ETV Bharat / bharat

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যাবে রামমন্দিরের মডেল - রামমন্দির

এর আগে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের অন্য়ান্য় রাজ্য়ের সংস্কৃতি এবং মহান ব্য়ক্তিত্বদের সম্পর্কে তথ্য় তুলে ধরা হয়েছে । কিন্তু এবারই প্রথম প্রজাতন্ত্রের কুচকাওয়াজে রামমন্দিরের মডেল দেখানো হবে । যা প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে ।

ram-mandir-ayodhya-model-will-appear-in-parade-of-delhi-on-26-january
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেখা যাবে রামমন্দিরের মডেল
author img

By

Published : Dec 11, 2020, 6:44 PM IST

দিল্লি, 11 ডিসেম্বর : 26 জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে রামমন্দিরের ট্য়াবলো । এমনকী এবছর অযোধ্য়ায় আয়োজিত দীপোৎসবের উপরেও ট্য়াবলো দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে । প্য়ারেডে অংশ নেওয়া ট্য়াবলোর মাধ্য়মে পুরো দেশ তথা বিশ্ব সমগ্র অযোধ্য়ার ঝলক দেখতে পাবে । উত্তরপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য় অযোধ্য়াকে বিশ্বের সামনে তুলে ধরতে, এই ট্য়াবলো তৈরির জন্য় একটি রূপরেখা তৈরি করা হয়েছে ।

এর আগে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের অন্য়ান্য় রাজ্য়ের সংস্কৃতি এবং মহান ব্য়ক্তিত্বদের সম্পর্কে তথ্য় তুলে ধরা হয়েছে । কিন্তু এবারই প্রথম প্রজাতন্ত্রের কুচকাওয়াজে রামমন্দিরের মডেল দেখানো হবে । যা প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে । উত্তরপ্রদেশে বিজেপি সরকারে আসার পরেই মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ অযোধ্য়ায় দীপোৎসবের আয়োজন শুরু করেছেন । সেই অদ্ভুত দৃশ্য় এবার প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডেও দেখা যাবে । প্য়ারেডে দীপোৎসবের ট্য়াবলো দেখানোর সময় সেখানকার শিল্পীরা ওই ট্য়াবলোটি প্রদক্ষিণ করবেন ।

আরও পড়ুন : 2021 প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রীকে

সারা দেশ থেকে রামলীলা মঞ্চের সঙ্গে যুক্ত কমিটিগুলিকে আমন্ত্রণ জানিয়ে অযোধ্য়ায় যে রামলীলার আয়োজন করা হয়, সেগুলিও প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডে দেখানো হবে । এছাড়াও, অযোধ্য়ার বিখ্য়াত সংগীতশিল্পী প্রয়াত মাধব দাস মহারাজের জীবনীও দেখা যাবে প্রজাতন্ত্র দিবসে ।

দিল্লি, 11 ডিসেম্বর : 26 জানুয়ারি দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে রামমন্দিরের ট্য়াবলো । এমনকী এবছর অযোধ্য়ায় আয়োজিত দীপোৎসবের উপরেও ট্য়াবলো দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে । প্য়ারেডে অংশ নেওয়া ট্য়াবলোর মাধ্য়মে পুরো দেশ তথা বিশ্ব সমগ্র অযোধ্য়ার ঝলক দেখতে পাবে । উত্তরপ্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য় অযোধ্য়াকে বিশ্বের সামনে তুলে ধরতে, এই ট্য়াবলো তৈরির জন্য় একটি রূপরেখা তৈরি করা হয়েছে ।

এর আগে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দেশের অন্য়ান্য় রাজ্য়ের সংস্কৃতি এবং মহান ব্য়ক্তিত্বদের সম্পর্কে তথ্য় তুলে ধরা হয়েছে । কিন্তু এবারই প্রথম প্রজাতন্ত্রের কুচকাওয়াজে রামমন্দিরের মডেল দেখানো হবে । যা প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে । উত্তরপ্রদেশে বিজেপি সরকারে আসার পরেই মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ অযোধ্য়ায় দীপোৎসবের আয়োজন শুরু করেছেন । সেই অদ্ভুত দৃশ্য় এবার প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডেও দেখা যাবে । প্য়ারেডে দীপোৎসবের ট্য়াবলো দেখানোর সময় সেখানকার শিল্পীরা ওই ট্য়াবলোটি প্রদক্ষিণ করবেন ।

আরও পড়ুন : 2021 প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রীকে

সারা দেশ থেকে রামলীলা মঞ্চের সঙ্গে যুক্ত কমিটিগুলিকে আমন্ত্রণ জানিয়ে অযোধ্য়ায় যে রামলীলার আয়োজন করা হয়, সেগুলিও প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডে দেখানো হবে । এছাড়াও, অযোধ্য়ার বিখ্য়াত সংগীতশিল্পী প্রয়াত মাধব দাস মহারাজের জীবনীও দেখা যাবে প্রজাতন্ত্র দিবসে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.