ETV Bharat / bharat

Omicron in India : ওমিক্রনের হানা এবার রাজস্থানে, জয়পুরে সংক্রমিত 9

ওমিক্রন থাবা এবার রাজস্থানে ৷ জয়পুরে 9 জনের শরীরে ওমিক্রন সংক্রমণের প্রমাণ মিলেছে (Jaipur detects nine cases of omicron) ৷

Omicron in India
ওমিক্রন থাবা রাজস্থানেও, জয়পুরে সংক্রমিত 9
author img

By

Published : Dec 5, 2021, 8:09 PM IST

Updated : Dec 5, 2021, 8:45 PM IST

জয়পুর, 5 ডিসেম্বর : ওমিক্রন থাবা এবার রাজস্থানে ৷ জয়পুরে 9 জনের শরীরে ওমিক্রন সংক্রমণের প্রমাণ মিলেছে (Jaipur detects nine cases of omicron) ৷ জানা গিয়েছে, এই 9 জনের মধ্যে 4 জন দক্ষিণ আফ্রিকার নাগরিক ৷ বাকি 5 জন রাজস্থানেরই বাসিন্দা ৷ তাঁরা ওই 4 দক্ষিণ আফ্রিকার নাগরিকের সংস্পর্শে এসেছিলেন বলে খবর ৷

জয়পুরের সাওয়াই মান সিং মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সুধীর ভন্ডারি এই খবরের সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, যে 9 জনের দেহে করোনার এই নতুন প্রজাতির সন্ধান মিলেছে, তাঁদের মধ্য়ে 4 জন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ৷ তাঁরা আগে থেকেই করোনা সংক্রমিত ছিলেন ৷ তাঁদের নমুনা জিনোম সিক্যুয়েন্সের জন্য পাঠানো হয়েছিল ৷ সেই রিপোর্টেই তাঁদের দেহে ওমিক্রন ধরা পড়েছে৷ এই চার পর্যটকের সংস্পর্শে আসা বাকি 5 জনের দেহেও ওমিক্রন ধরা পড়েছে ৷ আক্রান্ত 9 জনের মধ্যে 3 শিশুও আছে ৷

আরও পড়ুন : Omicron in India : মহারাষ্ট্রে ফের ওমিক্রনের থাবা, নাইজেরিয়া ফেরত একাধিক ব্যক্তির দেহে ধরা পড়ল সংক্রমণ

ওমিক্রন ধরা পড়ার পর এই 9 সংক্রমিত ব্যক্তিকে ইউএইচএস হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ৷ সংক্রমিত হলেও বর্তমানে তাঁরা প্রত্যেকেরু শারীরিক অবস্থা স্থিতিশীল, এরা প্রত্যেকেই উপসর্গহীন বলে খবর ৷

জয়পুর, 5 ডিসেম্বর : ওমিক্রন থাবা এবার রাজস্থানে ৷ জয়পুরে 9 জনের শরীরে ওমিক্রন সংক্রমণের প্রমাণ মিলেছে (Jaipur detects nine cases of omicron) ৷ জানা গিয়েছে, এই 9 জনের মধ্যে 4 জন দক্ষিণ আফ্রিকার নাগরিক ৷ বাকি 5 জন রাজস্থানেরই বাসিন্দা ৷ তাঁরা ওই 4 দক্ষিণ আফ্রিকার নাগরিকের সংস্পর্শে এসেছিলেন বলে খবর ৷

জয়পুরের সাওয়াই মান সিং মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ সুধীর ভন্ডারি এই খবরের সত্যতা স্বীকার করেছেন ৷ তিনি জানিয়েছেন, যে 9 জনের দেহে করোনার এই নতুন প্রজাতির সন্ধান মিলেছে, তাঁদের মধ্য়ে 4 জন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ৷ তাঁরা আগে থেকেই করোনা সংক্রমিত ছিলেন ৷ তাঁদের নমুনা জিনোম সিক্যুয়েন্সের জন্য পাঠানো হয়েছিল ৷ সেই রিপোর্টেই তাঁদের দেহে ওমিক্রন ধরা পড়েছে৷ এই চার পর্যটকের সংস্পর্শে আসা বাকি 5 জনের দেহেও ওমিক্রন ধরা পড়েছে ৷ আক্রান্ত 9 জনের মধ্যে 3 শিশুও আছে ৷

আরও পড়ুন : Omicron in India : মহারাষ্ট্রে ফের ওমিক্রনের থাবা, নাইজেরিয়া ফেরত একাধিক ব্যক্তির দেহে ধরা পড়ল সংক্রমণ

ওমিক্রন ধরা পড়ার পর এই 9 সংক্রমিত ব্যক্তিকে ইউএইচএস হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে ৷ সংক্রমিত হলেও বর্তমানে তাঁরা প্রত্যেকেরু শারীরিক অবস্থা স্থিতিশীল, এরা প্রত্যেকেই উপসর্গহীন বলে খবর ৷

Last Updated : Dec 5, 2021, 8:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.