ETV Bharat / bharat

রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

4 শতাংশই রইল রেপো রেট ৷ অপরিবর্তিত রিভার্স রেপো রেটও ।

RBI
RBI
author img

By

Published : Dec 4, 2020, 12:01 PM IST

দিল্লি, 4 ডিসেম্বর : 4 শতাংশই রইল রেপো রেট । আর্থিক নীতি নির্ধারক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে । আজ সাংবাদিক বৈঠকে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ।

পাশাপাশি রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে । অর্থাৎ 3.35%-ই রইল রিভার্স রেপো রেট। এছাড়া মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ও ব্যাঙ্ক রেটও অপরিবর্তিত অর্থাৎ 4.25%-এ রয়েছে ।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও জিডিপি বৃদ্ধির হার বাড়াতে সচেষ্ট হবে আরবিআই, জানান শক্তিকান্ত দাস । তিনি বলেন, যাতে যথেষ্ট টাকার জোগান থাকে তার জন্য সঠিক সময়ে বিভিন্ন পদক্ষেপ নেবে আরবিআই । আর্থিক বৃদ্ধির সমর্থন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে অ্য়াকোমোডেটিভ মানিটারি পলিসি নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

তিনি বলেন, কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 2000 টাকা থেকে 5000 হাজার টাকা করা হবে । শক্তিকান্ত দাসের ঘোষণার পর প্রায় 400 পয়েন্ট বেড়ে 45 হাজারের গণ্ডি অতিক্রম করে সেনসেক্স । অন্যদিকে 100 পয়েন্ট বেড়েছে নিফটিও ।

দিল্লি, 4 ডিসেম্বর : 4 শতাংশই রইল রেপো রেট । আর্থিক নীতি নির্ধারক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে । আজ সাংবাদিক বৈঠকে জানান আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস ।

পাশাপাশি রিভার্স রেপো রেটও অপরিবর্তিত রাখা হয়েছে । অর্থাৎ 3.35%-ই রইল রিভার্স রেপো রেট। এছাড়া মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ও ব্যাঙ্ক রেটও অপরিবর্তিত অর্থাৎ 4.25%-এ রয়েছে ।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও জিডিপি বৃদ্ধির হার বাড়াতে সচেষ্ট হবে আরবিআই, জানান শক্তিকান্ত দাস । তিনি বলেন, যাতে যথেষ্ট টাকার জোগান থাকে তার জন্য সঠিক সময়ে বিভিন্ন পদক্ষেপ নেবে আরবিআই । আর্থিক বৃদ্ধির সমর্থন ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে অ্য়াকোমোডেটিভ মানিটারি পলিসি নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

তিনি বলেন, কন্ট্যাক্টলেস পেমেন্টের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 2000 টাকা থেকে 5000 হাজার টাকা করা হবে । শক্তিকান্ত দাসের ঘোষণার পর প্রায় 400 পয়েন্ট বেড়ে 45 হাজারের গণ্ডি অতিক্রম করে সেনসেক্স । অন্যদিকে 100 পয়েন্ট বেড়েছে নিফটিও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.