অযোধ্যা, 21 জানুয়ারি: সোমবার অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । তার আগে গত মঙ্গলবার থেকে বৈদিক বিধি মেনে চলছে বিভিন্ন আচার-অনুষ্ঠান ৷ আজ সেই অনুষ্ঠানের ষষ্ঠতম দিন ৷ শনিবার পঞ্চমী তিথিতে শক্রধিবাস ও ফলধিবাসে রামলালার মূর্তি রাখা হয় । রবিবারও একই আচার পালন করা হচ্ছে । তবে আজকের অনুষ্ঠানটি খুবই বিশেষ । কারণ আজ রামলালাকে স্নান করানো হচ্ছে । এর সঙ্গে দিনব্যাপী ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান ।
125 কলসির পবিত্র জলে স্নান করবেন রামলালা
রবিবার 125 কলসির পবিত্র জলে স্নান করবেন রামলালা । এরপরে, শয়াধিবাস আচারের অংশ হিসাবে গান শুনিয়ে ঘুম পাড়ানো হবে তাঁকে । তাঁর ঘুম ভাঙবে 22 জানুয়ারি অর্থাৎ আগামিকাল সকালে ৷ মঙ্গল ধ্বনি, হাততালি এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামলালাকে জাগানো হবে । এরপর হবে মূল অনুষ্ঠান অর্থাৎ রামলালার প্রাণ প্রতিষ্ঠা ৷ কাশীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের ছেলে সুনীল এই পুরো অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন ৷ তিনি বলেন, "আজ বিশেষ পুজো ও হোমের মধ্যে দিয়ে রামলালাকে 125টি কলসির জলে দিব্যস্নান করানো হবে । শয়াধিবাসের আচার অনুসারে, শিশুর মতো গান গেয়ে ভগবানকে ঘুম পাড়ানো হবে । পরের দিন 22 জানুয়ারি সকালে হাততালি দিয়ে ও মঙ্গলময় গান গেয়ে ঘুম থেকে জাগিয়ে তোলা হবে রামলালাকে ৷ এরপর হবে প্রাণ প্রতিষ্ঠার মূল আচার ।"
1500 টনেরও বেশি ফুল দিয়ে সাজানো হচ্ছে রামনগরী
প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে প্রায় 1500 টন ফুল দিয়ে সাজানো হচ্ছে রামনগরী অযোধ্যাকে । দেশের প্রতিটি প্রান্ত থেকে বিশেষ ধরনের ফুল সংগ্রহ করা হয়েছে । এগুলো দিয়ে সাজানো হচ্ছে অযোধ্যার প্রতিটি কোণ । এর জন্য কারিগররা 24 ঘণ্টা কাজ করছেন । রাম জন্মভূমির পথ ছাড়াও মন্দির কমপ্লেক্সে প্রবেশের প্রধান রুটগুলি যেমন 3 নম্বর গেট এবং 11 নম্বর গেটে খুব সুন্দর সাজসজ্জা করা হয়েছে । এছাড়াও রাম জন্মভূমি কমপ্লেক্সের ভিতরে নির্মিত বিশাল রাম মন্দির ফুল দিয়ে সাজানো হয়েছে । মন্দিরের দেওয়াল থেকে পুরো ভবন পর্যন্ত ফুলের তোড়া লাগানো হয়েছে । সুন্দর ও সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে পরিক্রমা পথ ও রং মণ্ডপ, নৃত্য মণ্ডপ, কলি মণ্ডপ । অযোধ্যা ছাড়াও পশ্চিমবঙ্গ, মথুরা এবং সীতাপুর থেকে প্রায় 800 কারিগর রামনগরী সাজানোর জন্য এসেছেন । কলকাতা, কানপুর, দিল্লি, বেঙ্গালুরু ইত্যাদি জায়গা থেকে আসা ফুলে সেজে উঠছে রাম মন্দির-সহ অযোধ্যা ৷
অভিজিৎ মুহরতে অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠা
সোমবার প্রাণ প্রতিষ্ঠার দিন ধার্য করা হয়েছে । তার আগে 16 জানুয়ারি থেকে যাবতীয় আচার-অনুষ্ঠান চলছে । শাস্ত্রীয় রীতি মেনে অভিজিৎ মুহরতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । অভিজিৎ মুহরত 22 জানুয়ারি দুপুর 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে শুরু হবে, 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত থাকবে । রামলালার মূর্তির অভিষেক হবে পৌষ মাসের দ্বাদশ দিনে অভিজিৎ মুহরতে, ইন্দ্র যোগ, মৃগাশিরা নক্ষত্র, মেষ লগ্ন এবং বৃশ্চিক নবমশায় । প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় 84 সেকেন্ড ।
শনিবার ছিল এই অনুষ্ঠান সূচি
শনিবার সকাল 9টায় শুরু হয় পঞ্চমীর অনুষ্ঠান । সকালে রামলালাকে চিনিতে রাখা হয়েছিল । এরপর ফলের বাসস্থান করা হয় । এরপর 81টি কলসিতে থাকা বিভিন্ন ওষুধ মেশানো জল দিয়ে তাঁকে স্নান করানো হয় । তারপর পুষ্পাধিবাসে মূর্তি স্থাপনের মাধ্যমে অধিবাস প্রক্রিয়া সম্পন্ন হয় । বাকি অনুষ্ঠান চলে সন্ধে পর্যন্ত ।
আরও পড়ুন: