মুম্বই, 27 অক্টোবর: দেশের প্রথম স্যাটেলাইট-ভিত্তিক গিগাবিট ব্রডব্যান্ড পরিষেবা জিওস্পেসফাইবারের যাত্রা শুরু করল দেশের টেলিযোগাযোগ সেক্টরের জায়েন্ট রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড ৷ এর ফলে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলিকে উচ্চগতির ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ৷
রিলায়েন্স জিও একটি প্রেস রিলিজে জানিয়েছে, শুক্রবার ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে এই লঞ্চটি প্রদর্শন করা হয় ৷ পূর্বে যে দুর্গম এলাকাগুলিতে পরিষেবা দেওয়া সম্ভব হত না, সেখানেও উচ্চ গতির ব্রডব্যান্ড পরিষেবা প্রসারিত করার জন্য এই পদক্ষেপ বলে জানানো হয়েছে ৷ অত্যন্ত প্রতিযোগিতামূলক মূল্যে ভারত জুড়ে খুব শিগগিরই জিও স্পেস ফাইবার পাওয়া যাবে ৷
রিলায়েন্স জিও ইতিমধ্যেই উচ্চ-গতির ব্রডব্যান্ড পরিষেবা-সহ 450 মিলিয়নেরও বেশি ভারতীয় গ্রাহককে পরিষেবা দিচ্ছে ৷ এ বার জিও স্পেস ফাইবারের মধ্যে দিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে ডিজিটাল বিশ্বকে বাস্তবে রূপায়িত করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ বিদ্যমান জিও ফাইবার ও জিও এয়ার ফাইবার-সহ এই স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা ভোক্তা এবং ব্যবসা ক্ষেত্রগুলির অবস্থান নির্বিশেষে নির্ভরযোগ্য, কম-বিলম্বিত, উচ্চ-গতির ইন্টারনেট এবং বিনোদন অ্যাক্সেস করাটা নিশ্চিত করবে ।
স্যাটেলাইট নেটওয়ার্ক মোবাইল ব্যাকহল ক্ষমতাকেও শক্তিশালী করবে, যার ফলে প্রত্যন্ত অঞ্চলেও জিও-এর ট্রু 5জি নেটওয়ার্কের নাগাল প্রসারিত হবে । এই প্রচেষ্টার জন্য জিও এসইএস-র সঙ্গে অংশীদারিত্ব করে মিডিয়াম আর্থ অরবিট স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেছে ৷
আরও পড়ুন: যত চোর গ্রেফতার হচ্ছে তত চোরের রানির ছটফটানি বাড়ছে, কটাক্ষ সুকান্তর; চাঁছাছোলা শুভেন্দুও
জিওস্পেসফাইবার তার ক্ষমতা প্রদর্শনের জন্য ইতিমধ্যেই ভারতের সবচেয়ে দূরবর্তী অবস্থানের চারটি স্থানকে সংযুক্ত করেছে ৷ সেই স্থানগুলি হল গুজরাতের গির, ছত্তীশগড়ের কোরবা, ওড়িশার নবরংপুর এবং অসমের ওএনজিসি-জোরহাট ৷
রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি এই লঞ্চের তাৎপর্যের বর্ণনা করে বলেন, "জিও ভারতে লক্ষ লক্ষ বাড়ি এবং ব্যবসাকে প্রথমবারের মতো ব্রডব্যান্ড ইন্টারনেটের অভিজ্ঞতা লাভ করাতে সক্ষম করেছে ৷ এখনও যাঁরা সংযুক্ত হতে বাকি, জিও স্পেস ফাইবারের সঙ্গে আমরা সেই লক্ষ লক্ষ মানুষকে কভার করার জন্য আমাদের পরিধি প্রসারিত করেছি ৷"
আম্বানি আরও বলেন, "জিও স্পেস ফাইবার সকলকে, সর্বত্র, অনলাইন সরকার, শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন পরিষেবাগুলিতে গিগাবিট অ্যাক্সেস-সহ নতুন ডিজিটাল সোসাইটিতে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করার অনুমতি দেবে ৷"
এসইএস নেটওয়ার্কের চিফ স্ট্র্যাটেজি অফিসার জন-পল হেমিংওয়ে জিওর সঙ্গে তাঁদের অংশীদারিত্বের সম্পর্কের উত্তেজনা ভাগ করে নিয়ে বলেছেন, "জিও-র সঙ্গে একত্র হয়ে আমরা একটি অনন্য সমাধানের ক্ষেত্রে ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন করতে পেরে সম্মানিত বোধ করছি ৷ যে উদ্যোগের লক্ষ্য প্রতি সেকেন্ডে ভারতের যে কোনও স্থানে একাধিক গিগাবিট প্রদান করা ।"
আরও পড়ুন: শনিতে আসছে পাক দল, বাবরের জন্য বেনজির দ্বিস্তরীয় নিরাপত্তা বলয় লালবাজারের
হেমিংওয়ে আরও বলেন, "মহাকাশ থেকে আমাদের প্রথম ফাইবার-সদৃশ পরিষেবাগুলি ইতিমধ্যেই ভারতের কিছু অংশে মোতায়েন করা হয়েছে এবং এটি কীভাবে দেশের অধিকাংশ গ্রামীণ অংশে ডিজিটাল রূপান্তর ঘটাবে তা দেখার অপেক্ষায় আমরা অধীর হয়ে রয়েছি ৷"
রিলায়েন্স জিও-র স্পেস ফাইবার ভারতের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করে, যা সত্যিকারের ডিজিটাল ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলে উচ্চ-গতির ব্রডব্যান্ড অ্যাক্সেস প্রসারিত করার প্রতিশ্রুতি দেয় । (সংবাদসংস্থা এএনআই)