ETV Bharat / bharat

Uma Bharti: রাম-হনুমান বিজেপির কর্মী নন, তাঁদের উপর সংঘের কোনও কপিরাইট নেই; বিস্ফোরক উমা

author img

By

Published : Dec 30, 2022, 2:16 PM IST

রাম ও হনুমান (Rama Hanuman) বিজেপির কর্মী নন ৷ তাঁদের উপর সংঘের কোনও কপিরাইট নেই ৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উমা ভারতী (Uma Bharti)৷

Uma Bharti ETV Bharat
উমা ভারতী

ছিন্দওয়াড়া, 30 ডিসেম্বর: বিজেপি তৈরি হওয়ার অনেক আগেই অস্তিত্ব ছিল হিন্দু দেবতা রাম ও হনুমানের (Rama Hanuman)৷ তাঁরা মুঘল ও ব্রিটিশ আমলের ৷ ফলে তাঁরা শুধু জন সংঘ বা গেরুয়া দলের নন, তাঁরা সবার ৷ এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti)৷ উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি নেতারা আজ জয় শ্রী রাম স্লোগান দেওয়ার পর মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এর আগেও বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রী রাম স্লোগান তুলতে দেখা গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের ৷

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উমা ভারতী (Uma Bharti slams BJP)৷ তিনি বলেন, "ধর্ম, বর্ণ, জাত-পাত বা সমাজের বিবেককে বন্দি করে রাখা যায় না ৷ এমনকী ভগবান শ্রী রাম ও ভগবান হনুমানও বিজেপির কর্মী নন ৷ ভগবান হনুমান সব জায়গায় বিরাজমান ৷ জনসংঘ ও বিজেপির অস্বিত্ব যখন ছিল না, তখনও তিনি ছিলেন ৷ এমনকী মুঘল ও ব্রিটিশ যুগ অথবা প্রাচীন দ্বাপর যুগেও ভগবান হনুমান উপস্থিত ছিলেন ৷ কাজেই ভগবান শ্রী রাম ও হনুমান সবার ৷ তাঁরা কারও কপিরাইট হতে পারেন না ৷"

কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনাকে স্মরণ করে প্রাক্তন সাংসদ বলেছেন, "অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরির জন্য কয়েকজন কংগ্রেস নেতা যখন দান করছিলেন, তখন আমি চমকে গিয়েছিলাম ৷ সেই সময় তাঁদের নিয়ে রসিকতা করেছিলেন বিজেপির কয়েকজন নেতা ৷ এটা বিজেপির তরফে ঠিক হয়নি ৷ আমি সঙ্গে সঙ্গে ওই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং বিজেপিকে সতর্ক করে বলেছিলাম যে, ভগবান শ্রী রামের উপর তাদের কপিরাইট নেই ৷ যে কেউ রামভক্ত হতে পারেন ৷ ভগবান শ্রী রাম কোনও নির্দিষ্ট দলের দ্বারা সীমাবদ্ধ নয় ৷"

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মদ, খনি ও শক্তি - দেশের তিনটি ক্ষেত্রের উল্লেখ করে উমা বলেছেন, "এই ক্ষেত্রগুলি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ৷ দেশকে ও দেশের উপাদানগুলিকে গ্রাস করছে এই তিনটি ক্ষেত্র ৷ সে জন্য এগুলি সম্পর্কে আমদের অবশ্যই সতর্ক থাকতে হবে ৷" বিহারের বিষমদ কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে উমা ভারতী বলেছেন, "বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনাকে নিয়ে তোলপাড় করছেন বিজেপি নেতারা ৷ কিন্তু আমি জানতে চাই যে, মধ্যপ্রদেশের মোরেনাতে কেন এমন ঘটনা ঘটল ? প্রতাপগড়েও বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷"

ছিন্দওয়াড়া, 30 ডিসেম্বর: বিজেপি তৈরি হওয়ার অনেক আগেই অস্তিত্ব ছিল হিন্দু দেবতা রাম ও হনুমানের (Rama Hanuman)৷ তাঁরা মুঘল ও ব্রিটিশ আমলের ৷ ফলে তাঁরা শুধু জন সংঘ বা গেরুয়া দলের নন, তাঁরা সবার ৷ এমনই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti)৷ উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি নেতারা আজ জয় শ্রী রাম স্লোগান দেওয়ার পর মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ এর আগেও বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীকে দেখে জয় শ্রী রাম স্লোগান তুলতে দেখা গিয়েছে বিজেপি নেতা-কর্মীদের ৷

বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন উমা ভারতী (Uma Bharti slams BJP)৷ তিনি বলেন, "ধর্ম, বর্ণ, জাত-পাত বা সমাজের বিবেককে বন্দি করে রাখা যায় না ৷ এমনকী ভগবান শ্রী রাম ও ভগবান হনুমানও বিজেপির কর্মী নন ৷ ভগবান হনুমান সব জায়গায় বিরাজমান ৷ জনসংঘ ও বিজেপির অস্বিত্ব যখন ছিল না, তখনও তিনি ছিলেন ৷ এমনকী মুঘল ও ব্রিটিশ যুগ অথবা প্রাচীন দ্বাপর যুগেও ভগবান হনুমান উপস্থিত ছিলেন ৷ কাজেই ভগবান শ্রী রাম ও হনুমান সবার ৷ তাঁরা কারও কপিরাইট হতে পারেন না ৷"

কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত একটি ঘটনাকে স্মরণ করে প্রাক্তন সাংসদ বলেছেন, "অযোধ্যায় ভগবান শ্রী রামের মন্দির তৈরির জন্য কয়েকজন কংগ্রেস নেতা যখন দান করছিলেন, তখন আমি চমকে গিয়েছিলাম ৷ সেই সময় তাঁদের নিয়ে রসিকতা করেছিলেন বিজেপির কয়েকজন নেতা ৷ এটা বিজেপির তরফে ঠিক হয়নি ৷ আমি সঙ্গে সঙ্গে ওই পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং বিজেপিকে সতর্ক করে বলেছিলাম যে, ভগবান শ্রী রামের উপর তাদের কপিরাইট নেই ৷ যে কেউ রামভক্ত হতে পারেন ৷ ভগবান শ্রী রাম কোনও নির্দিষ্ট দলের দ্বারা সীমাবদ্ধ নয় ৷"

আরও পড়ুন: হাওড়া স্টেশনে মমতা আসতেই জয় শ্রীরাম ধ্বনি, বন্দে ভারতের উদ্বোধনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মদ, খনি ও শক্তি - দেশের তিনটি ক্ষেত্রের উল্লেখ করে উমা বলেছেন, "এই ক্ষেত্রগুলি দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে ৷ দেশকে ও দেশের উপাদানগুলিকে গ্রাস করছে এই তিনটি ক্ষেত্র ৷ সে জন্য এগুলি সম্পর্কে আমদের অবশ্যই সতর্ক থাকতে হবে ৷" বিহারের বিষমদ কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে উমা ভারতী বলেছেন, "বিহারে বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনাকে নিয়ে তোলপাড় করছেন বিজেপি নেতারা ৷ কিন্তু আমি জানতে চাই যে, মধ্যপ্রদেশের মোরেনাতে কেন এমন ঘটনা ঘটল ? প্রতাপগড়েও বিষমদ কাণ্ডে মৃত্যুর ঘটনা ঘটেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.