ETV Bharat / bharat

Opposition walks out over Governor issue: রাজ্যপালের বিরুদ্ধে সংসদে বিরোধীদের ওয়াক আউট - বিরোধীদের ওয়াক আউট

রাজ্যপালের বিরুদ্ধে সংসদে একজোট বিরোধীরা (Opposition walks out over Governor issue) ৷ কংগ্রেস, তৃণমূল, বাম-সহ অন্যান্য বিরোধী দলগুলি ওয়াক আউট করে ৷

Rajya Sabha adjourned till Monday as Opposition walks out over governor issue
রাজ্যপালের বিরুদ্ধে সংসদে একজোট বিরোধীরা, ওয়াক আউটে মুলতুবি অধিবেশন
author img

By

Published : Feb 4, 2022, 4:25 PM IST

Updated : Feb 4, 2022, 7:13 PM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: রাজ্যপালের বিরুদ্ধে এবার সংসদে একজোট বিরোধীরা (Opposition walks out over Governor issue) ৷ তামিলনাড়ুর রাজ্যপাল গুরুত্বপূর্ণ নিট বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে এই নিয়ে রাজ্যসভায় আলোচনা চায় ডিএমকে ৷ একই দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে আলোচনা চেয়েছিল তৃণমূলও ৷ তবে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার অনুমতি না-মেলায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ একসঙ্গে সংসদের উচ্চকক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস, তৃণমূল, বাম-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷

নিট অর্থাৎ কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে নিজেদের মেডিক্যাল প্রবেশিকার আয়োজন করার জন্য তামিলনাড়ুর বিধানসভায় একটি বিল পাশ করেছে সে রাজ্যের সরকার ৷ তবে সেই বিলে রাজ্যপাল এন রবি ছাড়পত্র দেননি বলে অভিযোগ ৷ এই প্রসঙ্গটিই আজ রাজ্যসভায় উত্থাপন করেছিল ডিএমকে ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনে তৃণমূলও তখন অভিযোগ করে যে, ধনকড় রাজ্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখেছেন ৷ তবে রাজ্যসভার চেয়ারম্যান এই নিয়ে আলোচনার অনুমতি দেননি ৷ এতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, আরজেডি ও আইইউএমএল ৷

আরও পড়ুন: Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের

পশ্চিমবঙ্গে বেনজির সংঘাত চলছে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে ৷ রাজ্যপালকে অপসারণের আবেদন নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করেছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় । এবার সংসদেও ধনকড়ের বিরুদ্ধে নালিশ জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (TMC raises Jagdeep Dhankhar issue in parliament) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টুইটারে ব্লক করেছেন রাজ্যপালকে। তবে তাতে টুইট-বাণ থামেনি ধনকড়ের ৷ প্রশাসনিক সভায় পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের ভিডিয়ো টুইট করে আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন রাজ্যপাল ৷ তাঁর দাবি, "দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি: রাজ্যপালের বিরুদ্ধে এবার সংসদে একজোট বিরোধীরা (Opposition walks out over Governor issue) ৷ তামিলনাড়ুর রাজ্যপাল গুরুত্বপূর্ণ নিট বিল আটকে রেখেছেন বলে অভিযোগ করে এই নিয়ে রাজ্যসভায় আলোচনা চায় ডিএমকে ৷ একই দাবিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে আলোচনা চেয়েছিল তৃণমূলও ৷ তবে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার অনুমতি না-মেলায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ একসঙ্গে সংসদের উচ্চকক্ষ থেকে ওয়াক আউট করে কংগ্রেস, তৃণমূল, বাম-সহ অন্যান্য বিরোধী দলগুলি ৷

নিট অর্থাৎ কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে নিজেদের মেডিক্যাল প্রবেশিকার আয়োজন করার জন্য তামিলনাড়ুর বিধানসভায় একটি বিল পাশ করেছে সে রাজ্যের সরকার ৷ তবে সেই বিলে রাজ্যপাল এন রবি ছাড়পত্র দেননি বলে অভিযোগ ৷ এই প্রসঙ্গটিই আজ রাজ্যসভায় উত্থাপন করেছিল ডিএমকে ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এনে তৃণমূলও তখন অভিযোগ করে যে, ধনকড় রাজ্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখেছেন ৷ তবে রাজ্যসভার চেয়ারম্যান এই নিয়ে আলোচনার অনুমতি দেননি ৷ এতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম, সিপিআই, আরজেডি ও আইইউএমএল ৷

আরও পড়ুন: Jagdeep Dhankhar on Mamata Banerjee : ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’, ফের টুইট-বোমা ধনকড়ের

পশ্চিমবঙ্গে বেনজির সংঘাত চলছে রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে ৷ রাজ্যপালকে অপসারণের আবেদন নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে দরবার করেছেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় । এবার সংসদেও ধনকড়ের বিরুদ্ধে নালিশ জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল (TMC raises Jagdeep Dhankhar issue in parliament) ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টুইটারে ব্লক করেছেন রাজ্যপালকে। তবে তাতে টুইট-বাণ থামেনি ধনকড়ের ৷ প্রশাসনিক সভায় পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের ভিডিয়ো টুইট করে আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন রাজ্যপাল ৷ তাঁর দাবি, "দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মেরুদণ্ডে আঘাত করছেন ৷’’

আরও পড়ুন : Mamata Banerjee : রাজ্যপাল ফোন করেন ? প্রশাসনিক বৈঠকে পুলিশ সুপারকে প্রশ্ন মমতার

Last Updated : Feb 4, 2022, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.