ETV Bharat / bharat

কৃষি আইন প্রত্যাহার নিয়ে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান রাকেশ টিকায়েত - 26 মার্চ "কালো দিবস"

গত বছরের নভেম্বর মাস থেকে রাজধানীর সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজ্য কৃষকেরা ৷ কৃষি আইন প্রত্যাহার নিয়ে বহুবার বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি ৷ ফের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ৷ 26 মে কৃষক আন্দোলনের ছ'মাস পূর্তিতে দেশজুড়ে পালিত হয়েছে কৃষি আন্দোলনের "কালো দিবস" ৷

বিকেইউ-নেতা রাকেশ টিকায়েত
বিকেইউ-নেতা রাকেশ টিকায়েত
author img

By

Published : May 24, 2021, 10:47 AM IST

Updated : May 24, 2021, 1:41 PM IST

দিল্লি, 24 মে : কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতুন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে ফের কথা বলতে চান রাকেশ টিকায়েত ৷ মোহালিতে রবিবার সাংবাদিকদের এ কথা জানান বিকেইউ নেতা ৷ সম্প্রতি অভয় সিং সান্ধুর মৃত্যুতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে ৷ উল্লেখ্য অভয় সিং স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ভাইপো ৷ কোভিড-19 থেকে সেরে উঠলেও সংক্রমণ-পরবর্তী নানা জটিলতায় মারা যান তিনি ৷

40 টিরও বেশি কৃষক দলের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-র নেতা রাকেশ বলেন, "বিগত ছ'মাস ধরে কৃষকেরা দিল্লি সীমানায় আন্দোলন চালিয়ে গেলেও সরকার শুনছে না ৷ কংগ্রেস, টিএমসি, বিভিন্ন বাম দল, এসপি, এনসিপি আর ডিএমকে-সহ দেশের মোট 12টি বিরোধী দল 26 মে দেশজুড়ে তাদের প্রতিবাদকে সমর্থন করছে ৷" শুক্রবার তিনি আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষি আইন প্রসঙ্গে কথা বলতে চেয়ে চিঠি পাঠিয়েছেন ৷ গত বছরের নভেম্বর মাস থেকে লাগাতার অবস্থান করছেন তাঁরা রাজধানীর সীমানায় ৷

আরও পড়ুন : নতিস্বীকার করেও অ্যালোপ্যাথিকে সীমাবদ্ধ বলে রিটুইট রামদেবের

হরিয়ানার বিকেইউ প্রধান গুরনাম সিং ছাদুনি জানান যে কৃষক আন্দোলনের ছ'মাসে পা দিচ্ছে ৷ তাই 26 মে দেশজুড়ে "কালো দিবস" হিসেবে পালিত হবে ৷ এতে অংশ নিতে বহু কৃষক কারনাল জেলা থেকে সিঙ্ঘু সীমানায় আসছেন ৷

28 মে থেকে পঞ্জাবের পাতিয়ালায় তিন দিন ধরে লাগাতার প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বিকেইউ ৷ প্রসঙ্গত পাতিয়ালা মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের কেন্দ্র ৷ ইতিমধ্যে প্যানডেমিক সামলাতে "ব্যর্থ" তাঁর সরকার, এই অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী ৷ তাই এমন সংকটকালে এই অবস্থান স্থগিত রাখতে অনুরোধ করেন বিকেইউ-এর প্রধানকে ৷

দিল্লি, 24 মে : কেন্দ্রীয় সরকারের সঙ্গে নতুন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে ফের কথা বলতে চান রাকেশ টিকায়েত ৷ মোহালিতে রবিবার সাংবাদিকদের এ কথা জানান বিকেইউ নেতা ৷ সম্প্রতি অভয় সিং সান্ধুর মৃত্যুতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে ৷ উল্লেখ্য অভয় সিং স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের ভাইপো ৷ কোভিড-19 থেকে সেরে উঠলেও সংক্রমণ-পরবর্তী নানা জটিলতায় মারা যান তিনি ৷

40 টিরও বেশি কৃষক দলের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)-র নেতা রাকেশ বলেন, "বিগত ছ'মাস ধরে কৃষকেরা দিল্লি সীমানায় আন্দোলন চালিয়ে গেলেও সরকার শুনছে না ৷ কংগ্রেস, টিএমসি, বিভিন্ন বাম দল, এসপি, এনসিপি আর ডিএমকে-সহ দেশের মোট 12টি বিরোধী দল 26 মে দেশজুড়ে তাদের প্রতিবাদকে সমর্থন করছে ৷" শুক্রবার তিনি আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষি আইন প্রসঙ্গে কথা বলতে চেয়ে চিঠি পাঠিয়েছেন ৷ গত বছরের নভেম্বর মাস থেকে লাগাতার অবস্থান করছেন তাঁরা রাজধানীর সীমানায় ৷

আরও পড়ুন : নতিস্বীকার করেও অ্যালোপ্যাথিকে সীমাবদ্ধ বলে রিটুইট রামদেবের

হরিয়ানার বিকেইউ প্রধান গুরনাম সিং ছাদুনি জানান যে কৃষক আন্দোলনের ছ'মাসে পা দিচ্ছে ৷ তাই 26 মে দেশজুড়ে "কালো দিবস" হিসেবে পালিত হবে ৷ এতে অংশ নিতে বহু কৃষক কারনাল জেলা থেকে সিঙ্ঘু সীমানায় আসছেন ৷

28 মে থেকে পঞ্জাবের পাতিয়ালায় তিন দিন ধরে লাগাতার প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা নিয়েছে বিকেইউ ৷ প্রসঙ্গত পাতিয়ালা মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের কেন্দ্র ৷ ইতিমধ্যে প্যানডেমিক সামলাতে "ব্যর্থ" তাঁর সরকার, এই অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী ৷ তাই এমন সংকটকালে এই অবস্থান স্থগিত রাখতে অনুরোধ করেন বিকেইউ-এর প্রধানকে ৷

Last Updated : May 24, 2021, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.