ETV Bharat / bharat

ধর্নায় অনড় রাকেশ টিকাইত, তবে এবার 'গান্ধিবাদী' পথে - দিল্লিতে কৃষক আন্দোলন

আজ সাংবাদিক বৈঠকে গান্ধিবাদী পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন রাকেশ টিকাইত ।

Farmers Protest in Delhi
ছবি
author img

By

Published : Jan 28, 2021, 8:00 PM IST

মুজফ্ফরনগর, 28 জানুয়ারি : গতকালের তাণ্ডবের পর সংযুক্ত কিষান মোর্চা থেকে সরে দাঁড়িয়েছে একাধিক সংগঠন । কিন্তু ধর্নায় অনড় কৃষক নেতা রাকেশ টিকাইত । আজ সাংবাদিক বৈঠকে রাকেশ টিকাইত জানান, " কৃষকদের স্বার্থে আন্দোলন জারি থাকবে । আগের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন যেমন চলছিল, তেমনই চলবে । আন্দোলন জারি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ।"

রাকেশ টিকাইত আজ তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, "যতক্ষণ পর্যন্ত এই তিনটি কালা আইন থাকবে, ততক্ষণ এই আন্দোলন অব্যাহত থাকবে ।" তবে গতকালের মতো পরিস্থিতি যাতে আবার তৈরি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন টিকাইত । তাই আজ সাংবাদিক বৈঠক করার সময় গান্ধিবাদী পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন । বললেন, "পুলিশ যদি লাঠি চালায় চালাক, আমরা লাঠি খাব । গুলিও খেতে তৈরি । পুলিশের গুলি কম পড়ে যাবে ।"

আরও পড়ুন : শহিদ দিবসে অনশনের ডাক, ভাবমূর্তি উদ্ধারে তত্‍‌পর কৃষক নেতারা

গতকালের ঘটনায় কৃষক আন্দোলনের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে । কৃষক নেতাদের অনেকেই আন্দোলন থেকে সমর্থন তুলে নিয়েছেন । একাধিক কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে দিল্লি পুলিশ । এই পরিস্থিতিতেও রাকেশ টিকাইতের ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

মুজফ্ফরনগর, 28 জানুয়ারি : গতকালের তাণ্ডবের পর সংযুক্ত কিষান মোর্চা থেকে সরে দাঁড়িয়েছে একাধিক সংগঠন । কিন্তু ধর্নায় অনড় কৃষক নেতা রাকেশ টিকাইত । আজ সাংবাদিক বৈঠকে রাকেশ টিকাইত জানান, " কৃষকদের স্বার্থে আন্দোলন জারি থাকবে । আগের সিদ্ধান্ত অনুযায়ী আন্দোলন যেমন চলছিল, তেমনই চলবে । আন্দোলন জারি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ।"

রাকেশ টিকাইত আজ তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, "যতক্ষণ পর্যন্ত এই তিনটি কালা আইন থাকবে, ততক্ষণ এই আন্দোলন অব্যাহত থাকবে ।" তবে গতকালের মতো পরিস্থিতি যাতে আবার তৈরি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন টিকাইত । তাই আজ সাংবাদিক বৈঠক করার সময় গান্ধিবাদী পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন । বললেন, "পুলিশ যদি লাঠি চালায় চালাক, আমরা লাঠি খাব । গুলিও খেতে তৈরি । পুলিশের গুলি কম পড়ে যাবে ।"

আরও পড়ুন : শহিদ দিবসে অনশনের ডাক, ভাবমূর্তি উদ্ধারে তত্‍‌পর কৃষক নেতারা

গতকালের ঘটনায় কৃষক আন্দোলনের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে । কৃষক নেতাদের অনেকেই আন্দোলন থেকে সমর্থন তুলে নিয়েছেন । একাধিক কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে দিল্লি পুলিশ । এই পরিস্থিতিতেও রাকেশ টিকাইতের ধর্না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.