নয়াদিল্লি, 24 অক্টোবর: অযোধ্যায় রামের জন্মভূমিতে যে রাম মন্দির নির্মাণ হচ্ছে, তাকে ধৈর্যশক্তির জয় বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষে দিল্লির ডিডিএ মাঠে দ্বারকার শ্রী রামলীলা সোসাইটি আযোজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি জানান রামের আগমণ আসন্ন, কারণ আর কয়েক মাস পরেই অয়োধ্যায় রাম মন্দির নির্মাণ হয়ে যাবে ৷
প্রধানমন্ত্রী এদিন বলেন, "আমরা যে রাম মন্দির নির্মাণ দেখতে পাচ্ছি, তা আমাদের সৌভাগ্য ৷ পরেরবার অযোধ্যায় রামনমমীর দিন রাম মন্দির যে রামনাম উচ্চারিত হবে তা পুরো পৃথিবীতে শান্তি নিয়ে আসবে ৷ এই নির্মীয়মান মন্দির কয়েক শতাব্দী ধরে ভারতীয়রা যে ধৈর্য ধরে রয়েছেন, সেই ধৈর্যের জয় ৷" তিনি আরও বলেন, "রাম মন্দিরে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠা হতে আর কয়েক মাস বাকি ৷ রামের আগমন হতে চলেছে...৷"
-
#WATCH | PM Modi says "We are fortunate enough to witness the construction of Ram Temple and on the next Ramnavami in Ayodhya, every note echoing in Ramlala's temple will bring joy to the world. 'Bhagwan Ram ki janmabhoomi par ban raha bhavya mandir, sadiyo ki prateeksha ke baad… pic.twitter.com/YzFj9CJDcf
— ANI (@ANI) October 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | PM Modi says "We are fortunate enough to witness the construction of Ram Temple and on the next Ramnavami in Ayodhya, every note echoing in Ramlala's temple will bring joy to the world. 'Bhagwan Ram ki janmabhoomi par ban raha bhavya mandir, sadiyo ki prateeksha ke baad… pic.twitter.com/YzFj9CJDcf
— ANI (@ANI) October 24, 2023#WATCH | PM Modi says "We are fortunate enough to witness the construction of Ram Temple and on the next Ramnavami in Ayodhya, every note echoing in Ramlala's temple will bring joy to the world. 'Bhagwan Ram ki janmabhoomi par ban raha bhavya mandir, sadiyo ki prateeksha ke baad… pic.twitter.com/YzFj9CJDcf
— ANI (@ANI) October 24, 2023
একইসঙ্গে এদিন বিরোধীদের খোঁচা দিতেই ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর কটাক্ষ, যারা দেশকে জাত ও ধর্মের নামে বিভাজন করতে চায়, সেইসব শক্তির দহনের সূচনার প্রতীক হয়ে থাকবে রাম মন্দির প্রতিষ্ঠার দিনটি ৷ রাবণ দহন প্রসঙ্গে তিনি বলেন, "এটা শুধু রাবণের কুশপুত্তলিকা পোড়ানো নয়, যে শক্তি দেশের সম্প্রতি নষ্ট করতে চায় তাদের বিনাশেরও বার্তা ৷" তিনি আরও জানান, ভারতে অস্ত্রপুজো করা হয় অন্যের জমিকে কবজা করার জন্য নয়, বরং নিজেদের জমিকে রক্ষা করার জন্য ৷
আরও পড়ুন: চিন সীমান্তে রাজনাথ, তাওয়াংয়ে অস্ত্রপুজো করে সেনার প্রশংসায় পঞ্চমুখ প্রতিরক্ষা মন্ত্রী
এদিন দেশবাসীকে নবরাত্রী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ৷ জানান, এটা অশুভর বিরুদ্ধে শুভর জয়ের প্রতীক ৷ তিনি বলেন, "আমাদের মধ্যে গীতা থেকে প্রাপ্ত জ্ঞানও আছে আবার আমরা আইএনএস তেজস ও বিক্রান্তও নির্মাণ করি ৷ দেশের মানুষ যেমন রামের সম্ভ্রমের কথা জানেন, তেমনই দেশকে রক্ষা করতেই জানেন ৷"