ETV Bharat / bharat

Court Fined Ameesha Patel: অভিনেত্রী আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা - আদালতে শুনানি স্থগিত রাখার আবেদন

Ranchi Court Fines Actress Ameesha Patel: আদালতের কাজে বাধা দেওয়ায় অভিনেত্রী আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা করল রাঁচি আদালত ৷ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলে অভিনেত্রীর আইনজীবী প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন জানান ৷ আর তার জেরেই বিচারক জরিমানা করেন ৷

Court Fined Ameesha Patel ETV BHARAT
Court Fined Ameesha Patel
author img

By

Published : Jul 26, 2023, 6:59 PM IST

রাঁচি, 26 জুলাই: চেক বাউন্স ও জালিয়াতি মামলায় অভিনেত্রী আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা করল আদালত ৷ তবে প্রতারণার জন্য নয় ৷ বুধবার এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতেই আদালতে শুনানি স্থগিত রাখার আবেদন করেন বলিউড অভিনেত্রীর আইনজীবী ৷ সাক্ষীরা চলে আসার পর আদালতের কাজে বাধা দেওয়ায় এই জরিমানা করা হয়েছে ৷ আজ চেক বাউন্স মামলায়, মামলাকারী অজয় ​​কুমার সিংয়ের পক্ষে, তাঁর সংস্থার ম্যানেজার অজয় ​​কুমার সিং ওরফে টিঙ্কু সিং আদালতে সাক্ষ্য দিয়েছেন ৷

আজ মামলার শুনানি শুরু হতেই আমিশা প্যাটেলের আইনজীবী জয়প্রকাশ আদালতের প্রক্রিয়া বন্ধ রাখার আবেদন জানান ৷ আইনজীবীর যুক্তি ছিল, কিছু বৈধ কাগজপত্র তাঁর প্রয়োজন ৷ সেই কারণে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হোক ৷ অযথা সাক্ষ্যগ্রহণে বাধা দেওয়ায় আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা করেন বিচারক ৷

মামলাকারী অজয় ​​কুমার সিংয়ের সংস্থার ম্যানেজার আদালতে বলেছেন, হারমু ময়দানে তাঁর উপস্থিতিতে অভিনেত্রী আমিশা প্যাটেলের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অজয় ​​কুমার সিংয়ের ছবিতে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছিল ৷ কথোপকথনের পরে, অভিনেত্রী আমিশা প্যাটেল রাঁচির রেডিয়েন্স ব্লু হোটেলে বৈঠকের জন্য অজয় ​​সিংকে ডেকেছিলেন ৷ সেই সময়ে ‘দেশি ম্যাজিক ফিল্ম’ নিয়ে আলোচনা হয়েছিল ৷ সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, অজয় ​​সিং সিনেমায় বিনিয়োগ করলে লাভের অংশ পাবেন ৷

আরও পড়ুন: 'শুটিং আছে', আদালতের হাজিরা এড়ালেন আমিশা

অজয় সিংয়ের আইনজীবী বিজয় লক্ষ্মী শ্রীবাস্তব ইটিভি ভারতকে বলেছেন, ‘‘সেই আলোচনার ভিত্তিতে, অজয় ​​সিং আমিশা প্যাটেলের অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা ট্রান্সফার করেছিলেন ৷ কিন্তু, 6 মাস পেরিয়ে গেলেও যখন বিষয়টি আর এগোয়নি ৷ তখন অজয় ​​সিং টাকা ফেরতের দাবি করেন ৷ পরে আমিশা প্যাটেল অজয় ​​সিংকে মুম্বইতে ডাকেন এবং তাঁকে 2.5 কোটি এবং 50 লক্ষ টাকার দু’টি চেক দেন ৷ কিন্তু দু’টি চেকই বাউন্স হয়ে যায় ৷ এর পর বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন অজয় ​​সিং ৷

