ETV Bharat / bharat

Yoga Guru Ramdev Over Pakistan: 'পাকিস্তান চার টুকরো হবে, সেদিন এগিয়ে আসছে', মন্তব্য রামদেবের - ধীরেন্দ্র শাস্ত্রী

ভারত এক সুবিশাল ক্ষমতাশালী দেশ হয়ে উঠবে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অঙ্গ হবে ৷ তারপর বালোচিস্তান নিজেই ভারতের সঙ্গে জুড়তে চাইবে ৷ এরপর একে একে পঞ্জাব, সিন্ধও, জানালেন রামদেব (Pakistan will be divided into four parts, says Yoga guru Ramdev) ৷

Ramdev
যোগাগুরু রামদেব
author img

By

Published : Jan 27, 2023, 7:33 AM IST

হরিদ্বার, 27 জানুয়ারি: খুব শিগগিরি পাকিস্তান চার টুকরো হয়ে যাবে ৷ বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে এমন বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন যোগাগুরু বাবা রামদেব ৷ শুধু তাই নয়, তাঁর মনে হয় পাকিস্তান কাশ্মীর অধিগ্রহণ (Pakistan Occupied Kashmir, PoK) করতে পারবে না ৷ এবং বালোচিস্তান, পঞ্জাব এবং সিন্ধ ভারতের সঙ্গে মিশে যাবে ৷ 26 জানুয়ারি ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস ছিল ৷ উত্তরাখণ্ডের হরিদ্বারে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের শুভেচ্ছা জানান ৷ যোগগুরু বাসিন্দাদের কাছে আর্জি জানান, স্বাস্থ্য বিষয়ে তাঁরা সচেতন হওয়ার প্রতিজ্ঞা করুন ৷ একটা সমৃদ্ধ, উন্নয়নশীল দেশ গড়ে তুলুন (Yoga guru Ramdev Pakistan Comment) ৷

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বালোচিস্তান, পাক অধিগৃহীত কাশ্মীর এবং পঞ্জাব আলাদা রাষ্ট্র হয়ে যাবে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে ভারতের সঙ্গে জুড়বে ৷ তারপর বালোচিস্তান নিজেই ভারতের অধীন হতে চাইবে ৷ কারণ ভারতের সংস্কৃতির সঙ্গে পঞ্জাব, সিন্ধের মিল আছে ৷ সেই সময় খুব তাড়াতাড়ি আসছে, যখন পাকিস্তান চারটি টুকরো হয়ে যাবে ৷ পঞ্জাব, সিন্ধ প্রদেশও ভারতের মধ্যে চলে আসবে ৷ বালোচিস্তানও এবং ভারত একটা সুপারপাওয়ার হয়ে উঠবে ৷ আগামী দিন এটাই চাইছে এবং এটা হবে ৷"

আরও পড়ুন: হরিদ্বারে বিদ্বেষমূলক মন্তব্য মামলায় গ্রেফতার যতি নরসিংহানন্দ গিরি

বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, এর পিছনে জাতীয়তাবাদ বিরোধী মানসিকতার মানুষের ষড়যন্ত্র রয়েছে ৷ তিনি বলেন, "সনাতন ধর্মকে খারাপ ভাবে দেখানোর জন্য ধর্মীয় সন্ত্রাস চলছে ৷ সর্বজনীন মূল্যবোধ, অভ্যন্তরীণ মূল্যবোধই সনাতন ধর্ম ৷ আমাদের শাস্ত্রের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ ওঠে, কখনও কখনও মহান মানুষদের চরিত্র নিয়েও ৷ এগুলি জাতীয়তাবাদ বিরোধী, আন্তর্জাতিক সংগঠনগুলির চক্রান্ত ৷ তারা ভারতকে একটা অন্ধকারের মধ্যে দিয়ে দেখাতে চায় ৷ তারা বৌদ্ধিক দিক দিয়ে দেউলে হয়ে গিয়েছে এবং তাদের খারাপ অভিসন্ধি আছে ৷ দেশ যেন ঐক্যবদ্ধ ভাবে এর বিরোধিতা করে ৷"

প্রসঙ্গত, ধীরেন্দ্র শাস্ত্রী মন্তব্য করেছিলেন, "আমাকে সমর্থন করুন এবং আমি আপনাদের হিন্দু রাষ্ট্র দেব" ৷ তিনি জানিয়েছিলেন, ভারত এমন একটা দেশ যেখানে তুলসী দাসকেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ৷ তিনি বলেন, "যে কোনও ধর্মগুরু, পুরোহিত অথবা যে কেউ, সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করলে, তার জবাব পেয়ে যাবেন৷ তবে আমি বলছি, আপনারা আমাকে সমর্থন করুন ৷ আমি আপনাদের হিন্দু রাষ্ট্র দেব ৷" সম্প্রতি রায়পুরে একটি সভায় তিনি এই মন্তব্য করেন ৷ এরই পালটা দেম রামদেব ।

