নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: পিএম কেয়ার ফান্ডের অন্যতম ট্রাস্টি হিসাবে নিযুক্ত করা হল টাটা সন্সের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটাকে (Ratan Tata appoints as trustee of PM CARES Fund) ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সভাপতিত্বে একটি বৈঠক হয় । সেখানেই এটি ঠিক হয় বলে জানা গিয়েছে ৷
রতন টাটা ছাড়াও সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি (Former Judge of Supreme Court) কেটি থমাস (K T Thomas), প্রাক্তন ডেপুটি স্পিকার (Former Deputy Speaker) কারিয়া মুণ্ডা (Karia Munda) পিএম কেয়ার ফান্ডের নতুন ট্রাস্টি হিসাবে যোগ দেবেন এই ফান্ডে ৷ এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়ে তা জানানো হয় ।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এই তহবিলটি বৃহত্তর ক্ষেত্রে কাজ করবে ৷ কেবলমাত্র ত্রাণ দিয়ে সহায়তা নয়, বরং চটজলদি ব্যবস্থা গ্রহণ ও নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে দুর্যোগের পরিস্থিতি যাতে তৈরি না-হয় সেদিকেও খেয়াল রাখবে ৷
জানা গিয়েছে, মঙ্গলবারের সভায় পিএম কেয়ার ফান্ড সহায়তার ক্ষেত্রে পরর্বর্তীকালে কী কী পদক্ষেপ গ্রহণ করবে সেগুলির রূপরেখা তুলে ধরা হয় ৷ এর মধ্যে পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম রয়েছে ৷ যা 4 হাজার 345টি শিশুকে সহায়তা করছে বলে জানানো হয়েছে । এদিন ট্রাস্টিরা দেশের গুরুত্বপূর্ণ সময়ে এই তহবিলের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন ।
আরও পড়ুন: বিরোধীদের বিরুদ্ধে মামলা, তাঁদের গ্রেফতার করাই বোধহয় কেন্দ্রের প্রধান প্রকল্প: পাওয়ার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ফান্ডের দান করার জন্য দেশের জনগণের প্রশংসা করেছেন । এছাড়াও মোদি পিএম কেয়ার ফান্ডের অবিচ্ছেদ্য অংশ হওয়ার জন্য ট্রাস্টিদের স্বাগত জানান । এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং তহবিলের অন্যান্য ট্রাস্টিরা ।