ETV Bharat / bharat

Personal Secretary of Sonia Gandhi : ধর্ষণে অভিযুক্ত সোনিয়ার আপ্তসহায়ক, মামলা রুজু পুলিশের - rape allegation against personal secretary of Congress president Sonia Gandhi

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির আপ্তসহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দিল্লির বাসিন্দা 26 বছরের এক যুবতী (rape allegation against personal secretary of Congress president Sonia Gandhi)

rape allegation against personal secretary of sonia
ধর্ষণে অভিযুক্ত সোনিয়ার আপ্তসহায়ক
author img

By

Published : Jun 27, 2022, 11:01 PM IST

নয়াদিল্লি, 27 জুন: বিয়ে করার ও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির আপ্তসহায়কের বিরুদ্ধে (rape allegation against personal secretary of Congress president Sonia Gandhi) ৷ 26 বছর বয়সি ওই যুবতীর অভিযোগের প্রেক্ষিতে সোনিয়ার আপ্তসহায়ক পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ ৷

দিল্লির দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষ বর্ধন জানিয়েছেন, গত 25 জুন উত্তম নগর পুলিশ স্টেশনে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয় ৷ ভারতীয় দণ্ডবিধির 376 ও 506 ধারায় পিপি মাধবনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন : হাত মেলালেন বাইডেন, চায়ে পে চর্চায় মাতলেন ম্যাঁকর ! মোদিময় জি-7 সামিট

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন 71 বছর বয়সি পিপি মাধবন ৷ কংগ্রেসকে বদনাম করতে, চক্রান্ত করে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ অভিযোগকারী যুবতী দিল্লির বাসিন্দা ৷ তাঁর স্বামী কংগ্রেস দফতরে কাজ করতেন বলে জানা গিয়েছে, 2020 সালে তিনি মারা যান ৷

নয়াদিল্লি, 27 জুন: বিয়ে করার ও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির আপ্তসহায়কের বিরুদ্ধে (rape allegation against personal secretary of Congress president Sonia Gandhi) ৷ 26 বছর বয়সি ওই যুবতীর অভিযোগের প্রেক্ষিতে সোনিয়ার আপ্তসহায়ক পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে দিল্লি পুলিশ ৷

দিল্লির দ্বারকার ডেপুটি পুলিশ কমিশনার এম হর্ষ বর্ধন জানিয়েছেন, গত 25 জুন উত্তম নগর পুলিশ স্টেশনে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয় ৷ ভারতীয় দণ্ডবিধির 376 ও 506 ধারায় পিপি মাধবনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷

আরও পড়ুন : হাত মেলালেন বাইডেন, চায়ে পে চর্চায় মাতলেন ম্যাঁকর ! মোদিময় জি-7 সামিট

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন 71 বছর বয়সি পিপি মাধবন ৷ কংগ্রেসকে বদনাম করতে, চক্রান্ত করে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ অভিযোগকারী যুবতী দিল্লির বাসিন্দা ৷ তাঁর স্বামী কংগ্রেস দফতরে কাজ করতেন বলে জানা গিয়েছে, 2020 সালে তিনি মারা যান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.