ETV Bharat / bharat

মেডিকেল অফিসার নিয়োগ করবে WBPDCL - latest jobs

পশ্চিমবঙ্গের বিভিন্ন পাওয়ার স্টেশনে 13জন মেডিকেল অফিসার নেবে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরশন লিমিটেড(WBPDCL) । সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ ।

recruitment of Medical Officer in WBPDCL
WBPDCL-এ মেডিকেল অফিসার নিয়োগ
author img

By

Published : Nov 15, 2020, 7:00 AM IST

13টি মেডিকেল অফিসার পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরশন লিমিটেড(WBPDCL) । পশ্চিমবঙ্গের বিভিন্ন পাওয়ার স্টেশনে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত জায়গায় ও সময়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।

মেডিকেল অফিসার

শূন্য পদ : 13টি (অসংরক্ষিত 2টি, SC 1টি, ST 3টি, OBC 7টি)

শিক্ষাগত যোগ্যতা : MBBS ডিগ্রি ।

বয়সসীমা : 1.11.2020 পর্যন্ত 36 বছরের ঊধর্বে নয় ।

বেতন কাঠামো : প্রতি মাসে 56,100 টাকা থেকে 1,60,500 টাকা ।

ইন্টারভিউয়ের সময় ও স্থান

তারিখ : 4.12.2020 বেলা সাড়ে দশটা থেকে দুপুর দুটো

স্থান : কর্পোরেট অফিস, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরশন লিমিটেড(WBPDCL)

বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নম্বর 3/C, LA ব্লক, সেক্টর-III

বিধাননগর, কলকাতা-700106

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

13টি মেডিকেল অফিসার পদে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরশন লিমিটেড(WBPDCL) । পশ্চিমবঙ্গের বিভিন্ন পাওয়ার স্টেশনে নিয়োগ করা হবে । যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত জায়গায় ও সময়ে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।

মেডিকেল অফিসার

শূন্য পদ : 13টি (অসংরক্ষিত 2টি, SC 1টি, ST 3টি, OBC 7টি)

শিক্ষাগত যোগ্যতা : MBBS ডিগ্রি ।

বয়সসীমা : 1.11.2020 পর্যন্ত 36 বছরের ঊধর্বে নয় ।

বেতন কাঠামো : প্রতি মাসে 56,100 টাকা থেকে 1,60,500 টাকা ।

ইন্টারভিউয়ের সময় ও স্থান

তারিখ : 4.12.2020 বেলা সাড়ে দশটা থেকে দুপুর দুটো

স্থান : কর্পোরেট অফিস, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরশন লিমিটেড(WBPDCL)

বিদ্যুৎ উন্নয়ন ভবন, প্লট নম্বর 3/C, LA ব্লক, সেক্টর-III

বিধাননগর, কলকাতা-700106

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.