ETV Bharat / bharat

ধর্ষণের মামলা না তোলায় উত্তরপ্রদেশে তরুণীকে কুপিয়ে খুন অভিযুক্তের !

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 2:46 PM IST

Rape Accused Murdered Victim: ধর্ষণের মামলা তুলে নেওয়ার জন্য চাপ ৷ তা না করায় রাস্তায় নির্যাতিতাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে ৷ তাদের মধ্যে একজন তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ৷ অপরজন তার ভাই ৷

Rape Accused Murdered Victim
তরুণীকে কুপিয়ে খুন যুবকের

কৌশাম্বী(উত্তরপ্রদেশ), 21 নভেম্বর: ধর্ষণের মামলা প্রত্যাহার না করায় 20 বছরের নির্যাতিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ৷ অভিযোগের আঙুল ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও তার ভাইয়ের দিকে । সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার মহেওয়াঘাট থানা এলাকায় ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।

সূত্রের খবর, অভিযুক্ত দু'জন ও মৃত তরুণী একই গ্রামের বাসিন্দা ৷ তাদের মধ্যে এক যুবক নির্যাতিতাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে । এর পাশাপাশি আগে থেকেই তরুণী ও যুবকের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত কিছু বিবাদ ছিল ৷ ধর্ষণের ঘটনায় মহেওয়াঘাট থানার পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছিল । অভিযুক্ত 15 দিন আগে জেল থেকে ছাড়া পায় । অভিযোগ, এরপর অভিযুক্ত ও তার ভাই মিলে নির্যাতিতা তরুণী এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে । কিন্তু তরুণীর পরিবার মামলা তুলে নিতে রাজি হন না ৷ এরপরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় ৷

জানা গিয়েছে, সোমবার তরুণী মাঠ থেকে গরু চরিয়ে বাড়ি ফিরছিলেন । সেসময় হঠাৎ গ্রামের ভিতরের রাস্তায় তাঁর পথ আটকায় ওই দুই যুবক । এরপর তারা প্রকাশ্যে গ্রামের রাস্তায় তরুণীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ । স্থানীয় লোকজনের কথায়, তরুণীকে বাঁচানোর সাহস হয়নি গ্রামবাসীদের । এর ফলে হত্যার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর । এরপর অভিযুক্তরা গ্রাম থেকে পালিয়ে যায় । স্থানীয়রা জানান, মূল অভিযুক্ত যুবক 15 দিন আগে ধর্ষণের মামলায় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে । তার ভাইয়ের বিরুদ্ধে একটি খুনের মামলা রয়েছে ৷ সেও কয়েক মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে ৷

এসপি ব্রিজেশ শ্রীবাস্তবের বলেন, "পুরনো শত্রুতা ও মামলার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে 20 বছর বয়সি এক তরুণীকে । এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মহেওয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন
  2. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী

কৌশাম্বী(উত্তরপ্রদেশ), 21 নভেম্বর: ধর্ষণের মামলা প্রত্যাহার না করায় 20 বছরের নির্যাতিতাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন ৷ অভিযোগের আঙুল ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ও তার ভাইয়ের দিকে । সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার মহেওয়াঘাট থানা এলাকায় ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা ৷ খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে ।

সূত্রের খবর, অভিযুক্ত দু'জন ও মৃত তরুণী একই গ্রামের বাসিন্দা ৷ তাদের মধ্যে এক যুবক নির্যাতিতাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে । এর পাশাপাশি আগে থেকেই তরুণী ও যুবকের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত কিছু বিবাদ ছিল ৷ ধর্ষণের ঘটনায় মহেওয়াঘাট থানার পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছিল । অভিযুক্ত 15 দিন আগে জেল থেকে ছাড়া পায় । অভিযোগ, এরপর অভিযুক্ত ও তার ভাই মিলে নির্যাতিতা তরুণী এবং তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে । কিন্তু তরুণীর পরিবার মামলা তুলে নিতে রাজি হন না ৷ এরপরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয় ৷

জানা গিয়েছে, সোমবার তরুণী মাঠ থেকে গরু চরিয়ে বাড়ি ফিরছিলেন । সেসময় হঠাৎ গ্রামের ভিতরের রাস্তায় তাঁর পথ আটকায় ওই দুই যুবক । এরপর তারা প্রকাশ্যে গ্রামের রাস্তায় তরুণীকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ । স্থানীয় লোকজনের কথায়, তরুণীকে বাঁচানোর সাহস হয়নি গ্রামবাসীদের । এর ফলে হত্যার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর । এরপর অভিযুক্তরা গ্রাম থেকে পালিয়ে যায় । স্থানীয়রা জানান, মূল অভিযুক্ত যুবক 15 দিন আগে ধর্ষণের মামলায় জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়ে এসেছে । তার ভাইয়ের বিরুদ্ধে একটি খুনের মামলা রয়েছে ৷ সেও কয়েক মাস আগে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে ৷

এসপি ব্রিজেশ শ্রীবাস্তবের বলেন, "পুরনো শত্রুতা ও মামলার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে 20 বছর বয়সি এক তরুণীকে । এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মহেওয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. বিয়েতে অমত, তরুণীর পরিবারের 6 সদস্যকে গুলি প্রেমিকের; মৃত প্রেমিকা-সহ তিন
  2. পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.