ETV Bharat / bharat

RBI Action Against Paytm : পেটিএমে খোলা যাবে না নয়া অ্যাকাউন্ট, নির্দেশ আরবিআইয়ের - পেটিএমে খোলা যাবে না নয়া অ্যাকাউন্ট, নির্দেশ আরবিআই'য়ের

ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমকে আইটি অডিট করানোরও নির্দেশ দিয়েছে আরবিআই (RBI orders Paytm)

RBI Action Against Paytm
পেটিএমে খোলা যাবে না নয়া অ্যাকাউন্ট
author img

By

Published : Mar 11, 2022, 6:53 PM IST

Updated : Mar 11, 2022, 7:32 PM IST

মুম্বই, 11 মার্চ : ডিজিটাল পেমেন্ট ওয়ালেট সংস্থা পেটিএমে (Digital Payment Platform Paytm) আর নতুন করে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না ৷ নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না এই সংস্থাটি ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷

শুক্রবার আরবিআইয়ের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর 35এ নম্বর ধারা অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ নতুন কোনও গ্রাহককে আর নিজেদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে না তারা ৷ এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৷"

আরও পড়ুন : ঋণ, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটানোর দিশা নেই বাজেটে

পেটিএমের আর্থিক কাজকর্ম ও প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তৈরির জন্য অডিট সংস্থা নিয়োগের নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI orders Paytm) ৷ কবে থেকে পেটিএম আবার নতুন গ্রাহক তাদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে, এই অডিট রিপোর্ট বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আরবিআই জানিয়েছে ৷ সংস্থাটির বেশ কিছু বিষয়ের উপর নজরদারি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই জানিয়েছে ৷

ভারতে 2017 সাল থেকে পরিষেবা প্রদান শুরু করে এই ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক সংস্থাটি ৷

মুম্বই, 11 মার্চ : ডিজিটাল পেমেন্ট ওয়ালেট সংস্থা পেটিএমে (Digital Payment Platform Paytm) আর নতুন করে কোনও অ্যাকাউন্ট খোলা যাবে না ৷ নতুন কোনও গ্রাহককে নিজেদের পেমেন্ট সিস্টেমে যোগ করতে পারবে না এই সংস্থাটি ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ৷

শুক্রবার আরবিআইয়ের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর 35এ নম্বর ধারা অনুযায়ী পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ নতুন কোনও গ্রাহককে আর নিজেদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে না তারা ৷ এখন থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৷"

আরও পড়ুন : ঋণ, আবগারি শুল্ক এবং কেন্দ্রীয় অনুদানের নির্ভরতা কাটানোর দিশা নেই বাজেটে

পেটিএমের আর্থিক কাজকর্ম ও প্রযুক্তিগত বিষয়গুলি নিয়ে রিপোর্ট তৈরির জন্য অডিট সংস্থা নিয়োগের নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI orders Paytm) ৷ কবে থেকে পেটিএম আবার নতুন গ্রাহক তাদের পরিষেবার সঙ্গে যুক্ত করতে পারবে, এই অডিট রিপোর্ট বিশ্লেষণ করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আরবিআই জানিয়েছে ৷ সংস্থাটির বেশ কিছু বিষয়ের উপর নজরদারি চালানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই জানিয়েছে ৷

ভারতে 2017 সাল থেকে পরিষেবা প্রদান শুরু করে এই ডিজিটাল পেমেন্ট ব্যাঙ্ক সংস্থাটি ৷

Last Updated : Mar 11, 2022, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.