ETV Bharat / bharat

RBI over Note Circulation: 500 টাকার নোট বাতিল নয়, আতঙ্কিত না হওয়ার আর্জি শক্তিকান্তর - 500 টাকার নোট বাতিলের কোনও কথা নেই

20 মে আরবিআই ঘোষণা করেছিল, 2 হাজার টাকার নোট ব্যাংকে ফিরিয়ে দিতে হবে ৷ এর সময়সীমা 30 সেপ্টেম্বর পর্যন্ত ৷ এরই মধ্যে বাজারে চালু 2 হাজার টাকার নোটের প্রায় 50 শতাংশ ব্যাংকে জমা পড়েছে ৷ আর 500 টাকার নোট বাতিলের কোনও কথা নেই, জানালেন গভর্নর শক্তিকান্ত দাস ৷

ETV Bharat
শক্তিকান্ত দাস
author img

By

Published : Jun 8, 2023, 2:16 PM IST

Updated : Jun 8, 2023, 2:29 PM IST

নয়াদিল্লি, 8 জুন: বাজারে চালু নোটের প্রায় 50 শতাংশই ব্যাংকে ফিরে এসেছে ৷ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, বাজারে থাকা 2 হাজার টাকা নোটের প্রায় 50 শতাংশ ব্যাংকগুলিতে জমা পড়ে গিয়েছে ৷ তিনি আরও উল্লেখ করেন, 2 হাজার টাকা নোট বাজার থেকে তুলে নিলেও এখনই 500 টাকার নোট বাতিল হবে না ৷ তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷

সাংবাদিকদের শক্তিকান্ত দাস জানান, 2023 সালের 31 মার্চ পর্যন্ত দেশের বাজারে যে 2 হাজার টাকার নোট চালু ছিল, তার নগদ মূল্য 3 লক্ষ 62 হাজার কোটি টাকা ৷ এরপর 19 মে আরবিআই ঘোষণা করে 2 হাজার টাকার নোট চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে ৷ 23 মে থেকে 30 সেপ্টেম্বর- এই সময়সীমার মধ্যে ব্যাংকগুলিতে এই নোট জমা দিয়ে অথবা ব্যাংকগুলি থেকে 2 হাজার টাকার নোট বদল করতে হবে ৷ তার ফল মিলেছে হাতেনাতে ৷ ঘোষণার তিন সপ্তাহের মধ্যে ব্যাংকে প্রায় 50 শতাংশ 2 হাজার টাকার নোট ফিরে এসেছে ৷ মূল্য 1.8 লক্ষ কোটি টাকা ৷ এর মধ্যে প্রায় 85 শতাংশ 2 হাজার টাকার নোট ব্যাংকের অ্যাকাউন্টগুলিতে ডিপোজিট হিসেবে জমা পড়েছে ৷ আর বাকিটা নোট বদলের ফলে ব্যাংকে এসেছে ৷

  • Nearly 50% of the total ₹2000 notes, 1.80 crore notes are back out of total 3.62 lakh notes in circulation by the date 31st March 2023. Roughly around 85% of Total notes of ₹2000 rupees are coming back tot he banks as deposits and rest are for exchange.#WATCH | "Total Rs.… pic.twitter.com/WEpucSeYeC

    — ANI (@ANI) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2016 সালের 8 নভেম্বরের স্মৃতি এখনও ভোলেনি দেশ ৷ সেদিন রাত 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, 1 হাজার টাকা, 500 টাকা, 100 টাকার নোট বাতিল হয়ে গিয়েছে ৷ দেশবাসী যেন ব্যাংকে গিয়ে নতুন 500 টাকা ও 100 টাকার নোট বদলে নেয় ৷ আর এরপরই বাজার থেকে 1 হাজার টাকার নোট তুলে নেওয়া হয় ৷ তার বদলে আসে 2 হাজার টাকার নোট ৷ পুরনো বদলে আসে 500 টাকার নতুন নোট ।

দেশের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলেছিল নোটবন্দি । নোট বদলের আতঙ্কে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ছোটাছুটি হয়ে গিয়েছিল নিত্য দিনের ব্যাপার ৷ এটিএমগুলির সামনে বিশাল লাইন ৷ আবার লাইন দিয়েও মেলেনি নগট টাকা ৷ এটিএমের লাইনে দাঁড়িয়েই অনেকে প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায় সেই পরিস্থিতি যাতে ফিরে না আসে তা নিশ্চিত করতে 2 হাজার টাকার নোট বদলের জন্য চার মাসেরও বেশি সময় ধার্য করেছে আরবিআই ৷ তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, 500 টাকার নোট বাতিল হচ্ছে না ৷ 1 হাজার টাকার নোটও নতুন করে চালু হবে না ৷

