ETV Bharat / bharat

Kota Suicide Case: কোটার পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা কমাতে পড়ার চাপ কমানোর সুপারিশ বিশেষজ্ঞ কমিটির - কোটা কোচিং ইনস্টিটিউট

দিন দিন পড়ুয়াদের আত্মহত্যার ঘটনায় প্রশ্নের মুখে কোটার বিভিন্ন কোচিং ইনস্টিটিউট ৷ এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় সেই নিয়ে টানা 8 ঘণ্টা ম্যারাথন বৈঠকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ৷ আত্মহত্যা রুখতে জানানো হল বেশ কয়েকটি সুপারিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 12:38 PM IST

Updated : Sep 5, 2023, 12:52 PM IST

কোটা, 5 সেপ্টেম্বর: বাড়ছে আত্মহত্যার ঘটনা ৷ সেই কারণে কোটার কোচিং ইনস্টিটিউটে পড়ার সময় কমিয়ে পড়ুয়াদের দৈনন্দিন রুটিনকে কিছুটা আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ হালকা মেজাজে করা যায় এমন সমস্ত কাজ পড়ুয়াদের রুটিনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে ৷ জানা গিয়েছে, সমাজের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের তৈরি এই কমিটির সদস্যরা সোমবার প্রায় 8 ঘণ্টা ধরে দীর্ঘ বৈঠক করেন ৷ সেখানেই এই ধরনের বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সোমবার কোটা জেলা কালেক্টর ওপি বাঙ্কার এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানান, কোটায় কোচিং নিতে আসা পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা বন্ধ করার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছিল ৷ বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধির সঙ্গে রাজ্যস্তরের কমিটির ম্যারাথন বৈঠকের পর কয়েকটি সুপারিশ করা হয়েছে ৷

প্রধান সচিব (উচ্চ ও কারিগরি শিক্ষা) ভবানি সিং দেথার নেতৃত্বে কমিটি গঠনের পর প্রথম বৈঠক হয় সকাল সাড়ে 10টা থেকে 7টা পর্যন্ত ৷ 8 ঘণ্টারও বেশি সময় ধরে পাঁচটি সেশনে পরিচালিত ম্যারাথন বৈঠকের সময় স্টেকহোল্ডারদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল ৷ সেখানেই উপরোক্ত সুপারিশগুলি জানানো হয় ৷ এখানে কোচিং ক্লাস নেওয়া NEET ও JEE পরীক্ষার্থীদের আত্মহত্যার বৃদ্ধির ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী অশোক গেহলট অগস্ট মাসে এই ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেন ৷

বৈঠকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে রাজ্যস্তরের কমিটি একটি রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন বাঙ্কার ৷ কোচিং ইনস্টিটিউটের ফি কমানোর বিষয়ে কালেক্টরের বক্তব্য, "এই বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না ৷ কারণ এটি সরাসরি ছাত্র ও প্রতিষ্ঠানের মধ্যেকার বিষয় ছিল।"

আরও পড়ুন : রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু বাঙালি পড়ুয়ার

ইতিমধ্যে, একটি রাজ্যস্তরের দল শহর জুড়ে সমস্ত কোচিং ইনস্টিটিউটে স্বাস্থ্য সমীক্ষা চালাচ্ছে ৷ যেখানে প্রায় 80 শতাংশ শিক্ষার্থীকে দিয়ে একটি স্বাস্থ্য ফর্ম পূরণ করানো হচ্ছে ৷ এর ভিত্তিতে সন্দেহজনক প্রবণতা রয়েছে এমন শিক্ষার্থীদের চিহ্নিত করে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হচ্ছে ৷ সন্দেহজনক উপসর্গ বা গুরুতর লক্ষণগুলির ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে ৷ এই ধরনের শিক্ষার্থীদের অভিভাবকদের কোটায় আসতে বলা হচ্ছে তাঁদের সন্তানদের পাশে থাকার জন্য ৷

গুরুতর ক্ষেত্রে যেখানে দ্বিতীয়বার কাউন্সেলিংয়ের পরেও যে সমস্ত পড়ুয়ারা ঠিক হচ্ছে না তাদের বাবা-মায়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে ৷ দু'মাসের জন্য কোচিং ইনস্টিটিউটে নিয়মিত পরীক্ষা স্থগিত করার বিষয়ে কালেক্টর জানিয়েছেন, অভিভাবকরা সুপারিশ করেছেন যে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষাগুলি প্রয়োজনীয় ৷ তবে কর্তৃপক্ষ এটি ফের চালু করার আগে পরীক্ষা পদ্ধতি পুনর্নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা করছে ৷

কোচিং ইনস্টিটিউটগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আইনও বিবেচনাধীন রয়েছে বলে জানান বাঙ্কার ৷ তাঁর কথায়,"কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধে জরিমানা বা ব্যবস্থা নেওয়ার কোনও বিধান এখনও নেই ৷" যদিও উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

