ETV Bharat / bharat

শান্তিপূর্ণ ভাবেই হবে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি : রাকেশ টিকাইট - চাক্কা জ্যাম কর্মসূচি

শনিবার দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি রয়েছে কৃষকদের৷ তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলবে৷ শনিবারের কর্মসূচি দিল্লিতে হবে৷ আর দিল্লির বাইরে পুরো কর্মসূচিই শান্তিপূর্ণ ভাবে করা হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইট৷

শান্তিপূর্ণ ভাবেই হবে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি : রাকেশ টিকাইট
শান্তিপূর্ণ ভাবেই হবে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি : রাকেশ টিকাইট
author img

By

Published : Feb 5, 2021, 6:42 PM IST

নয়ডা, 4 ফেব্রুয়ারি : গত প্রজাতন্ত্র দিবসের দিন দেশের রাজধানী উত্তাল হয়ে উঠেছিল কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে৷ সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা৷ তাই আগামিকাল, শনিবার কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইট৷

তিনি ভারতীয় কিষান ইউনিয়নের নেতা৷ শুক্রবার তিনি জানান যে তাঁরা শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন৷ চাক্কা জ্যামও তাই শনিবার দেশজুড়ে শান্তিপূর্ণ ভাবেই হবে৷ তবে দিল্লির কোথাও এই কর্মসূচি পালন করা হবে না বলে তিনি জানিয়েছেন৷ দিল্লির বাইরে তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রাকেশ টিকাইট৷

যে কোনও ধরনের অবরোধ কর্মসূচিতে সবচেয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ৷ অবরোধে আটকে নাকাল হতে হয় তাঁদের৷ ফলে অবরোধ চলাকালীন অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ কৃষক নেতারাও বিষয়টি বিলক্ষণ জানেন৷ তাই শনিবার এই কর্মসূচি চলাকালীন যাঁরা রাস্তায় আটকে পড়বেন, তাঁদের বোঝাবেন কৃষক নেতারা৷ এদিন রাকেশ টিকাইট এই কথা জানিয়েছেন৷ অবরোধে আটকে পড়াদের জল ও খাবার দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন৷

গত বছরের সেপ্টেম্বরে সংসদে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন পাস করায় কেন্দ্র৷ সেই আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে 41টি কৃষক সংগঠন৷ তাদের সঙ্গে কেন্দ্রের কয়েক দফা আলোচনাও হয়েছে৷ কিন্তু কোনও রফাসূত্র বের হয়নি৷ সুপ্রিম কোর্ট আলোচনার জন্য কমিটিও তৈরি করে দিয়েছে৷ তাতেও এখনও পর্যন্ত কোনও ফল হয়নি৷ উল্টে গত 26 জানুয়ারি ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে কার্যত তাণ্ডব চলে৷ লালকেল্লায় ঢুকে কৃষকরা পতাকা উত্তোলন করেন৷ এতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে৷

আরও পড়ুন : কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, সংসদে অভিযোগ কৃষিমন্ত্রীর

তাই কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ৷ উত্তেজনা তৈরি হয় কি না, সেই বিষয়েও নজর রয়েছে অনেকের৷ সেই কারণেই আগেই শান্তিপূর্ণ অবস্থানের কথা বলে রাখলেন রাকেশ টিকাইট৷

নয়ডা, 4 ফেব্রুয়ারি : গত প্রজাতন্ত্র দিবসের দিন দেশের রাজধানী উত্তাল হয়ে উঠেছিল কৃষকদের ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে৷ সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা৷ তাই আগামিকাল, শনিবার কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইট৷

তিনি ভারতীয় কিষান ইউনিয়নের নেতা৷ শুক্রবার তিনি জানান যে তাঁরা শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন৷ চাক্কা জ্যামও তাই শনিবার দেশজুড়ে শান্তিপূর্ণ ভাবেই হবে৷ তবে দিল্লির কোথাও এই কর্মসূচি পালন করা হবে না বলে তিনি জানিয়েছেন৷ দিল্লির বাইরে তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন রাকেশ টিকাইট৷

যে কোনও ধরনের অবরোধ কর্মসূচিতে সবচেয়ে সমস্যায় পড়েন সাধারণ মানুষ৷ অবরোধে আটকে নাকাল হতে হয় তাঁদের৷ ফলে অবরোধ চলাকালীন অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন৷ কৃষক নেতারাও বিষয়টি বিলক্ষণ জানেন৷ তাই শনিবার এই কর্মসূচি চলাকালীন যাঁরা রাস্তায় আটকে পড়বেন, তাঁদের বোঝাবেন কৃষক নেতারা৷ এদিন রাকেশ টিকাইট এই কথা জানিয়েছেন৷ অবরোধে আটকে পড়াদের জল ও খাবার দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন৷

গত বছরের সেপ্টেম্বরে সংসদে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন পাস করায় কেন্দ্র৷ সেই আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে 41টি কৃষক সংগঠন৷ তাদের সঙ্গে কেন্দ্রের কয়েক দফা আলোচনাও হয়েছে৷ কিন্তু কোনও রফাসূত্র বের হয়নি৷ সুপ্রিম কোর্ট আলোচনার জন্য কমিটিও তৈরি করে দিয়েছে৷ তাতেও এখনও পর্যন্ত কোনও ফল হয়নি৷ উল্টে গত 26 জানুয়ারি ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে কার্যত তাণ্ডব চলে৷ লালকেল্লায় ঢুকে কৃষকরা পতাকা উত্তোলন করেন৷ এতে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ওঠে৷

আরও পড়ুন : কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, সংসদে অভিযোগ কৃষিমন্ত্রীর

তাই কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ৷ উত্তেজনা তৈরি হয় কি না, সেই বিষয়েও নজর রয়েছে অনেকের৷ সেই কারণেই আগেই শান্তিপূর্ণ অবস্থানের কথা বলে রাখলেন রাকেশ টিকাইট৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.