ETV Bharat / bharat

Ambani Richest Person : কোভিডকালে সম্পত্তি বেড়েছে 24 শতাংশ, এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি - বিশ্বের ধনীতম মানুষদের তালিকা

করোনাকালে এশিয়ার দুই শিল্পপতির সম্পত্তি বেড়েছে বিপুল পরিমাণে ৷ বিশ্বের ধনকুবেরদের তালিকায় স্থান পেয়েছে দুই ভারতীয়ের নাম (Ambani Richest Person) ৷

2022 M3M Hurun Global Rich List
এশিয়ার দুই ধনকুবের অম্বানি এবং আদানি
author img

By

Published : Mar 17, 2022, 8:26 AM IST

নয়াদিল্লি, 17 মার্চ : এশিয়ার সবচেয়ে ধনী মানুষ কে ? ভারতের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ গত একবছরে সম্পত্তি 24 শতাংশ বেড়ে 103 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 10 হাজার 300 কোটি ডলার হয়েছে ৷ দ্বিতীয়, আদানি গ্রুপ-এর চেয়ারম্যান গৌতম আদানি ৷ যিনি ভারতেও দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তি ৷ গত এক বছরে প্রতি সপ্তাহে প্রায় 6 হাজার কোটি ডলার করে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ ৷ সব মিলিয়ে এক বছরে 49 বিলিয়ন ডলার অর্থাৎ 4 হাজার 900 কোটি ডলার বৃদ্ধি পেয়ে মোট সম্পত্তি পৌঁছেছে 81 বিলিয়ন ডলারে বা 8 হাজার 100 কোটি ডলারে ৷ একটি গবেষণা সংস্থা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে এই তথ্য সামনে এনেছে (Reliance Mukhesh Ambani richest in Asia as Hurun Global Rich List) ৷

আম্বানি, আদানির সঙ্গে বিত্তশালীদের তালিকায় নতুন সংযোজন 'নাইকা'-র (Nykaa) ফাল্গুনী নায়ার ৷ গবেষণা সংস্থা হারান এম3এম-এর (Hurun and M3M) সঙ্গে যৌথভাবে এই বিত্তশালীদের তালিকা তৈরি করেছে ৷ '2022 এম3এম হারান গ্লোবাল রিচ লিস্ট' নামের এই রিপোর্টে 69 টি দেশের 2 হাজার 557 কোম্পানির 3 হাজার 381 বিলিওনিয়ারের নাম রয়েছে ৷ এর মধ্যে বিগত এক বছরে 2 হাজার 71 বিলিওনিয়ারের সম্পত্তি বেড়েছে ৷ অন্যদিকে, 942 জনের সম্পত্তির পরিমাণ কমেছে ৷ 490 জন বিলিওনিয়ার তালিকায় নবতম সংযোজন ৷

আরও পড়ুন : WB Govt Meeting With Adani : প্রস্তাবিত তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

215 জন বিলিওনিয়ার ভারতীয় ৷ 58 জন ভারতীয় এই তালিকায় নতুন ৷ বিশ্বে ভারত তৃতীয় বৃহত্তম বিলিওনিয়ারদের দেশ ৷ যদি এখানে ভারতীয় বংশোদ্ভূতদের যুক্ত করা যায়, তাহলে সংখ্যাটা 249 হবে ৷ তবে ভারতকে ছাড়িয়ে গিয়েছে চিন ৷ 1 হাজার 133 জন বিলিয়নেয়ার নিয়ে চিন ছাড়িয়েছে ভারতকে ৷ দেশটিতে ভারতের থেকে 5 গুণ বেশি ধনকুবের আছে ৷

নয়াদিল্লি, 17 মার্চ : এশিয়ার সবচেয়ে ধনী মানুষ কে ? ভারতের রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ৷ গত একবছরে সম্পত্তি 24 শতাংশ বেড়ে 103 বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ 10 হাজার 300 কোটি ডলার হয়েছে ৷ দ্বিতীয়, আদানি গ্রুপ-এর চেয়ারম্যান গৌতম আদানি ৷ যিনি ভারতেও দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তি ৷ গত এক বছরে প্রতি সপ্তাহে প্রায় 6 হাজার কোটি ডলার করে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ ৷ সব মিলিয়ে এক বছরে 49 বিলিয়ন ডলার অর্থাৎ 4 হাজার 900 কোটি ডলার বৃদ্ধি পেয়ে মোট সম্পত্তি পৌঁছেছে 81 বিলিয়ন ডলারে বা 8 হাজার 100 কোটি ডলারে ৷ একটি গবেষণা সংস্থা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে এই তথ্য সামনে এনেছে (Reliance Mukhesh Ambani richest in Asia as Hurun Global Rich List) ৷

আম্বানি, আদানির সঙ্গে বিত্তশালীদের তালিকায় নতুন সংযোজন 'নাইকা'-র (Nykaa) ফাল্গুনী নায়ার ৷ গবেষণা সংস্থা হারান এম3এম-এর (Hurun and M3M) সঙ্গে যৌথভাবে এই বিত্তশালীদের তালিকা তৈরি করেছে ৷ '2022 এম3এম হারান গ্লোবাল রিচ লিস্ট' নামের এই রিপোর্টে 69 টি দেশের 2 হাজার 557 কোম্পানির 3 হাজার 381 বিলিওনিয়ারের নাম রয়েছে ৷ এর মধ্যে বিগত এক বছরে 2 হাজার 71 বিলিওনিয়ারের সম্পত্তি বেড়েছে ৷ অন্যদিকে, 942 জনের সম্পত্তির পরিমাণ কমেছে ৷ 490 জন বিলিওনিয়ার তালিকায় নবতম সংযোজন ৷

আরও পড়ুন : WB Govt Meeting With Adani : প্রস্তাবিত তাজপুর বন্দর নিয়ে আদানি গোষ্ঠীর সঙ্গে বৈঠক মুখ্যসচিবের

215 জন বিলিওনিয়ার ভারতীয় ৷ 58 জন ভারতীয় এই তালিকায় নতুন ৷ বিশ্বে ভারত তৃতীয় বৃহত্তম বিলিওনিয়ারদের দেশ ৷ যদি এখানে ভারতীয় বংশোদ্ভূতদের যুক্ত করা যায়, তাহলে সংখ্যাটা 249 হবে ৷ তবে ভারতকে ছাড়িয়ে গিয়েছে চিন ৷ 1 হাজার 133 জন বিলিয়নেয়ার নিয়ে চিন ছাড়িয়েছে ভারতকে ৷ দেশটিতে ভারতের থেকে 5 গুণ বেশি ধনকুবের আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.