আরও পড়ুন : ফের কোটায় 2 নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, কোচিং সেন্টারগুলির সব পরীক্ষা 2 মাসের জন্য স্থগিত

কোটা, 5 সেপ্টেম্বর: বাড়ছে আত্মহত্যার ঘটনা ৷ সেই কারণে কোটার কোচিং ইনস্টিটিউটে পড়ার সময় কমিয়ে পড়ুয়াদের দৈনন্দিন রুটিনকে কিছুটা আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হল ৷ হালকা মেজাজে করা যায় এমন সমস্ত কাজ পড়ুয়াদের রুটিনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে ৷ জানা গিয়েছে, সমাজের বিভিন্ন স্তরের বিশেষজ্ঞদের তৈরি এই কমিটির সদস্যরা সোমবার প্রায় 8 ঘণ্টা ধরে দীর্ঘ বৈঠক করেন ৷ সেখানেই এই ধরনের বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

সোমবার কোটা জেলা কালেক্টর ওপি বাঙ্কার এই বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে জানান, কোটায় কোচিং নিতে আসা পড়ুয়াদের আত্মহত্যার প্রবণতা বন্ধ করার বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাওয়া হয়েছিল ৷ বিষয়টি নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধির সঙ্গে রাজ্যস্তরের কমিটির ম্যারাথন বৈঠকের পর কয়েকটি সুপারিশ করা হয়েছে ৷

প্রধান সচিব (উচ্চ ও কারিগরি শিক্ষা) ভবানি সিং দেথার নেতৃত্বে কমিটি গঠনের পর প্রথম বৈঠক হয় সকাল সাড়ে 10টা থেকে 7টা পর্যন্ত ৷ 8 ঘণ্টারও বেশি সময় ধরে পাঁচটি সেশনে পরিচালিত ম্যারাথন বৈঠকের সময় স্টেকহোল্ডারদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল ৷ সেখানেই উপরোক্ত সুপারিশগুলি জানানো হয় ৷ এখানে কোচিং ক্লাস নেওয়া NEET ও JEE পরীক্ষার্থীদের আত্মহত্যার বৃদ্ধির ঘটনার তদন্তে মুখ্যমন্ত্রী অশোক গেহলট অগস্ট মাসে এই ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করেন ৷

বৈঠকে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে রাজ্যস্তরের কমিটি একটি রিপোর্ট তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন বাঙ্কার ৷ কোচিং ইনস্টিটিউটের ফি কমানোর বিষয়ে কালেক্টরের বক্তব্য, "এই বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না ৷ কারণ এটি সরাসরি ছাত্র ও প্রতিষ্ঠানের মধ্যেকার বিষয় ছিল।"

আরও পড়ুন : রাজস্থানে বহুতল থেকে পড়ে মৃত্যু বাঙালি পড়ুয়ার

ইতিমধ্যে, একটি রাজ্যস্তরের দল শহর জুড়ে সমস্ত কোচিং ইনস্টিটিউটে স্বাস্থ্য সমীক্ষা চালাচ্ছে ৷ যেখানে প্রায় 80 শতাংশ শিক্ষার্থীকে দিয়ে একটি স্বাস্থ্য ফর্ম পূরণ করানো হচ্ছে ৷ এর ভিত্তিতে সন্দেহজনক প্রবণতা রয়েছে এমন শিক্ষার্থীদের চিহ্নিত করে কাউন্সেলিংয়ের জন্য পাঠানো হচ্ছে ৷ সন্দেহজনক উপসর্গ বা গুরুতর লক্ষণগুলির ক্ষেত্রে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে ৷ এই ধরনের শিক্ষার্থীদের অভিভাবকদের কোটায় আসতে বলা হচ্ছে তাঁদের সন্তানদের পাশে থাকার জন্য ৷

গুরুতর ক্ষেত্রে যেখানে দ্বিতীয়বার কাউন্সেলিংয়ের পরেও যে সমস্ত পড়ুয়ারা ঠিক হচ্ছে না তাদের বাবা-মায়ের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে ৷ দু'মাসের জন্য কোচিং ইনস্টিটিউটে নিয়মিত পরীক্ষা স্থগিত করার বিষয়ে কালেক্টর জানিয়েছেন, অভিভাবকরা সুপারিশ করেছেন যে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য পরীক্ষাগুলি প্রয়োজনীয় ৷ তবে কর্তৃপক্ষ এটি ফের চালু করার আগে পরীক্ষা পদ্ধতি পুনর্নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা করছে ৷

কোচিং ইনস্টিটিউটগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আইনও বিবেচনাধীন রয়েছে বলে জানান বাঙ্কার ৷ তাঁর কথায়,"কোচিং ইনস্টিটিউটের বিরুদ্ধে জরিমানা বা ব্যবস্থা নেওয়ার কোনও বিধান এখনও নেই ৷" যদিও উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি ৷

আরও পড়ুন : ফের কোটায় 2 নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, কোচিং সেন্টারগুলির সব পরীক্ষা 2 মাসের জন্য স্থগিত

Last Updated : Sep 5, 2023, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.