ETV Bharat / bharat

Rajnath Singh tweets on Union Budget: শীঘ্রই 5 ট্রিলিয়নের অর্থনীতি তৈরি করবে ভারত, আশা রাজনাথের - রাজনাথ সিং টুইট

কেন্দ্রীয় বাজেট নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ একের পর এক টুইটে কী বললেন তিনি (Defence Minister Rajnath Singh tweets on Union Budget 2023) ?

Rajnath Singh praises Nirmala Sitharaman and Narendra Modi for Union Budget 2023
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 1, 2023, 3:01 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ বুধবার বাজেট পেশের পরই একের পর এক টুইট করেন তিনি (Defence Minister Rajnath Singh tweets on Union Budget 2023) ৷ রাজনাথের মতে, কৃষক, মহিলা, প্রান্তিক জনজাতি এবং মধ্যবিত্তের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই বাজেট তৈরি করা হয়েছে ৷

কেন্দ্রের মোদি সরকারের লক্ষ্য হল, 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি তৈরি করা ৷ মোদি মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য মনে করেন, এদিনের কেন্দ্রীয় বাজেটে যেসমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে সেই লক্ষ্যপূরণ আরও সহজ হবে ৷ এর মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত পৃথিবীর সবথেকে শক্তিশালী তিনটি অর্থনীতির মধ্যে একটিতে পরিণত হবে ৷

  • The Union Budget 2023-24 is expected to bring about positive changes in the country that will lead us towards achieving our goal of becoming a $5 trillion economy and ‘Top Three’ economies within few years.

    — Rajnath Singh (@rajnathsingh) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় বেড়েছে নগদ লেনদেন, কৃষিতে উন্নতির বার্তা নির্মলার

রাজনাথ মনে করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমন বাজেট তৈরি করেছেন, তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবে ৷ সবথেকে বেশি লাভবান হবেন ছোট ব্যবসায়ী, কৃষক এবং পেশাদার চাকরিজীবীরা ৷ এদিনের একটি টুইটে রাজনাথ সিং লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2023-24 আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করেছেন, তা বৃদ্ধি এবং কল্যাণের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ৷ এই বাজেট কৃষক, মহিলা, প্রান্তিক জনগোষ্ঠী এবং মধ্যবিত্তের সহায়ক হবে ৷"

আরও একটি টুইটে কর্মসংস্থান এবং পরিকাঠামো খাতে বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন রাজনাথ ৷ তিনি লিখেছেন, "এই বাজেটে পরিকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়ে কর্মসংস্থানের পথ প্রশস্ত করা হয়েছে ৷ সেইসঙ্গে কৃষি, আবাসন নির্মাণ, স্বাস্থ্য পরিবেষবা ও উৎপাদন শিল্পে খরচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এর ফলে সকলের জন্যই সুযোগ ও সম্ভাবনা বাড়বে ৷ পাশাপাশি, উন্নয়নের পথে আরও এগিয়ে চলবে ভারতের অর্থনীতি ৷"

  • The increase in Income Tax exemption limit to Rs 7 lakhs and several other tax related reforms will provide a huge relief to middle class including salaried individuals and retired people. I congratulate the FM and thank Pradhanmantri ji for taking this people friendly decision.

    — Rajnath Singh (@rajnathsingh) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের বাজেটে চাকরিজীবীরা করছাড়ের ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা পেতে চলেছেন ৷ করছাড়ের ঊর্ধ্বসীমা বার্ষিক 5 লক্ষ টাকা আয় থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে ৷ নির্মলার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজনাথ সিং ৷ তাঁর মতে, এর ফলে চাকরিজীবী মধ্যবিত্তদের পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরাও উপকৃত হবেন ৷ রাজনাথ সিংয়ের কথায়, "জনকল্যাণমুখী এইসব সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাতে চাই ৷"

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ বুধবার বাজেট পেশের পরই একের পর এক টুইট করেন তিনি (Defence Minister Rajnath Singh tweets on Union Budget 2023) ৷ রাজনাথের মতে, কৃষক, মহিলা, প্রান্তিক জনজাতি এবং মধ্যবিত্তের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এই বাজেট তৈরি করা হয়েছে ৷

কেন্দ্রের মোদি সরকারের লক্ষ্য হল, 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি তৈরি করা ৷ মোদি মন্ত্রিসভার এই প্রবীণ সদস্য মনে করেন, এদিনের কেন্দ্রীয় বাজেটে যেসমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে সেই লক্ষ্যপূরণ আরও সহজ হবে ৷ এর মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যেই ভারত পৃথিবীর সবথেকে শক্তিশালী তিনটি অর্থনীতির মধ্যে একটিতে পরিণত হবে ৷

  • The Union Budget 2023-24 is expected to bring about positive changes in the country that will lead us towards achieving our goal of becoming a $5 trillion economy and ‘Top Three’ economies within few years.

    — Rajnath Singh (@rajnathsingh) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় বেড়েছে নগদ লেনদেন, কৃষিতে উন্নতির বার্তা নির্মলার

রাজনাথ মনে করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এমন বাজেট তৈরি করেছেন, তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হবে ৷ সবথেকে বেশি লাভবান হবেন ছোট ব্যবসায়ী, কৃষক এবং পেশাদার চাকরিজীবীরা ৷ এদিনের একটি টুইটে রাজনাথ সিং লিখেছেন, "কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন 2023-24 আর্থিক বছরের জন্য যে বাজেট পেশ করেছেন, তা বৃদ্ধি এবং কল্যাণের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ৷ এই বাজেট কৃষক, মহিলা, প্রান্তিক জনগোষ্ঠী এবং মধ্যবিত্তের সহায়ক হবে ৷"

আরও একটি টুইটে কর্মসংস্থান এবং পরিকাঠামো খাতে বিনিয়োগের বিষয়টি উল্লেখ করেছেন রাজনাথ ৷ তিনি লিখেছেন, "এই বাজেটে পরিকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়ে কর্মসংস্থানের পথ প্রশস্ত করা হয়েছে ৷ সেইসঙ্গে কৃষি, আবাসন নির্মাণ, স্বাস্থ্য পরিবেষবা ও উৎপাদন শিল্পে খরচ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এর ফলে সকলের জন্যই সুযোগ ও সম্ভাবনা বাড়বে ৷ পাশাপাশি, উন্নয়নের পথে আরও এগিয়ে চলবে ভারতের অর্থনীতি ৷"

  • The increase in Income Tax exemption limit to Rs 7 lakhs and several other tax related reforms will provide a huge relief to middle class including salaried individuals and retired people. I congratulate the FM and thank Pradhanmantri ji for taking this people friendly decision.

    — Rajnath Singh (@rajnathsingh) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এবারের বাজেটে চাকরিজীবীরা করছাড়ের ক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা পেতে চলেছেন ৷ করছাড়ের ঊর্ধ্বসীমা বার্ষিক 5 লক্ষ টাকা আয় থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে ৷ নির্মলার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজনাথ সিং ৷ তাঁর মতে, এর ফলে চাকরিজীবী মধ্যবিত্তদের পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরাও উপকৃত হবেন ৷ রাজনাথ সিংয়ের কথায়, "জনকল্যাণমুখী এইসব সিদ্ধান্ত গ্রহণের জন্য আমি অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাতে চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.