আরও পড়ুন: নারীদের নিয়ে কুমন্তব্য, একাধিক প্রশ্ন রেখেই ক্ষমা চাইলেন রামদেব

হরিদ্বার, 27 জানুয়ারি: খুব শিগগিরি পাকিস্তান চার টুকরো হয়ে যাবে ৷ বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসে এমন বিস্ফোরক ভবিষ্যদ্বাণী করলেন যোগাগুরু বাবা রামদেব ৷ শুধু তাই নয়, তাঁর মনে হয় পাকিস্তান কাশ্মীর অধিগ্রহণ (Pakistan Occupied Kashmir, PoK) করতে পারবে না ৷ এবং বালোচিস্তান, পঞ্জাব এবং সিন্ধ ভারতের সঙ্গে মিশে যাবে ৷ 26 জানুয়ারি ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস ছিল ৷ উত্তরাখণ্ডের হরিদ্বারে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং স্থানীয়দের শুভেচ্ছা জানান ৷ যোগগুরু বাসিন্দাদের কাছে আর্জি জানান, স্বাস্থ্য বিষয়ে তাঁরা সচেতন হওয়ার প্রতিজ্ঞা করুন ৷ একটা সমৃদ্ধ, উন্নয়নশীল দেশ গড়ে তুলুন (Yoga guru Ramdev Pakistan Comment) ৷

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বালোচিস্তান, পাক অধিগৃহীত কাশ্মীর এবং পঞ্জাব আলাদা রাষ্ট্র হয়ে যাবে ৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে ভারতের সঙ্গে জুড়বে ৷ তারপর বালোচিস্তান নিজেই ভারতের অধীন হতে চাইবে ৷ কারণ ভারতের সংস্কৃতির সঙ্গে পঞ্জাব, সিন্ধের মিল আছে ৷ সেই সময় খুব তাড়াতাড়ি আসছে, যখন পাকিস্তান চারটি টুকরো হয়ে যাবে ৷ পঞ্জাব, সিন্ধ প্রদেশও ভারতের মধ্যে চলে আসবে ৷ বালোচিস্তানও এবং ভারত একটা সুপারপাওয়ার হয়ে উঠবে ৷ আগামী দিন এটাই চাইছে এবং এটা হবে ৷"

আরও পড়ুন: হরিদ্বারে বিদ্বেষমূলক মন্তব্য মামলায় গ্রেফতার যতি নরসিংহানন্দ গিরি

বাগেশ্বর ধামে ধীরেন্দ্র শাস্ত্রীর বিতর্কিত মন্তব্য নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, এর পিছনে জাতীয়তাবাদ বিরোধী মানসিকতার মানুষের ষড়যন্ত্র রয়েছে ৷ তিনি বলেন, "সনাতন ধর্মকে খারাপ ভাবে দেখানোর জন্য ধর্মীয় সন্ত্রাস চলছে ৷ সর্বজনীন মূল্যবোধ, অভ্যন্তরীণ মূল্যবোধই সনাতন ধর্ম ৷ আমাদের শাস্ত্রের বিরুদ্ধে অনেক সময় অভিযোগ ওঠে, কখনও কখনও মহান মানুষদের চরিত্র নিয়েও ৷ এগুলি জাতীয়তাবাদ বিরোধী, আন্তর্জাতিক সংগঠনগুলির চক্রান্ত ৷ তারা ভারতকে একটা অন্ধকারের মধ্যে দিয়ে দেখাতে চায় ৷ তারা বৌদ্ধিক দিক দিয়ে দেউলে হয়ে গিয়েছে এবং তাদের খারাপ অভিসন্ধি আছে ৷ দেশ যেন ঐক্যবদ্ধ ভাবে এর বিরোধিতা করে ৷"

প্রসঙ্গত, ধীরেন্দ্র শাস্ত্রী মন্তব্য করেছিলেন, "আমাকে সমর্থন করুন এবং আমি আপনাদের হিন্দু রাষ্ট্র দেব" ৷ তিনি জানিয়েছিলেন, ভারত এমন একটা দেশ যেখানে তুলসী দাসকেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ৷ তিনি বলেন, "যে কোনও ধর্মগুরু, পুরোহিত অথবা যে কেউ, সনাতন ধর্মকে চ্যালেঞ্জ করলে, তার জবাব পেয়ে যাবেন৷ তবে আমি বলছি, আপনারা আমাকে সমর্থন করুন ৷ আমি আপনাদের হিন্দু রাষ্ট্র দেব ৷" সম্প্রতি রায়পুরে একটি সভায় তিনি এই মন্তব্য করেন ৷ এরই পালটা দেম রামদেব ।

আরও পড়ুন: নারীদের নিয়ে কুমন্তব্য, একাধিক প্রশ্ন রেখেই ক্ষমা চাইলেন রামদেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.