ETV Bharat / bharat

সাধারণ সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে রূপান্তর, তাক লাগাল রাজকোটের নবম শ্রেণির ছাত্র - দূষণমুক্ত যান

Hans Chawaria Converts A Ordinary Bicycle to Electric Bicycle: ছিল একটি সাধারণ সাইকেল ৷ সেটিকেই বৈদ্যুতিক সাইকেলের রূপ দিল রাজকোটের আদর্শ স্কুলের এক ছাত্র ৷ নবম শ্রেণির পড়ুয়া হন্স চাওয়াড়িয়া এবং তার সহপাঠীরা নিজের উদ্ভাবনী ক্ষমতাকে ব্যবহার করে একটি সাধারণ সাইকেলকে, বিদ্যুৎ দ্বারা চালিত সাইকেলে পরিণত করেছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2023, 7:21 PM IST

রাজকোট, 10 ডিসেম্বর: রাজকোটের ধোরাজির আদর্শ স্কুলের পড়ুয়া হন্স চাওয়াড়িয়া ৷ নিজের বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমে একটি সাধারণ সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে পরিণত করেছে সে ৷ সাইকেল এমনিতেই পরিবেশবান্ধব যান ৷ কিন্তু, সেটিকে পরিবেশবান্ধব রেখে আরও দ্রুতগতির যানে পরিণত করেছে নবম শ্রেণির এই ছাত্র ৷ আর তার এই উদ্ভাবনে, তাকে সাহায্য করেছে স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠীরা ৷ হন্সের এই সফল প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ ধোরাজির আদর্শ স্কুলের তরফে তাদের ল্যাবে পড়ুয়াদের এমন নানান উদ্ভাবনী কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে ৷

বর্তমানে ফাইভ-জি ইন্টারনেটের যুগে শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ এমনকী চাকুরিজীবীরাও দীর্ঘক্ষণ মোবাইল ফোনে ডুবে থাকেন ৷ বিশেষত, স্কুল পড়ুয়াদের মধ্যে অনলাইন মোবাইল গেমের আসক্তি মারাত্মকভাবে বেড়েছে ৷ সেখানেই রাজকোটের ধোরাজির আদর্শ স্কুলের নবম শ্রেণির পড়ুয়া হন্স চাওয়াড়িয়া এবং তার সতীর্থরা অবসর সময়কে নানান উদ্ভাবনী কাজে ব্যবহার করছে ৷ আর তারই নতুন সংযোজন বৈদ্যুৎতিক সাইকেল ৷ একটি সাধারণ সাইকেলকে নিজের চিন্তা শক্তি এবং দক্ষতার মাধ্যমে বিদ্যুৎচালিত সাইকেলে রূপান্তর করেছে হন্স ৷

স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কার্তিক পারেখ ইটিভি ভারতকে বলেন, ‘‘বর্তমানে বাচ্চারা এবং তরুণ প্রজন্ম তাদের সময় নষ্ট করছে সোশাল মিডিয়ার কার্যকলাপ এবং রিলে ৷ এর পাশাপাশি সোশাল মিডিয়ার মাধ্যম ও মোবাইলে অনলাইন গেমে ডুবে থাকছে যুবসমাজ ও স্কুল পড়ুয়ারা ৷ এমনকি অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে অনেকে ৷ তাই শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য ধোরাজির আদর্শ এডুকেশন সোসাইটি শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ আর এই সাফল্য তারই ফল ৷’’

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্যমী ও বুদ্ধিমান পড়ুয়াদের আদর্শ এডুকেশন সোসাইটি নানানরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিচ্ছে ৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উচিত তাদের বুদ্ধিমত্তা ও সম্পদকে ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করা ৷ এমনটাই মনে করছে স্কুল কর্তৃপক্ষ ৷ মানুষের উপকারে ও তাদের প্রয়োজনে নতুন প্রজন্মকে এগিয়ে এসে কিছু করার আহ্বান জানিয়েছে তারা ৷ সেই উদ্দেশ্য স্কুলের ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের বুদ্ধিকে ব্যবহার করে নানান আবিষ্কার করা হচ্ছে ৷ প্রতিনিয়ত নতুন কিছু করার পরিকল্পনা এবং গবেষণা করে চলেছে এই স্কুলের পড়ুয়ারা ৷ আর এই কাজে সবচেয়ে বেশি উদ্যমী স্কুলের প্রিন্সিপাল পরেশ ভাঘেলা ৷

আরও পড়ুন:

