ETV Bharat / bharat

ভারতমাতার জয়ের বদলে আদানির জয় বলা উচিত প্রধানমন্ত্রীর, কটাক্ষ রাহুলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 5:24 PM IST

রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধির ৷ আদানি প্রসঙ্গও তোলেন তিনি ৷

ETV Bharat
রাহুল গান্ধি

বুন্দি, 19 নভেম্বর: রবিবার রাজস্থানের বুন্দিতে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের আদানি প্রসঙ্গ তুলে সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী মোদি শিল্পপতি গৌতম আদানীর হয়ে কাজ করেন বলে অভিযোগ রাহুলের ৷ রাহুল এদিন বলেন,"ভারত মাতার জয়ের বদলে প্রধানমন্ত্রীর বলা উচিত আদানি জী কি জয় ৷"

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কথায়, দেশের গরিব মানুষ, কৃষক ও শ্রমিকরা হলেন 'ভারত মাতা', যখন সমাজের এই অংশের মানুষদের ভাগীদারি এই দেশে নিশ্চিত হবে তখন ভারত মাতার আসল 'জয়' হবে ৷ রাহুল গান্ধি এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চান দুটি হিন্দুস্তান তৈরি করতে ৷ একটি গৌতম আদানির জন্য অপরটি দেশের গরিব জনগনের জন্য ৷

কংগ্রেস-সহ বিরোধীরা জাতগণনার দাবি তুলেছে দেশে ৷ জনগণনার পাশাপাশি পৃথকভাবে জাতগণনা হোক দেশে এমনটাই দাবি কংগ্রেসের ৷ এদিন ভোট প্রচারে গিয়েও ফের সেই প্রসঙ্গ তোলেন রাহুল ৷ জাতগণনার দাবি তোলার পাশাপাশি, এদিন রাহুলের কটাক্ষ, নরেন্দ্র মোদি দেশে কোনও মতেই জাতগণনা করাবেন না ৷ কংগ্রেস যে দেশে জাতগণার পক্ষে এবং ক্ষমতায় এলে দেশে এই কাজ করবে সমাজের অনগ্রসর শ্রেণির মানুষদের সুবিধার জন্য এদিন তাঁও বলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কংগ্রেস জাতগণনা করাবে ৷"

পাশাপাশি, শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্ত যৌথ সংসদীয় কমিটি দ্বারা করানোর ফের দাবি করেছেন রাহুল ৷ রাজস্থানে বিধানসভা নির্বাচন আগামী 25 নভেম্বর ৷ ফলপ্রকাশ আগামী 3 ডিসেম্বর ৷ বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷ রাজস্থানে এবার কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি ৷

বুন্দি, 19 নভেম্বর: রবিবার রাজস্থানের বুন্দিতে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের আদানি প্রসঙ্গ তুলে সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী মোদি শিল্পপতি গৌতম আদানীর হয়ে কাজ করেন বলে অভিযোগ রাহুলের ৷ রাহুল এদিন বলেন,"ভারত মাতার জয়ের বদলে প্রধানমন্ত্রীর বলা উচিত আদানি জী কি জয় ৷"

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির কথায়, দেশের গরিব মানুষ, কৃষক ও শ্রমিকরা হলেন 'ভারত মাতা', যখন সমাজের এই অংশের মানুষদের ভাগীদারি এই দেশে নিশ্চিত হবে তখন ভারত মাতার আসল 'জয়' হবে ৷ রাহুল গান্ধি এদিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী চান দুটি হিন্দুস্তান তৈরি করতে ৷ একটি গৌতম আদানির জন্য অপরটি দেশের গরিব জনগনের জন্য ৷

কংগ্রেস-সহ বিরোধীরা জাতগণনার দাবি তুলেছে দেশে ৷ জনগণনার পাশাপাশি পৃথকভাবে জাতগণনা হোক দেশে এমনটাই দাবি কংগ্রেসের ৷ এদিন ভোট প্রচারে গিয়েও ফের সেই প্রসঙ্গ তোলেন রাহুল ৷ জাতগণনার দাবি তোলার পাশাপাশি, এদিন রাহুলের কটাক্ষ, নরেন্দ্র মোদি দেশে কোনও মতেই জাতগণনা করাবেন না ৷ কংগ্রেস যে দেশে জাতগণার পক্ষে এবং ক্ষমতায় এলে দেশে এই কাজ করবে সমাজের অনগ্রসর শ্রেণির মানুষদের সুবিধার জন্য এদিন তাঁও বলেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "কংগ্রেস জাতগণনা করাবে ৷"

পাশাপাশি, শিল্পগোষ্ঠী আদানির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তার তদন্ত যৌথ সংসদীয় কমিটি দ্বারা করানোর ফের দাবি করেছেন রাহুল ৷ রাজস্থানে বিধানসভা নির্বাচন আগামী 25 নভেম্বর ৷ ফলপ্রকাশ আগামী 3 ডিসেম্বর ৷ বর্তমানে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ৷ রাজস্থানে এবার কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি ৷

আরও পড়ুন:

বিশ্বকাপের আবহে রাজনীতি ! ভারতের জয় চেয়ে বিজেপির টুইটে কংগ্রেসের খোঁচা, 'ইন্ডিয়া'ই জিতবে

22 নভেম্বর জি-20 নেতাদের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করবেন মোদি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.