ETV Bharat / bharat

RBI on Inflation: 2023-24 অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার থাকবে 5.4 শতাংশ, জানাল আরবিআই

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 5:52 PM IST

Inflation Forecast for FY24 in India: আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আজ, শুক্রবার দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করেছেন ৷ সেই সময় তিনি মুদ্রাস্ফীতি নিয়ে পূর্বাভাস দেন ৷ সেখানে তিনি জানান, মুদ্রাস্ফীতির হার 2023-24 অর্থবর্ষে 5.4 শতাংশ থাকবে ৷

RBI on Inflation
RBI on Inflation

মুম্বই, 6 অক্টোবর: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই শুক্রবার 2023-24 অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে ৷ তাদের মতে, ওই সময়ে মুদ্রাস্ফীতির হার 5.4 শতাংশ থাকবে ৷ এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামের ধাক্কার কোনও প্রভাব যাতে না পড়ে, তার জন্য সময়মতো ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।

আরবিআই-এর মতে, উচ্চ মুদ্রাস্ফীতি ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকির কারণ হতে পারে ৷ তবে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানান, সেপ্টেম্বরের খুচরো মুদ্রাস্ফীতি অগস্ট ও জুলাইয়ের তুলনায় কম হতে পারে । কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এর উপর ভিত্তি করে হেডলাইন মুদ্রাস্ফীতি 2023-24 সালের প্রথম ত্রৈমাসিকে 4.6 শতাংশে নেমে এসেছে ৷ যা এক বছর আগে একই সময়ের 7.3 শতাংশ ছিল ৷

আরবিআই 2023-24 অর্থবর্ষের জন্য সিপিআই মুদ্রাস্ফীতি 5.4 শতাংশ হবে বলে অনুমান করেছে ৷ তাদের আরও অনুমান, ওই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে 6.4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 5.6 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 5.2 শতাংশ মুদ্রাস্ফীতি হবে ৷ এছাড়া 2024-25 সালের প্রথম ত্রৈমাসিকের জন্য সিপিআই মূল্যস্ফীতি 5.2 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে । এর আগে অগস্টের মুদ্রানীতিতেও চলতি অর্থবছরে মূল্যস্ফীতি 5.4 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল ।

শক্তিকান্ত দাস বলেন, বৃদ্ধি চলতে থাকলেও কিছু খাদ্য সামগ্রীর দামের বৃদ্ধির কারণে 2023 সালের জুলাই-অগস্ট মাসে মুদ্রাস্ফীতির হ্রাসের প্রবণতা বাধাপ্রাপ্ত হয় । দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অস্থির শক্তি এবং খাদ্যের দাম মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গিতে অনিশ্চয়তা তৈরি করে ।

তিনি বলেন, "আমরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির গতিশীলতার বিষয়ে সজাগ রয়েছি । আমি জোর দিয়ে বলতে চাই যে আমাদের মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 4 শতাংশ এবং 2 থেকে 6 শতাংশ নয় । আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যস্ফীতিকে লক্ষ্যের সঙ্গে সাজুয্য রেখে বৃদ্ধিকে সমর্থন করা ।’’ তিনি আরও জানান, সবজির মূল্য হ্রাস, বিশেষ করে টমেটো এবং এলপিজির দাম কমার কারণে স্বল্প-মেয়াদি মুদ্রাস্ফীতি কমবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন: মুদ্রাস্ফীতিতে রাশ টানতে অপরিবর্তিত রেপো রেট, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাড়ছে না ইএমআই

মুম্বই, 6 অক্টোবর: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই শুক্রবার 2023-24 অর্থবর্ষের জন্য মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছে ৷ তাদের মতে, ওই সময়ে মুদ্রাস্ফীতির হার 5.4 শতাংশ থাকবে ৷ এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানির দামের ধাক্কার কোনও প্রভাব যাতে না পড়ে, তার জন্য সময়মতো ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ।

আরবিআই-এর মতে, উচ্চ মুদ্রাস্ফীতি ম্যাক্রো ইকোনমিক স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য একটি বড় ঝুঁকির কারণ হতে পারে ৷ তবে আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানান, সেপ্টেম্বরের খুচরো মুদ্রাস্ফীতি অগস্ট ও জুলাইয়ের তুলনায় কম হতে পারে । কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এর উপর ভিত্তি করে হেডলাইন মুদ্রাস্ফীতি 2023-24 সালের প্রথম ত্রৈমাসিকে 4.6 শতাংশে নেমে এসেছে ৷ যা এক বছর আগে একই সময়ের 7.3 শতাংশ ছিল ৷

আরবিআই 2023-24 অর্থবর্ষের জন্য সিপিআই মুদ্রাস্ফীতি 5.4 শতাংশ হবে বলে অনুমান করেছে ৷ তাদের আরও অনুমান, ওই অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে 6.4 শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে 5.6 শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে 5.2 শতাংশ মুদ্রাস্ফীতি হবে ৷ এছাড়া 2024-25 সালের প্রথম ত্রৈমাসিকের জন্য সিপিআই মূল্যস্ফীতি 5.2 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে । এর আগে অগস্টের মুদ্রানীতিতেও চলতি অর্থবছরে মূল্যস্ফীতি 5.4 শতাংশ হবে বলে অনুমান করা হয়েছিল ।

শক্তিকান্ত দাস বলেন, বৃদ্ধি চলতে থাকলেও কিছু খাদ্য সামগ্রীর দামের বৃদ্ধির কারণে 2023 সালের জুলাই-অগস্ট মাসে মুদ্রাস্ফীতির হ্রাসের প্রবণতা বাধাপ্রাপ্ত হয় । দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অস্থির শক্তি এবং খাদ্যের দাম মুদ্রাস্ফীতির দৃষ্টিভঙ্গিতে অনিশ্চয়তা তৈরি করে ।

তিনি বলেন, "আমরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির গতিশীলতার বিষয়ে সজাগ রয়েছি । আমি জোর দিয়ে বলতে চাই যে আমাদের মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 4 শতাংশ এবং 2 থেকে 6 শতাংশ নয় । আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূল্যস্ফীতিকে লক্ষ্যের সঙ্গে সাজুয্য রেখে বৃদ্ধিকে সমর্থন করা ।’’ তিনি আরও জানান, সবজির মূল্য হ্রাস, বিশেষ করে টমেটো এবং এলপিজির দাম কমার কারণে স্বল্প-মেয়াদি মুদ্রাস্ফীতি কমবে বলে আশা করা হচ্ছে ৷

আরও পড়ুন: মুদ্রাস্ফীতিতে রাশ টানতে অপরিবর্তিত রেপো রেট, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাড়ছে না ইএমআই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.