ETV Bharat / bharat

US Remarks on Manipur: হিংসা-দীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে সাহায্যে প্রস্তুত, মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে রুষ্ট কংগ্রেস - এরিক গারসেট্টি

মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি এ কথা জানানোর পাশাপাশি বললেন, মণিপুরে শান্তি ফেরাতে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা ৷ তাঁর এই মন্তব্যে রুষ্ট কংগ্রেস ৷

US Remarks on Manipur
US Remarks on Manipur
author img

By

Published : Jul 7, 2023, 12:38 PM IST

Updated : Jul 7, 2023, 12:59 PM IST

নয়াদিল্লি, 7 জুলাই: হিংসা-দীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত আমেরিকা ৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার এ কথা বলেছেন ৷ মণিপুরের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, এটি যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই দিল্লি চাইলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে আমেরিকা ৷ তবে তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার কলকাতায় আমেরিকান সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মনে করি না এটি কৌশলগত উদ্বেগের বিষয়, এটি মানুষের উদ্বেগের বিষয় । এই ধরনের হিংসায় শিশু বা ব্যক্তিদের মৃত্যু হলে আপনাকে চিন্তা করার জন্য একজন ভারতীয় হতে হবে না ৷" একটি প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ।

  • #WATCH | US ambassador to India Eric Garcetti speaks on Manipur violence, says," I don't think it's about strategic concerns, it's about human concerns. You don't have to be an Indian to care when children or individuals die in this sort of violence. We know peace as a precedent… pic.twitter.com/4ZniEo6Opz

    — ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন যে, "যদি বলা হয়, তবে আমরা যে কোনও উপায়ে সহায়তা করতে প্রস্তুত । আমরা জানি এটি একটি ভারতীয় বিষয় ৷ আমরা শান্তির জন্য প্রার্থনা করি এবং এটি যেন দ্রুত আসে ৷"

আরও পড়ুন: রাজ্যপালের এই প্রজ্ঞা ও গণতান্ত্রিক চিন্তাধারাকে মণিপুরে ব্যবহার করা হোক, কটাক্ষ অভিষেকের

মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি ৷ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের এমন বিবৃতি দেওয়া খুবই বিরল বলে মন্তব্য করেন তিনি ৷ তাঁর দাবি, দেশ কখনও এ জাতীয় কোনও হস্তক্ষেপের প্রশংসা করেনি ।

মণীশ তিওয়ারি টুইটে লিখেছেন, "আমার সর্বোত্তম স্মরণে কমপক্ষে 4 দশক পর্যন্ত পিছনে চলে গিয়েও আমি কখনওই কোনও মার্কিন রাষ্ট্রদূতকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের বিবৃতি দিতে শুনিনি । আমরা কয়েক দশক ধরে পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং বিচক্ষণতা ও প্রজ্ঞার সঙ্গে সেগুলিকে অতিক্রম করেছি ।"

US Remarks on Manipur
মণীশ তিওয়ারির টুইট

ভারত-মার্কিন সম্পর্কের ইতিহাস এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে দেশের অনুভূতি সম্পর্কে নতুন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি আদৌও ওয়াকিবহাল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পঞ্জাবের কংগ্রেস সাংসদ ৷

নয়াদিল্লি, 7 জুলাই: হিংসা-দীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত আমেরিকা ৷ ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার এ কথা বলেছেন ৷ মণিপুরের হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানিয়েছেন যে, এটি যেহেতু ভারতের অভ্যন্তরীণ বিষয়, তাই দিল্লি চাইলে তবেই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে আমেরিকা ৷ তবে তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি বৃহস্পতিবার কলকাতায় আমেরিকান সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন, "আমি মনে করি না এটি কৌশলগত উদ্বেগের বিষয়, এটি মানুষের উদ্বেগের বিষয় । এই ধরনের হিংসায় শিশু বা ব্যক্তিদের মৃত্যু হলে আপনাকে চিন্তা করার জন্য একজন ভারতীয় হতে হবে না ৷" একটি প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত জানান, মণিপুরের হিংসা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা ।

  • #WATCH | US ambassador to India Eric Garcetti speaks on Manipur violence, says," I don't think it's about strategic concerns, it's about human concerns. You don't have to be an Indian to care when children or individuals die in this sort of violence. We know peace as a precedent… pic.twitter.com/4ZniEo6Opz

    — ANI (@ANI) July 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন যে, "যদি বলা হয়, তবে আমরা যে কোনও উপায়ে সহায়তা করতে প্রস্তুত । আমরা জানি এটি একটি ভারতীয় বিষয় ৷ আমরা শান্তির জন্য প্রার্থনা করি এবং এটি যেন দ্রুত আসে ৷"

আরও পড়ুন: রাজ্যপালের এই প্রজ্ঞা ও গণতান্ত্রিক চিন্তাধারাকে মণিপুরে ব্যবহার করা হোক, কটাক্ষ অভিষেকের

মার্কিন রাষ্ট্রদূতের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি ৷ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের এমন বিবৃতি দেওয়া খুবই বিরল বলে মন্তব্য করেন তিনি ৷ তাঁর দাবি, দেশ কখনও এ জাতীয় কোনও হস্তক্ষেপের প্রশংসা করেনি ।

মণীশ তিওয়ারি টুইটে লিখেছেন, "আমার সর্বোত্তম স্মরণে কমপক্ষে 4 দশক পর্যন্ত পিছনে চলে গিয়েও আমি কখনওই কোনও মার্কিন রাষ্ট্রদূতকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের বিবৃতি দিতে শুনিনি । আমরা কয়েক দশক ধরে পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্বে চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং বিচক্ষণতা ও প্রজ্ঞার সঙ্গে সেগুলিকে অতিক্রম করেছি ।"

US Remarks on Manipur
মণীশ তিওয়ারির টুইট

ভারত-মার্কিন সম্পর্কের ইতিহাস এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে দেশের অনুভূতি সম্পর্কে নতুন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি আদৌও ওয়াকিবহাল কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পঞ্জাবের কংগ্রেস সাংসদ ৷

Last Updated : Jul 7, 2023, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.