নয়াদিল্লি, 27 জুন: বিয়ে করার ও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির আপ্তসহায়কের বিরুদ্ধে (rape allegation against personal secretary of Congress president Sonia Gandhi) ৷ 26 বছর বয়সি ওই যুবতীর অভিযোগের প্রেক্ষিতে সোনিয়ার আপ্তসহায়ক পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ ৷
দিল্লির দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষ বর্ধন জানিয়েছেন, গত 25 জুন উত্তম নগর পুলিশ স্টেশনে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয় ৷ ভারতীয় দণ্ডবিধির 376 ও 506 ধারায় পিপি মাধবনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুন : হাত মেলালেন বাইডেন, চায়ে পে চর্চায় মাতলেন ম্যাঁকর ! মোদিময় জি-7 সামিট
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন 71 বছর বয়সি পিপি মাধবন ৷ কংগ্রেসকে বদনাম করতে, চক্রান্ত করে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ অভিযোগকারী যুবতী দিল্লির বাসিন্দা ৷ তাঁর স্বামী কংগ্রেস দফতরে কাজ করতেন বলে জানা গিয়েছে, 2020 সালে তিনি মারা যান ৷