ETV Bharat / bharat

Rajnath Singh orders tri service inquiry : রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্তের নির্দেশ রাজনাথের - তিন বাহিনীর তদন্তের নির্দেশ রাজনাথ সিং-এর

চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে তিন বাহিনীর তদন্তকারী দল ৷ এই নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (rajnath singh orders tri service inquiry)৷

Rajnath Singh orders tri-service inquiry into chopper crash that killed CDS Bipin Rawat
রাওয়াতের কপ্টার দুর্ঘটনায় তিন বাহিনীর তদন্তের নির্দেশ রাজনাথের
author img

By

Published : Dec 10, 2021, 9:26 AM IST

Updated : Dec 10, 2021, 9:59 AM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: বায়ুসেনার চপার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও আরও 11 জন ৷ কী ভাবে ভেঙে পড়ল হেলিকপ্টারটি (tri service inquiry for helicopter crash) ? এই প্রশ্নের জবাব পেতে তিন বাহিনীর তদন্তের (Rajnath Singh orders tri service inquiry) নির্দেশ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (inquiry led by air marshal manvendra singh) এই তদন্তের নেতৃত্ব দেবেন ৷

সিডিএস বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দেন রাজনাথ সিং ৷ তিনি জানান, "চপার ভেঙে পড়ার ঘটনায় তিন বাহিনীর তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা ৷ তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং ৷ গতকালই ওয়েলিংটনে পৌঁছে গিয়েছে তদন্তকারী দল ৷ তারা তদন্ত শুরু করে দিয়েছে ৷"

আরও পড়ুন: Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে আজ শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের

রাজনাথ গোটা ঘটনার বিবৃতি দিয়ে সংসদকে জানান, ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের ছাত্রদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন জেনারেল বিপিন রাওয়াত ৷ বুধবার বেলা 11.48-এ সুলুর থেকে তাঁকে নিয়ে টেক অফ করে বায়ুসেনার Mi 17 V 5 হেলিকপ্টার ৷ বেলা 12.15-তে কপ্টারটির ওয়েলিংটনে অবতরণের কথা ছিল ৷ তবে 12.08-এ সেই কপ্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের ৷ তার পরপরই স্থানীয়রা দেখতে পান যে কুন্নুরের কাছে জঙ্গলের ভেতর কিছু একটাতে আগুন জ্বলছে ৷ তাঁরা ছুটে গিয়ে আবিষ্কার করেন যে দাউ দাউ করে জ্বলছে সেনার হেলিকপ্টার ৷ স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কপ্টারে সওয়ার ছিলেন যাঁরা তাঁদের বাঁচানোর চেষ্টা করেন ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷

আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রতিরক্ষা মন্ত্রী জানান, কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে মৃত্যু হয় 13 জনেরই ৷ তাঁদের মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের ৷ দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: TN chopper crash : হবে তিনটি অস্ত্রোপচার, বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: বায়ুসেনার চপার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও আরও 11 জন ৷ কী ভাবে ভেঙে পড়ল হেলিকপ্টারটি (tri service inquiry for helicopter crash) ? এই প্রশ্নের জবাব পেতে তিন বাহিনীর তদন্তের (Rajnath Singh orders tri service inquiry) নির্দেশ দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এয়ার মার্শাল মানবেন্দ্র সিং (inquiry led by air marshal manvendra singh) এই তদন্তের নেতৃত্ব দেবেন ৷

সিডিএস বিপিন রাওয়াতের (CDS Bipin Rawat) হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দেন রাজনাথ সিং ৷ তিনি জানান, "চপার ভেঙে পড়ার ঘটনায় তিন বাহিনীর তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা ৷ তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং ৷ গতকালই ওয়েলিংটনে পৌঁছে গিয়েছে তদন্তকারী দল ৷ তারা তদন্ত শুরু করে দিয়েছে ৷"

আরও পড়ুন: Last rites of CDS Rawat : পূর্ণ সামরিক মর্যাদার সঙ্গে আজ শেষকৃত্য সিডিএস বিপিন রাওয়াতের

রাজনাথ গোটা ঘটনার বিবৃতি দিয়ে সংসদকে জানান, ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের ছাত্রদের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন জেনারেল বিপিন রাওয়াত ৷ বুধবার বেলা 11.48-এ সুলুর থেকে তাঁকে নিয়ে টেক অফ করে বায়ুসেনার Mi 17 V 5 হেলিকপ্টার ৷ বেলা 12.15-তে কপ্টারটির ওয়েলিংটনে অবতরণের কথা ছিল ৷ তবে 12.08-এ সেই কপ্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের ৷ তার পরপরই স্থানীয়রা দেখতে পান যে কুন্নুরের কাছে জঙ্গলের ভেতর কিছু একটাতে আগুন জ্বলছে ৷ তাঁরা ছুটে গিয়ে আবিষ্কার করেন যে দাউ দাউ করে জ্বলছে সেনার হেলিকপ্টার ৷ স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ কপ্টারে সওয়ার ছিলেন যাঁরা তাঁদের বাঁচানোর চেষ্টা করেন ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷

আরও পড়ুন : Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

প্রতিরক্ষা মন্ত্রী জানান, কপ্টারে সওয়ার 14 জনের মধ্যে মৃত্যু হয় 13 জনেরই ৷ তাঁদের মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের ৷ দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ওয়েলিংটনের সেনা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ৷

আরও পড়ুন: TN chopper crash : হবে তিনটি অস্ত্রোপচার, বেঙ্গালুরুতে স্থানান্তরিত করা হচ্ছে গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে

Last Updated : Dec 10, 2021, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.