ETV Bharat / bharat

Sonia on Rajiv Gandhi: নৃশংসভাবে ভাবে শেষ হয়েছিল রাজীব গান্ধির রাজনৈতিক জীবন, মন্তব্য সোনিয়ার

author img

By

Published : Aug 21, 2023, 12:44 PM IST

Rajiv Gandhi Achieved Many Milestones Says Sonia Gandhi: রাজীব গান্ধির 79 তম জন্মদিনে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে মন্তব্য করলেন সোনিয়া গান্ধি ৷ তাঁর দাবি, নৃশংসভাবে ভাবে শেষ করা হয়েছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ৷

Sonia on Rajiv Gandhi ETV BHARAT
Sonia on Rajiv Gandhi

নয়াদিল্লি, 21 অগস্ট: রাজীব গান্ধির রাজনৈতিক জীবন নৃশংসভাবে ভাবে শেষ করা হয়েছিল ৷ কিন্তু, রাজনৈতিক জীবনে অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর 79 তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এমনটাই মন্তব্য করলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ রবিবার 25তম রাজীব গান্ধি জাতীয় সদভাবনা পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া ৷ সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর কৃতিত্ব এবং দেশ সেবা নিয়ে বক্তব্য পেশ করেন ৷ সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী যে সর্বদা সক্রিয় ছিলেন, তাও উঠে আসে সোনিয়ার বক্তব্যে ৷

সোনিয়া বলেন, "নৃশংসভাবে রাজীব গান্ধির রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ তিনি দেশের একতা এবং বৈচিত্র্য নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন ৷ যেটুকু সময় তিনি দেশসেবার জন্য পেয়েছিলেন, এর মধ্যে একাধিক সাফল্য অর্জন করেছিলেন ৷ তিনি নারীর ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর ছিলেন ৷ পঞ্চায়েত এবং পৌরসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য লড়াই করেছিলেন ৷ আজকের দিনে 15 লক্ষের বেশি মহিলা ভারতের গ্রাম এবং শহরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, তার পুরো কৃতিত্ব রাজীব গান্ধির ৷"

আরও পড়ুন: 79তম জন্মবার্ষিকীতে রাজীব স্মরণ মোদির, শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

এমনকী রাজীব গান্ধির সময়েও ভারতীয় নাগরিকদের ভোটাধিকার 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল বলে উল্লেখ করেন সোনিয়া ৷ 1984 সালে ইন্দিরা গান্ধির হত্যার পর, রাজীব গান্ধি কংগ্রেসের দায়িত্ব নেন ৷ তিনি 1984-89 সাল পর্যন্ত তিনি ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ হাজারো বিতর্ক থাকলেও, তাঁর সময়েই ভারতীয় সেনাবাহিনীতে বোফর্স কামানের সংযুক্তি ঘটেছিল ৷ তার সুফল পরবর্তী সময়ে বহুবার পেয়েছে ভারতীয় সেনা ৷ 1991 সালের 21 মে আত্মঘাতী বিস্ফোরণে রাজীব গান্ধির মৃত্য়ু হয় ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: রাজীব গান্ধির রাজনৈতিক জীবন নৃশংসভাবে ভাবে শেষ করা হয়েছিল ৷ কিন্তু, রাজনৈতিক জীবনে অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর 79 তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এমনটাই মন্তব্য করলেন তাঁর স্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ রবিবার 25তম রাজীব গান্ধি জাতীয় সদভাবনা পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন সোনিয়া ৷ সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রীর কৃতিত্ব এবং দেশ সেবা নিয়ে বক্তব্য পেশ করেন ৷ সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন নিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী যে সর্বদা সক্রিয় ছিলেন, তাও উঠে আসে সোনিয়ার বক্তব্যে ৷

সোনিয়া বলেন, "নৃশংসভাবে রাজীব গান্ধির রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, অল্প সময়ের মধ্যেই তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ তিনি দেশের একতা এবং বৈচিত্র্য নিয়ে খুবই সংবেদনশীল ছিলেন ৷ যেটুকু সময় তিনি দেশসেবার জন্য পেয়েছিলেন, এর মধ্যে একাধিক সাফল্য অর্জন করেছিলেন ৷ তিনি নারীর ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর ছিলেন ৷ পঞ্চায়েত এবং পৌরসভায় মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের জন্য লড়াই করেছিলেন ৷ আজকের দিনে 15 লক্ষের বেশি মহিলা ভারতের গ্রাম এবং শহরে জনপ্রতিনিধি হিসেবে কাজ করছেন, তার পুরো কৃতিত্ব রাজীব গান্ধির ৷"

আরও পড়ুন: 79তম জন্মবার্ষিকীতে রাজীব স্মরণ মোদির, শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

এমনকী রাজীব গান্ধির সময়েও ভারতীয় নাগরিকদের ভোটাধিকার 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল বলে উল্লেখ করেন সোনিয়া ৷ 1984 সালে ইন্দিরা গান্ধির হত্যার পর, রাজীব গান্ধি কংগ্রেসের দায়িত্ব নেন ৷ তিনি 1984-89 সাল পর্যন্ত তিনি ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন ৷ হাজারো বিতর্ক থাকলেও, তাঁর সময়েই ভারতীয় সেনাবাহিনীতে বোফর্স কামানের সংযুক্তি ঘটেছিল ৷ তার সুফল পরবর্তী সময়ে বহুবার পেয়েছে ভারতীয় সেনা ৷ 1991 সালের 21 মে আত্মঘাতী বিস্ফোরণে রাজীব গান্ধির মৃত্য়ু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.