এই মামলায় আমিশা প্যাটেলকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, প্রথমে তিনি আদালতে যাবেন না বলে জানিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হলে, গত 17 জুন রাঁচি আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী এবং 10 হাজার টাকার বন্ডে জামিন পান ৷

রাঁচি, 26 জুলাই: চেক বাউন্স ও জালিয়াতি মামলায় অভিনেত্রী আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা করল আদালত ৷ তবে প্রতারণার জন্য নয় ৷ বুধবার এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হতেই আদালতে শুনানি স্থগিত রাখার আবেদন করেন বলিউড অভিনেত্রীর আইনজীবী ৷ সাক্ষীরা চলে আসার পর আদালতের কাজে বাধা দেওয়ায় এই জরিমানা করা হয়েছে ৷ আজ চেক বাউন্স মামলায়, মামলাকারী অজয় ​​কুমার সিংয়ের পক্ষে, তাঁর সংস্থার ম্যানেজার অজয় ​​কুমার সিং ওরফে টিঙ্কু সিং আদালতে সাক্ষ্য দিয়েছেন ৷

আজ মামলার শুনানি শুরু হতেই আমিশা প্যাটেলের আইনজীবী জয়প্রকাশ আদালতের প্রক্রিয়া বন্ধ রাখার আবেদন জানান ৷ আইনজীবীর যুক্তি ছিল, কিছু বৈধ কাগজপত্র তাঁর প্রয়োজন ৷ সেই কারণে সাক্ষ্যগ্রহণের দিন পিছিয়ে দেওয়া হোক ৷ অযথা সাক্ষ্যগ্রহণে বাধা দেওয়ায় আমিশা প্যাটেলকে 500 টাকা জরিমানা করেন বিচারক ৷

মামলাকারী অজয় ​​কুমার সিংয়ের সংস্থার ম্যানেজার আদালতে বলেছেন, হারমু ময়দানে তাঁর উপস্থিতিতে অভিনেত্রী আমিশা প্যাটেলের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে অজয় ​​কুমার সিংয়ের ছবিতে বিনিয়োগের বিষয়ে কথা হয়েছিল ৷ কথোপকথনের পরে, অভিনেত্রী আমিশা প্যাটেল রাঁচির রেডিয়েন্স ব্লু হোটেলে বৈঠকের জন্য অজয় ​​সিংকে ডেকেছিলেন ৷ সেই সময়ে ‘দেশি ম্যাজিক ফিল্ম’ নিয়ে আলোচনা হয়েছিল ৷ সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে, অজয় ​​সিং সিনেমায় বিনিয়োগ করলে লাভের অংশ পাবেন ৷

আরও পড়ুন: 'শুটিং আছে', আদালতের হাজিরা এড়ালেন আমিশা

অজয় সিংয়ের আইনজীবী বিজয় লক্ষ্মী শ্রীবাস্তব ইটিভি ভারতকে বলেছেন, ‘‘সেই আলোচনার ভিত্তিতে, অজয় ​​সিং আমিশা প্যাটেলের অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা ট্রান্সফার করেছিলেন ৷ কিন্তু, 6 মাস পেরিয়ে গেলেও যখন বিষয়টি আর এগোয়নি ৷ তখন অজয় ​​সিং টাকা ফেরতের দাবি করেন ৷ পরে আমিশা প্যাটেল অজয় ​​সিংকে মুম্বইতে ডাকেন এবং তাঁকে 2.5 কোটি এবং 50 লক্ষ টাকার দু’টি চেক দেন ৷ কিন্তু দু’টি চেকই বাউন্স হয়ে যায় ৷ এর পর বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন অজয় ​​সিং ৷

এই মামলায় আমিশা প্যাটেলকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, প্রথমে তিনি আদালতে যাবেন না বলে জানিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হলে, গত 17 জুন রাঁচি আদালতে আত্মসমর্পণ করেন অভিনেত্রী এবং 10 হাজার টাকার বন্ডে জামিন পান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.