ETV Bharat / bharat

President Bengal Visit: দু'দিনের সফরে কোথায় কোথায় যাবেন দ্রৌপদী মুর্মু ? নির্ঘণ্ট প্রকাশ রাষ্ট্রপতি ভবনের - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফর

রবিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরের (President Droupadi Murmu Bengal Visit) নির্ঘণ্ট প্রকাশ করল রাষ্ট্রপতি ভবন ৷ কী কী রয়েছে সেই সফরসূচিতে ?

Rashtrapati Bhavan releases Itinerary of President Droupadi Murmu Bengal Visit
ফাইল ছবি
author img

By

Published : Mar 26, 2023, 7:48 PM IST

নয়াদিল্লি, 26 মার্চ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরের (President Droupadi Murmu Bengal Visit) নির্ঘণ্ট প্রকাশ করা হল ৷ রবিবার রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এই নির্ঘণ্ট প্রকাশ করা হয় ৷ তাতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, 27 মার্চ অর্থাৎ সোমবার দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সফরের প্রথম দিন কলকাতার নেতাজি ভবনে যাবেন তিনি ৷ সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন দ্রৌপদী ৷ নেতাজি ভবন থেকে রাষ্ট্রপতির পরের গন্তব্য হবে কলকাতার জোড়াসাঁকো ৷ সেখানকার ঠাকুরবাড়ি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসত ভিটেয় যাবেন ভারতের প্রথম নাগরিক ৷ সেখানে গুরুদেবকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি ৷ এছাড়াও রাষ্ট্রপতিকে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে ৷ সেই অনুষ্ঠানটি হবে সোমবার বিকেলে, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৷

পরদিন, অর্থাৎ 28 মার্চ, মঙ্গলবার রাষ্ট্রপতির প্রথম গন্তব্য হবে বেলুড় মঠ ৷ বেলুড় মঠ ঘুরে দেখার পাশাপাশি মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেও কিছুটা সময় কাটাবেন রাষ্ট্রপতি ৷ এছাড়াও, ইউকো ব্য়াংকের 80 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানেও যোগ দেবেন দ্রৌপদী মুর্মু ৷

সেখান সরাসরি বীরভূমে বিশ্বভারতীর উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি ৷ মঙ্গলবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান রয়েছে ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে ৷ তার জন্যই তাঁর এই বীরভূম যাত্রা বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের নির্ঘণ্ট সূচিতে ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর মধ্যস্থতায় দেউচা-পাচামি সহ আদিবাসীদের সমস্যার কথা শুনতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রসঙ্গত, চলতি মাসেই তামিলনাড়ু সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি ৷ সেখানকার কন্যাকুমারী জেলায় বিবেকানন্দ রক দর্শন করেন তিনি ৷ তাঁর সেই সফর নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন দ্রৌপদী ৷ লেখেন, "বিবেকানন্দ রকে যাওয়াটা আমার কাছে একটা মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে ৷" উল্লেখ্য, তামিলনাড়ু ছাড়াও সংশ্লিষ্ট এক সপ্তাহের সফরে কেরালা এবং লাক্ষাদ্বীপ গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর এবার তাঁর গন্তব্য সংস্কৃতি ও ঐতিহ্যের পীঠস্থান বাংলা ৷

নয়াদিল্লি, 26 মার্চ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরের (President Droupadi Murmu Bengal Visit) নির্ঘণ্ট প্রকাশ করা হল ৷ রবিবার রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এই নির্ঘণ্ট প্রকাশ করা হয় ৷ তাতে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, 27 মার্চ অর্থাৎ সোমবার দু'দিনের সফরে পশ্চিমবঙ্গে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সফরের প্রথম দিন কলকাতার নেতাজি ভবনে যাবেন তিনি ৷ সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন দ্রৌপদী ৷ নেতাজি ভবন থেকে রাষ্ট্রপতির পরের গন্তব্য হবে কলকাতার জোড়াসাঁকো ৷ সেখানকার ঠাকুরবাড়ি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বসত ভিটেয় যাবেন ভারতের প্রথম নাগরিক ৷ সেখানে গুরুদেবকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি ৷ এছাড়াও রাষ্ট্রপতিকে নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে ৷ সেই অনুষ্ঠানটি হবে সোমবার বিকেলে, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ৷

পরদিন, অর্থাৎ 28 মার্চ, মঙ্গলবার রাষ্ট্রপতির প্রথম গন্তব্য হবে বেলুড় মঠ ৷ বেলুড় মঠ ঘুরে দেখার পাশাপাশি মঠের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেও কিছুটা সময় কাটাবেন রাষ্ট্রপতি ৷ এছাড়াও, ইউকো ব্য়াংকের 80 বছর পূর্তি উপলক্ষে কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সেই অনুষ্ঠানেও যোগ দেবেন দ্রৌপদী মুর্মু ৷

সেখান সরাসরি বীরভূমে বিশ্বভারতীর উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি ৷ মঙ্গলবার শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান রয়েছে ৷ সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে ৷ তার জন্যই তাঁর এই বীরভূম যাত্রা বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপতি ভবনের নির্ঘণ্ট সূচিতে ৷

আরও পড়ুন: বিশ্বভারতীর মধ্যস্থতায় দেউচা-পাচামি সহ আদিবাসীদের সমস্যার কথা শুনতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রসঙ্গত, চলতি মাসেই তামিলনাড়ু সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি ৷ সেখানকার কন্যাকুমারী জেলায় বিবেকানন্দ রক দর্শন করেন তিনি ৷ তাঁর সেই সফর নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেন দ্রৌপদী ৷ লেখেন, "বিবেকানন্দ রকে যাওয়াটা আমার কাছে একটা মনে রাখার মতো স্মৃতি হয়ে থাকবে ৷" উল্লেখ্য, তামিলনাড়ু ছাড়াও সংশ্লিষ্ট এক সপ্তাহের সফরে কেরালা এবং লাক্ষাদ্বীপ গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ আর এবার তাঁর গন্তব্য সংস্কৃতি ও ঐতিহ্যের পীঠস্থান বাংলা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.