আরও পড়ুন: ফের ব্যাংকের লাইনে মানুষ, শুরু হল 2000 টাকার নোট ফেরানো

নয়াদিল্লি, 8 জুন: বাজারে চালু নোটের প্রায় 50 শতাংশই ব্যাংকে ফিরে এসেছে ৷ বৃহস্পতিবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস জানালেন, বাজারে থাকা 2 হাজার টাকা নোটের প্রায় 50 শতাংশ ব্যাংকগুলিতে জমা পড়ে গিয়েছে ৷ তিনি আরও উল্লেখ করেন, 2 হাজার টাকা নোট বাজার থেকে তুলে নিলেও এখনই 500 টাকার নোট বাতিল হবে না ৷ তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷

সাংবাদিকদের শক্তিকান্ত দাস জানান, 2023 সালের 31 মার্চ পর্যন্ত দেশের বাজারে যে 2 হাজার টাকার নোট চালু ছিল, তার নগদ মূল্য 3 লক্ষ 62 হাজার কোটি টাকা ৷ এরপর 19 মে আরবিআই ঘোষণা করে 2 হাজার টাকার নোট চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে ৷ 23 মে থেকে 30 সেপ্টেম্বর- এই সময়সীমার মধ্যে ব্যাংকগুলিতে এই নোট জমা দিয়ে অথবা ব্যাংকগুলি থেকে 2 হাজার টাকার নোট বদল করতে হবে ৷ তার ফল মিলেছে হাতেনাতে ৷ ঘোষণার তিন সপ্তাহের মধ্যে ব্যাংকে প্রায় 50 শতাংশ 2 হাজার টাকার নোট ফিরে এসেছে ৷ মূল্য 1.8 লক্ষ কোটি টাকা ৷ এর মধ্যে প্রায় 85 শতাংশ 2 হাজার টাকার নোট ব্যাংকের অ্যাকাউন্টগুলিতে ডিপোজিট হিসেবে জমা পড়েছে ৷ আর বাকিটা নোট বদলের ফলে ব্যাংকে এসেছে ৷

  • Nearly 50% of the total ₹2000 notes, 1.80 crore notes are back out of total 3.62 lakh notes in circulation by the date 31st March 2023. Roughly around 85% of Total notes of ₹2000 rupees are coming back tot he banks as deposits and rest are for exchange.#WATCH | "Total Rs.… pic.twitter.com/WEpucSeYeC

    — ANI (@ANI) June 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2016 সালের 8 নভেম্বরের স্মৃতি এখনও ভোলেনি দেশ ৷ সেদিন রাত 8টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, 1 হাজার টাকা, 500 টাকা, 100 টাকার নোট বাতিল হয়ে গিয়েছে ৷ দেশবাসী যেন ব্যাংকে গিয়ে নতুন 500 টাকা ও 100 টাকার নোট বদলে নেয় ৷ আর এরপরই বাজার থেকে 1 হাজার টাকার নোট তুলে নেওয়া হয় ৷ তার বদলে আসে 2 হাজার টাকার নোট ৷ পুরনো বদলে আসে 500 টাকার নতুন নোট ।

দেশের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলেছিল নোটবন্দি । নোট বদলের আতঙ্কে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ছোটাছুটি হয়ে গিয়েছিল নিত্য দিনের ব্যাপার ৷ এটিএমগুলির সামনে বিশাল লাইন ৷ আবার লাইন দিয়েও মেলেনি নগট টাকা ৷ এটিএমের লাইনে দাঁড়িয়েই অনেকে প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায় সেই পরিস্থিতি যাতে ফিরে না আসে তা নিশ্চিত করতে 2 হাজার টাকার নোট বদলের জন্য চার মাসেরও বেশি সময় ধার্য করেছে আরবিআই ৷ তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, 500 টাকার নোট বাতিল হচ্ছে না ৷ 1 হাজার টাকার নোটও নতুন করে চালু হবে না ৷

আরও পড়ুন: ফের ব্যাংকের লাইনে মানুষ, শুরু হল 2000 টাকার নোট ফেরানো

Last Updated : Jun 8, 2023, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.