মুম্বই, 11 মার্চ : ডিজিটাল পেমেন্ট ওয়ালেট সংস্থা পেটিএমে (Digital Payment Platform Paytm) আর নতুন করে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না ৷ নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না এই সংস্থাটি ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷
শুক্রবার আরবিআইয়ের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর 35এ নম্বর ধারা অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ নতুন কোনও গ্রাহককে আর নিজেদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে না তারা ৷ এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৷"
আরও পড়ুন : ঋণ, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটানোর দিশা নেই বাজেটে
-
Reserve Bank of India stops Paytm Payments Bank from onboarding new customers pic.twitter.com/wOemAsw21a
— ANI (@ANI) March 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Reserve Bank of India stops Paytm Payments Bank from onboarding new customers pic.twitter.com/wOemAsw21a
— ANI (@ANI) March 11, 2022Reserve Bank of India stops Paytm Payments Bank from onboarding new customers pic.twitter.com/wOemAsw21a
— ANI (@ANI) March 11, 2022
পেটিএমের আর্থিক কাজকর্ম ও প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তৈরির জন্য অডিট সংস্থা নিয়োগের নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI orders Paytm) ৷ কবে থেকে পেটিএম আবার নতুন গ্রাহক তাদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে, এই অডিট রিপোর্ট বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আরবিআই জানিয়েছে ৷ সংস্থাটির বেশ কিছু বিষয়ের উপর নজরদারি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই জানিয়েছে ৷
ভারতে 2017 সাল থেকে পরিষেবা প্রদান শুরু করে এই ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক সংস্থাটি ৷