (@POTUS) December 24, 2022
Not as Democrats or Republicans.
But as who we really are: fellow Americans.
আরও পড়ুন: 1500 কেজি টমেটো দিয়ে সান্তা ক্লজ গড়লেন সুদর্শন
চলতি বছরই ট্রাকচালকদের করা বিক্ষোভের জেরে বিধ্বস্ত অবস্থা হয়েছিল কানাডার ৷ সেই বিপদ কেটেছে অনেক আগেই ৷ বড়দিনে সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) বার্তা, "মেরি ক্রিসমাস ! কানাডার লক্ষ লক্ষ বাসিন্দার মতোই আমার পরিবারও ক্রিসমাস নিয়ে উচ্ছ্বসিত ৷ আমরা ক্রিমাস ট্রি ঘিরে একসঙ্গে বসব এবং পরস্পরের সঙ্গে ভালো সময় উপভোগ করব ৷ এদিকে, সামনেই নতুন বছর ৷ সেই উপলক্ষে আপনাদের সকলের জন্য আমরা আনন্দ, সুস্বাস্থ্য, ভালোবাসা এবং শান্তি কামনা করছি ৷"
-
Merry Christmas! Like millions of Canadians, my family is excited to gather around the Christmas tree and spend some quality time together. And as we look ahead to the new year, we’re also wishing you joy, health, love, and peace. https://t.co/KDfMbzQFJC pic.twitter.com/I3lcAprIQe
— Justin Trudeau (@JustinTrudeau) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Merry Christmas! Like millions of Canadians, my family is excited to gather around the Christmas tree and spend some quality time together. And as we look ahead to the new year, we’re also wishing you joy, health, love, and peace. https://t.co/KDfMbzQFJC pic.twitter.com/I3lcAprIQe
— Justin Trudeau (@JustinTrudeau) December 24, 2022Merry Christmas! Like millions of Canadians, my family is excited to gather around the Christmas tree and spend some quality time together. And as we look ahead to the new year, we’re also wishing you joy, health, love, and peace. https://t.co/KDfMbzQFJC pic.twitter.com/I3lcAprIQe
— Justin Trudeau (@JustinTrudeau) December 24, 2022
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লিখেছেন, "মেরি ক্রিসমাস ! এই বিশেষ দিনটি আমাদের সমাজে সৌভ্রাতৃত্ব এবং আনন্দ নিয়ে আসুক ৷ প্রভু যিশুর মহান ভাবনা আমরা স্মরণ করছি ৷ সমাজসেবার উপর জোর দিচ্ছি ৷"
-
Merry Christmas! May this special day further the spirit of harmony and joy in our society. We recall the noble thoughts of Lord Christ and the emphasis on serving society.
— Narendra Modi (@narendramodi) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Merry Christmas! May this special day further the spirit of harmony and joy in our society. We recall the noble thoughts of Lord Christ and the emphasis on serving society.
— Narendra Modi (@narendramodi) December 25, 2022Merry Christmas! May this special day further the spirit of harmony and joy in our society. We recall the noble thoughts of Lord Christ and the emphasis on serving society.
— Narendra Modi (@narendramodi) December 25, 2022
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্য়ান্থনি অ্য়ালবানেস (Anthony Albanese) ক্রিসমাসের কিছু মুহূর্ত টুইটারে শেয়ার করেছেন ৷ সঙ্গে লিখেছেন, "অস্ট্রেলিয়ার বহু নাগরিকের কাছে ক্রিসমাস হল পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দিন ৷ কিন্তু, যাঁদের পক্ষে সেটা করতে পারা কঠিন, কিংবা যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের কাছে ক্রিসমাসের দিনটা খুবই কঠোর ৷"
-
For many Australians Christmas Day is one to celebrate with family and friends. But for those doing it tough, or those who’ve lost loved ones Christmas Day can be difficult time. pic.twitter.com/SdOn20GiBp
— Anthony Albanese (@AlboMP) December 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">For many Australians Christmas Day is one to celebrate with family and friends. But for those doing it tough, or those who’ve lost loved ones Christmas Day can be difficult time. pic.twitter.com/SdOn20GiBp
— Anthony Albanese (@AlboMP) December 25, 2022For many Australians Christmas Day is one to celebrate with family and friends. But for those doing it tough, or those who’ve lost loved ones Christmas Day can be difficult time. pic.twitter.com/SdOn20GiBp
— Anthony Albanese (@AlboMP) December 25, 2022
অন্যদিকে, খ্রিস্ট ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis) তাঁর টুইটবার্তায় লিখেছেন, "আজ রাতে ঈশ্বর তোমার কাছে আসেন, কারণ, তুমি ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷"
-
Tonight, God draws near to you because you are important to him. From the manger, as food for your life, He tells you: “If you feel consumed by events, if you are devoured by a sense of guilt and inadequacy, if you hunger for justice, I am with you. #Christmas
— Pope Francis (@Pontifex) December 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tonight, God draws near to you because you are important to him. From the manger, as food for your life, He tells you: “If you feel consumed by events, if you are devoured by a sense of guilt and inadequacy, if you hunger for justice, I am with you. #Christmas
— Pope Francis (@Pontifex) December 24, 2022Tonight, God draws near to you because you are important to him. From the manger, as food for your life, He tells you: “If you feel consumed by events, if you are devoured by a sense of guilt and inadequacy, if you hunger for justice, I am with you. #Christmas
— Pope Francis (@Pontifex) December 24, 2022