  1. ওয়াই-ফাইয়ের বিকল্প তৈরি করে চমক দিলেন ওড়িশার পড়ুয়া
  2. 11 বছর বয়সেই গ্রহাণু আবিষ্কার, মহাকাশ গবেষণায় নজির হায়দরাবাদের পল্লম সিদ্ধিক্ষার
  3. আগামী বছর মহাকাশ গবেষণায় কী কী পরিকল্পনা রয়েছে ইসরোর, রাজ্যসভায় জানাল কেন্দ্র

রাজকোট, 10 ডিসেম্বর: রাজকোটের ধোরাজির আদর্শ স্কুলের পড়ুয়া হন্স চাওয়াড়িয়া ৷ নিজের বুদ্ধিমত্তা ও দক্ষতার মাধ্যমে একটি সাধারণ সাইকেলকে বৈদ্যুতিক সাইকেলে পরিণত করেছে সে ৷ সাইকেল এমনিতেই পরিবেশবান্ধব যান ৷ কিন্তু, সেটিকে পরিবেশবান্ধব রেখে আরও দ্রুতগতির যানে পরিণত করেছে নবম শ্রেণির এই ছাত্র ৷ আর তার এই উদ্ভাবনে, তাকে সাহায্য করেছে স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠীরা ৷ হন্সের এই সফল প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ ধোরাজির আদর্শ স্কুলের তরফে তাদের ল্যাবে পড়ুয়াদের এমন নানান উদ্ভাবনী কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে ৷

বর্তমানে ফাইভ-জি ইন্টারনেটের যুগে শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ এমনকী চাকুরিজীবীরাও দীর্ঘক্ষণ মোবাইল ফোনে ডুবে থাকেন ৷ বিশেষত, স্কুল পড়ুয়াদের মধ্যে অনলাইন মোবাইল গেমের আসক্তি মারাত্মকভাবে বেড়েছে ৷ সেখানেই রাজকোটের ধোরাজির আদর্শ স্কুলের নবম শ্রেণির পড়ুয়া হন্স চাওয়াড়িয়া এবং তার সতীর্থরা অবসর সময়কে নানান উদ্ভাবনী কাজে ব্যবহার করছে ৷ আর তারই নতুন সংযোজন বৈদ্যুৎতিক সাইকেল ৷ একটি সাধারণ সাইকেলকে নিজের চিন্তা শক্তি এবং দক্ষতার মাধ্যমে বিদ্যুৎচালিত সাইকেলে রূপান্তর করেছে হন্স ৷

স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কার্তিক পারেখ ইটিভি ভারতকে বলেন, ‘‘বর্তমানে বাচ্চারা এবং তরুণ প্রজন্ম তাদের সময় নষ্ট করছে সোশাল মিডিয়ার কার্যকলাপ এবং রিলে ৷ এর পাশাপাশি সোশাল মিডিয়ার মাধ্যম ও মোবাইলে অনলাইন গেমে ডুবে থাকছে যুবসমাজ ও স্কুল পড়ুয়ারা ৷ এমনকি অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ছে অনেকে ৷ তাই শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য ধোরাজির আদর্শ এডুকেশন সোসাইটি শুরু থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ আর এই সাফল্য তারই ফল ৷’’

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্যমী ও বুদ্ধিমান পড়ুয়াদের আদর্শ এডুকেশন সোসাইটি নানানরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিচ্ছে ৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উচিত তাদের বুদ্ধিমত্তা ও সম্পদকে ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করা ৷ এমনটাই মনে করছে স্কুল কর্তৃপক্ষ ৷ মানুষের উপকারে ও তাদের প্রয়োজনে নতুন প্রজন্মকে এগিয়ে এসে কিছু করার আহ্বান জানিয়েছে তারা ৷ সেই উদ্দেশ্য স্কুলের ল্যাবরেটরিতে শিক্ষার্থীদের বুদ্ধিকে ব্যবহার করে নানান আবিষ্কার করা হচ্ছে ৷ প্রতিনিয়ত নতুন কিছু করার পরিকল্পনা এবং গবেষণা করে চলেছে এই স্কুলের পড়ুয়ারা ৷ আর এই কাজে সবচেয়ে বেশি উদ্যমী স্কুলের প্রিন্সিপাল পরেশ ভাঘেলা ৷

আরও পড়ুন:

  1. ওয়াই-ফাইয়ের বিকল্প তৈরি করে চমক দিলেন ওড়িশার পড়ুয়া
  2. 11 বছর বয়সেই গ্রহাণু আবিষ্কার, মহাকাশ গবেষণায় নজির হায়দরাবাদের পল্লম সিদ্ধিক্ষার
  3. আগামী বছর মহাকাশ গবেষণায় কী কী পরিকল্পনা রয়েছে ইসরোর, রাজ্যসভায় জানাল কেন্দ্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.