জয়পুর, 4 ডিসেম্বর: রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠতায় আসার পর, বিজেপি সরকার গঠনের দিকেই এবার এগোচ্ছে । যদিও মুখ্যমন্ত্রীর নামের বিষয়ে এখনও বিজেপি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এমনকী বিধায়কদের নিয়ে বৈঠক ডাকার জন্য এখনও কোনও সময়ও নির্ধারণ করা হয়নি। অথচ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেদিকেই সবার চোখ কার্যত স্থির । আর এর মাঝেই সিভিল লাইনের 13 নং বাংলো শিরোনামে সোমবার সন্ধেয়। এদিন সকাল থেকে 20 জনেরও বেশি বিধায়ক প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে দেখা করেছেন। বসুন্ধরাপন্থী বিধায়করা রাজেকে মুখ্যমন্ত্রী করার দাবিও ইতিমধ্যে তুলতে শুরু করেছেন।
সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বাসভবনে পৌঁছে যান বহু বিধায়ক ও কর্মী। এর মধ্যে রয়েছেন বিধায়ক কালীচরণ সরফ, বাবু সিং রাঠোর, প্রেমচাঁদ বৈরওয়া, গোবিন্দ রানীপুরিয়া, ললিত মীনা, কানওয়ারলাল মীনা, রাধেশ্যাম বৈরওয়া, কালুলাল মীনা, সুরেশ রাওয়াত, কেকে বিষ্ণোই, ভাগচাঁদ টাকরা, প্রতাপ সিংভি, রামস্বরূপ লাম্বা। এঁরা ছাড়াও প্রাক্তন রাজ্য সভাপতি অশোক পার্নামি-সহ অন্যান্য নেতারাও দেখা করতে আসেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে সাক্ষাতের পর রামস্বরূপ লাম্বা জানান, এটি নিছকই একটি সৌজন্য সাক্ষাৎ ছিল । সমস্ত বিধায়ক বসুন্ধরা রাজেকে সমর্থন করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার গঠন হতে চলেছে।" মুখ্যমন্ত্রী কে হবেন এই প্রশ্নে তিনি বলেন, "এর জন্য বিধায়কদের একটি বৈঠক হবে, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনও আলোচনা হয়নি।"
বিজেপি বিধায়ক বাহাদুর সিং কলিও প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন। রাজের সঙ্গে দেখা করার আগেই বাহাদুর সিং জানান, জনগণের দাবি অনুযায়ী যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি হলেন বসুন্ধরা রাজে। বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কলি বলেন, "আমরা বসুন্ধরা রাজেকে শক্তিশালী করতে এসেছি। তিনি ভারতীয় জনতা পার্টির জাতীয় সহ-সভাপতি এবং বিধায়কও । সবাই চায় তাঁকেই মুখ্যমন্ত্রী করা হোক। তাঁর সঙ্গে দেখা করতে, তাঁর আশীর্বাদ নিতে এসেছি। তবে বিজেপির শীর্ষ নেতৃত্ব যা বলবে তা মেনে নেওয়া হবে, তবে আমরা চাই বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করা হোক। রাজে এর আগে দু'বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং দক্ষ নেতৃত্বে রাজ্য শাসন করেছেন। বিধায়ক দলের বৈঠকে বিষয়টি উঠলে আমরা দৃঢ়ভাবে বলব প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে মুখ্যমন্ত্রী করা হোক।"
নির্বাচনী উত্তেজনার মধ্যে সোমবার দিল্লিতে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাবা বালক নাথ, দিয়া কুমারী, রাজ্যবর্ধন সিং রাঠোর, রাজ্য সভাপতি সিপি জোশী, গজেন্দ্র সিং শেখাওয়াতও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। বৈঠকে রাজস্থান সংক্রান্ত একজন পর্যবেক্ষক নিয়োগ করা যেতে পারে বলেও বিজেপি সূত্রে খবর।
আরও পড়ুন
পোস্ট অফিসগুলির বেসরকারিকরণ করছে না কেন্দ্র, বিরোধীদের দাবি উড়িয়ে জানালেন অশ্বীনি বৈষ্ণব
'ভোট শতাংশ বিজেপির চেয়ে খুব কম নয়; তিন রাজ্যে ভরাডুবির পরেও আশাবাদী কংগ্রেস নেতৃত্ব
মিজোরামে সরকার গঠনের পথে জেডপিএম, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন লালডুহোমা