ETV Bharat / bharat

Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার - জেরা

নীল ছবি বানানোর ঘটনায় রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টিকে জেরা ৷ টানা ছ’ঘণ্টা শিল্পাকে জেরা করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ জেরায় শিল্পা দাবি করেন, তাঁর স্বামী নির্দোষ ৷ এমনকী, তিনি নিজেও এই বিষয়ে কিছুই জানতেন না বলেই দাবি শিল্পার ৷ পুলিশকে অভিনেত্রী জানিয়েছেন, যে হটশট অ্য়াপ নিয়ে এত হইচই হচ্ছে, সেটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজের ভগ্নিপতির উপর ৷ লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রদীপ বক্সি ৷

Raj Kundra pornography case: What Shilpa Shetty told Crime Branch in 6-hour grill
Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার
author img

By

Published : Jul 24, 2021, 7:28 PM IST

হায়দরাবাদ, 24 জুলাই : তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) সম্পূর্ণ নির্দোষ ৷ শুক্রবার মুম্বই পুলিশের প্রতিনিধি দলের সামনে এমনটাই দাবি করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, যে হটশট অ্য়াপ (Hotshot app) নিয়ে এত হইচই হচ্ছে, সেটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজের ভগ্নিপতির উপর ৷ লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রদীপ বক্সি ৷ শিল্পার দাবি, তাঁর নিজেরও নাকি হটশট অ্য়াপ নিয়ে খুব বেশি তথ্য জানা ছিল না ! অথচ এই অ্য়াপের মাধ্যমেই রাজ কুন্দ্রা নীল ছবির ব্যবসা ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ ৷ যার জেরে তাঁকে গ্রেফতারও হতে হয় ৷

আরও পড়ুন : Shilpa Shetty : প্রথমে বাড়িতে পুলিশ, পরে জেরা শিল্পাকে, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

প্রসঙ্গত, শুক্রবারই শিল্পার স্বামী রাজ ও তাঁর সহযোগী রেয়ান থোরপেকে (Ryan Thorpe) 27 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷ অন্যদিকে, দিনভর নাটক চলে শিল্পা-রাজের বাসভবনেও ৷ তাঁদের জুহুর বাড়িতে হাজির হয়ে যান মুম্বই পুলিশের প্রতিনিধিরা ৷ ক্রাইম ব্রাঞ্চের তরফে শিল্পার কাছে জানতে চাওয়া হয়, পর্নগ্রাফি তৈরি ও অ্য়াপের মাধ্যমে তার সম্প্রচার নিয়ে শিল্পা আদৌ কিছু জানতেন কিনা ? সূত্রের খবর, এক্ষেত্রে শিল্পা নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার সংস্থা ভিয়ানের (Viaan) চৌহদ্দি থেকে হটশট অ্য়াপে কোনও নীল ছবি কখনও আপলোড করা হয়েছে কিনা, তাও জানতে চাওয়া হয় শিল্পার কাছে ৷ এমনকী, পর্নগ্রাফি থেকে যে টাকা রোজগার হয়েছে, তা কখনও শিল্পার কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা, সেকথাও অভিনেত্রীর কাছে জানতে চায় পুলিশ ৷

শিল্পা অবশ্য পুরো বিষয়টাতেই নিজের এবং রাজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, তাঁর স্বামী কোনও নীল ছবি তৈরির সঙ্গে কোনও দিনই যুক্ত ছিলেন না ৷ বরং গোটা ঘটনার জন্যই কার্যত রাজের ভগ্নিপতি প্রদীপের উপর দায় ঠেলেছেন শিল্পা ৷ পাশাপাশি, শিল্পার ব্যাখ্যা পর্নগ্রাফি আর এরোটিকা (erotica) এক নয় ৷ শিল্পার যুক্তি, আজকাল ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে উত্তেজক ছবি দেখানো হয় ৷ কিন্তু সেগুলিকে পর্নগ্রাফি হিসাবে ধরা হয় না ৷

আরও পড়ুন : রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টানা প্রায় ছ’ঘণ্টা শিল্পাকে তাঁর বাসভবনেই জেরা করা হয় ৷ যার আগাগোড়াই তিনি নিজেকে এবং নিজের স্বামীকে নির্দোষ বলে দাবি করেন ৷ তবে এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে মুম্বই পুলিশের তরফে কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷ যদিও তাদের প্রাথমিক অনুমান, পর্নগ্রাফি থেকে রোজগার করা টাকা অনলাইন বেটিংয়ে ব্যবহার করতেন রাজ ৷ শুক্রবার শিল্পার পুরো বয়ান রেকর্ড করে তারা ৷ একইসঙ্গে, বেশ কিছু তথ্যপ্রমাণও সংগ্রহ করা হয় ৷ অন্যদিকে, রাজের তরফে বম্বে হাইকোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী ৷ নিম্ন আদালতের তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশটি যাতে পুনর্বিবেচনা করে দেখা হয়, সেই আর্জিই রাখা হয়েছে আদালতের কাছে ৷

