আমেদাবাদ, 18 অগস্ট: বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্রে (Hindu Rashtra) পরিণত করলে এদেশের অবস্থা পাকিস্তানের মতোই হবে ৷ গুজরাত সফরে এসে এভাবে বিজেপিকে বিঁধলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot Slams BJP Over Hindu Rashtra Issue) ৷ এবছরই গুজরাত বিধানসভার নির্বাচন ৷ আর নির্বাচনে দলের প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন দলীয় কাজ দেখভাল করার জন্য তাঁকেই পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে কংগ্রেস হাইকমান্ড ৷ সেই সূত্রে দুদিনের সফরে আমেদাবাদে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন এই প্রবীণ কংগ্রেস নেতা ৷
সেই 2014 সাল থেকেই নির্বাচনি রাজনীতিতে বিজেপি কার্যত অপ্রতিরোধ্য ৷ পরপর দুটি লোকসভা নির্বাচনে নিরুঙ্কুশ জয় তো বটেই বেশিরভাগ রাজ্যের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছে বিজেপি ৷ 2024 সালের লোকসভা ভোটের আগেও সাফল্য নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির থিঙ্কট্যাঙ্ক ৷ এ প্রসঙ্গেও বিজেপিকে কড়া আক্রমণ করেন গেহলট (Ashok Gehlot)৷
তিনি বলেন, "সমাজকর্মী থেকে শুরু করে সাংবাদিক-সহ বহু মানুষকে জেলে পুরে দিয়েছি বিজেপি ৷ স্বৈরাচারী মানসিকতার বশবর্তী হয়ে শুধুই ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভোট জেতে বিজেপি ৷ এর বাইরে বিজেপির নীতি আদর্শ থেকে শুরু করে কিছুই নেই ৷" আরও কয়েক ধাপ এগিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপি যদি দেশকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায় তাহলে ভারতের অবস্থা পাকিস্তানের মতোই হবে ৷" এর আগে কংগ্রেস নেতা শশী থারুরও এই ভাষাতেই বিজেপি আক্রমণ করেন ৷
আরও পড়ুন: সন্দেহজনক বোটে একে 47, চোদ্দ বছর আগের স্মৃতি ফিরিয়ে লাল সতর্কতা মহারাষ্ট্রের রায়গড়ে
2017 সালের বিধানসভা ভোটেও গুজরাতে কংগ্রেসের পর্যবেক্ষক ছিলেন গেহলট ৷ হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষমেশ ওই নির্বাচনে জিততে পারেনি কংগ্রেস ৷ তার কারণও ব্যাখ্যা করেন তিনি ৷ তাঁর মতে কংগ্রেস প্রায় জিতেই গিয়েছিল কিন্তু ঠিক তখনই কংগ্রেস নেতা মণিশঙ্কর আইআয়ারের মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করে সহনাভূতি আদায় করে নির্বাচনে দলকে জয় এনে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