হায়দরাবাদ, 24 জুলাই : তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) সম্পূর্ণ নির্দোষ ৷ শুক্রবার মুম্বই পুলিশের প্রতিনিধি দলের সামনে এমনটাই দাবি করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷ পুলিশকে তিনি জানিয়েছেন, যে হটশট অ্য়াপ (Hotshot app) নিয়ে এত হইচই হচ্ছে, সেটি পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব ছিল রাজের ভগ্নিপতির উপর ৷ লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রদীপ বক্সি ৷ শিল্পার দাবি, তাঁর নিজেরও নাকি হটশট অ্য়াপ নিয়ে খুব বেশি তথ্য জানা ছিল না ! অথচ এই অ্য়াপের মাধ্যমেই রাজ কুন্দ্রা নীল ছবির ব্যবসা ফেঁদে বসেছিলেন বলে অভিযোগ ৷ যার জেরে তাঁকে গ্রেফতারও হতে হয় ৷

আরও পড়ুন : Shilpa Shetty : প্রথমে বাড়িতে পুলিশ, পরে জেরা শিল্পাকে, হেফাজতের মেয়াদ বাড়ল রাজের

প্রসঙ্গত, শুক্রবারই শিল্পার স্বামী রাজ ও তাঁর সহযোগী রেয়ান থোরপেকে (Ryan Thorpe) 27 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয় মুম্বইয়ের একটি আদালত ৷ অন্যদিকে, দিনভর নাটক চলে শিল্পা-রাজের বাসভবনেও ৷ তাঁদের জুহুর বাড়িতে হাজির হয়ে যান মুম্বই পুলিশের প্রতিনিধিরা ৷ ক্রাইম ব্রাঞ্চের তরফে শিল্পার কাছে জানতে চাওয়া হয়, পর্নগ্রাফি তৈরি ও অ্য়াপের মাধ্যমে তার সম্প্রচার নিয়ে শিল্পা আদৌ কিছু জানতেন কিনা ? সূত্রের খবর, এক্ষেত্রে শিল্পা নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার সংস্থা ভিয়ানের (Viaan) চৌহদ্দি থেকে হটশট অ্য়াপে কোনও নীল ছবি কখনও আপলোড করা হয়েছে কিনা, তাও জানতে চাওয়া হয় শিল্পার কাছে ৷ এমনকী, পর্নগ্রাফি থেকে যে টাকা রোজগার হয়েছে, তা কখনও শিল্পার কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে কিনা, সেকথাও অভিনেত্রীর কাছে জানতে চায় পুলিশ ৷

শিল্পা অবশ্য পুরো বিষয়টাতেই নিজের এবং রাজের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন ৷ তাঁর দাবি, তাঁর স্বামী কোনও নীল ছবি তৈরির সঙ্গে কোনও দিনই যুক্ত ছিলেন না ৷ বরং গোটা ঘটনার জন্যই কার্যত রাজের ভগ্নিপতি প্রদীপের উপর দায় ঠেলেছেন শিল্পা ৷ পাশাপাশি, শিল্পার ব্যাখ্যা পর্নগ্রাফি আর এরোটিকা (erotica) এক নয় ৷ শিল্পার যুক্তি, আজকাল ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে উত্তেজক ছবি দেখানো হয় ৷ কিন্তু সেগুলিকে পর্নগ্রাফি হিসাবে ধরা হয় না ৷

আরও পড়ুন : রাজ কুন্দ্রা গ্রেফতারির পর প্রথম পোস্ট, নয়া চ্যালেঞ্জের গল্প শোনালেন শিল্পা

মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার টানা প্রায় ছ’ঘণ্টা শিল্পাকে তাঁর বাসভবনেই জেরা করা হয় ৷ যার আগাগোড়াই তিনি নিজেকে এবং নিজের স্বামীকে নির্দোষ বলে দাবি করেন ৷ তবে এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে মুম্বই পুলিশের তরফে কোনও বিবৃতি পেশ করা হয়নি ৷ যদিও তাদের প্রাথমিক অনুমান, পর্নগ্রাফি থেকে রোজগার করা টাকা অনলাইন বেটিংয়ে ব্যবহার করতেন রাজ ৷ শুক্রবার শিল্পার পুরো বয়ান রেকর্ড করে তারা ৷ একইসঙ্গে, বেশ কিছু তথ্যপ্রমাণও সংগ্রহ করা হয় ৷ অন্যদিকে, রাজের তরফে বম্বে হাইকোর্টে আবেদন করেন তাঁর আইনজীবী ৷ নিম্ন আদালতের তাঁকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশটি যাতে পুনর্বিবেচনা করে দেখা হয়, সেই আর্জিই রাখা হয়েছে আদালতের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.