ETV Bharat / bharat

Gujarat Wedding Controversy: যেন ধনবৃষ্টি ! ছেলের বিয়েতে দেদার 500 টাকার নোট ওড়াল গুজরাতি পরিবার - Mehsana money video

ছাদ থেকে ওড়ানো হচ্ছে মুঠো মুঠো 500 টাকার নোট ৷ নেপথ্যে বেজে চলেছে রাজকীয় আবহের গান ৷ বিয়ে উপলক্ষে এমনই দৃশ্যের সাক্ষী থাকল গুজরাতের মেহসানা (Mehsana money video) ৷

Etv Bharat
গুজরাতে বিয়েতে টাকার বৃষ্টি
author img

By

Published : Feb 18, 2023, 10:45 PM IST

মেহসানা (গুজরাত), 18 ফেব্রুয়ারি: এদেশে বিয়ে মানে এক এলাহি বিষয় ৷ শুধু পাত্র-পাত্রীর বন্ধন নয়, দুই পরিবারও এই সূত্রে নয়া বন্ধনে আবদ্ধ হয় ৷ ফলে বিয়ের অনুষ্ঠানের খরচ অনেক ৷ জাঁকজমক, খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন করে বিয়ে না করলে সমাজে ঠিক মুখরক্ষা হয় না, এই ধারণায় বিশ্বাসী মানুষের সংখ্যা কম নেই ভারতে ৷ ফলে, দিন দিন খরচসাপেক্ষ হয়ে পড়ছে বিয়ের অনুষ্ঠান ৷ তবে তাতে যে সমস্যা বিশেষ হচ্ছে তা নয় ৷ এদেশে বিবাহ অনুষ্ঠানে খরচের বাহুল্য প্রতি বছরই বাড়ছে ৷ সোশাল স্টেটাসের অন্যতম মাপকাঠি ধরা হয় বিয়ের অনুষ্ঠানকে ৷ ফলে খাওয়া-দাওয়া, গয়না, পোশাক, নাচ-গান, মণ্ডপ সাজানো ৷ সব মিলে এক রাজকীয় ব্যাপার ৷

সম্প্রতি এমনই এক বিয়ের বিয়ের সাক্ষী থাকল গুজরাতের মেহসানা জেলা ৷ তবে এই বিয়ে নজর কেড়েছে অন্য আরেকটি দিক দিয়ে ৷ কখনও শুনেছেন ছেলের বিয়ে বলে আনন্দে ছাদ থেকে মুঠো মুঠো 500 টাকার নোট উড়িয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা ৷ আর সেগুলি হাওয়ায় ভাসতে ভাসতে এসে পড়ছে নীচে সমবেত জটোলার মাঝে ৷ এক কথায় নোটবৃষ্টি ৷ ঘটনাটি ঘটেছে মেহসানা জেলার কড়ি তালুকে ৷ গত তিনদিন ধরে এই 'ধনবর্ষার' ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (money thrown in air during wedding) ৷

স্থানীয় সূত্রে খবর, ক'দিন আগে এখানে বিয়ে হয় রজক নামে এক যুবকের ৷ তাঁর পরিবার বিত্তমান ৷ গ্রামের প্রাক্তন সরপঞ্চ করিমভাই দাদুভাই যাদব আবার তাঁর আত্মীয় ৷ ফলে প্রভাবশালী পরিবার বলা যায় ৷ এই পরিবারের একমাত্র ছেলে রজক ৷ তাই তাঁর পরিবার ঠিক করে ছেলের বিয়েতে এমনকিছু অন্যরকম করা হবে, যা সকলের নজর কাড়বে ৷ ব্যাস আর কী ! রয়েছে টাকা, তাই টাকা ওড়ানোই সহজ (raining money during wedding in Gujarat) ৷

আরও পড়ুন: প্রেমিকা নন, সাহিলের প্রথম স্ত্রী ছিলেন নিক্কি ! চাঞ্চল্যকর দাবি পুলিশের

জানা গিয়েছে, ঘটনার দিন ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে দেদার উড়েছে 500 টাকার নোট ৷ আর তার সঙ্গেই বেজে গিয়েছে 2008 সালের যোধা আকবর সিনেমার 'আজিমু শান শাহেনশাহ' গানটি ৷ ভারতে বিয়ের খরচ, এত জাঁকজমক আসলে অর্থের অপচয় করে সমাজা পরিচিতি পাওয়ার প্রবৃত্তি কি না, তা নিয়ে যখন মাঝে মধ্যেই আলোচনা, বিতর্ক হয় তখন এই উড়ন্ত টাকার দৃশ্য সেই বিতর্কে আরও কিছুটা ইন্ধন দেয় বৈকি !

মেহসানা (গুজরাত), 18 ফেব্রুয়ারি: এদেশে বিয়ে মানে এক এলাহি বিষয় ৷ শুধু পাত্র-পাত্রীর বন্ধন নয়, দুই পরিবারও এই সূত্রে নয়া বন্ধনে আবদ্ধ হয় ৷ ফলে বিয়ের অনুষ্ঠানের খরচ অনেক ৷ জাঁকজমক, খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন করে বিয়ে না করলে সমাজে ঠিক মুখরক্ষা হয় না, এই ধারণায় বিশ্বাসী মানুষের সংখ্যা কম নেই ভারতে ৷ ফলে, দিন দিন খরচসাপেক্ষ হয়ে পড়ছে বিয়ের অনুষ্ঠান ৷ তবে তাতে যে সমস্যা বিশেষ হচ্ছে তা নয় ৷ এদেশে বিবাহ অনুষ্ঠানে খরচের বাহুল্য প্রতি বছরই বাড়ছে ৷ সোশাল স্টেটাসের অন্যতম মাপকাঠি ধরা হয় বিয়ের অনুষ্ঠানকে ৷ ফলে খাওয়া-দাওয়া, গয়না, পোশাক, নাচ-গান, মণ্ডপ সাজানো ৷ সব মিলে এক রাজকীয় ব্যাপার ৷

সম্প্রতি এমনই এক বিয়ের বিয়ের সাক্ষী থাকল গুজরাতের মেহসানা জেলা ৷ তবে এই বিয়ে নজর কেড়েছে অন্য আরেকটি দিক দিয়ে ৷ কখনও শুনেছেন ছেলের বিয়ে বলে আনন্দে ছাদ থেকে মুঠো মুঠো 500 টাকার নোট উড়িয়ে দিচ্ছেন পরিবারের সদস্যরা ৷ আর সেগুলি হাওয়ায় ভাসতে ভাসতে এসে পড়ছে নীচে সমবেত জটোলার মাঝে ৷ এক কথায় নোটবৃষ্টি ৷ ঘটনাটি ঘটেছে মেহসানা জেলার কড়ি তালুকে ৷ গত তিনদিন ধরে এই 'ধনবর্ষার' ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে (money thrown in air during wedding) ৷

স্থানীয় সূত্রে খবর, ক'দিন আগে এখানে বিয়ে হয় রজক নামে এক যুবকের ৷ তাঁর পরিবার বিত্তমান ৷ গ্রামের প্রাক্তন সরপঞ্চ করিমভাই দাদুভাই যাদব আবার তাঁর আত্মীয় ৷ ফলে প্রভাবশালী পরিবার বলা যায় ৷ এই পরিবারের একমাত্র ছেলে রজক ৷ তাই তাঁর পরিবার ঠিক করে ছেলের বিয়েতে এমনকিছু অন্যরকম করা হবে, যা সকলের নজর কাড়বে ৷ ব্যাস আর কী ! রয়েছে টাকা, তাই টাকা ওড়ানোই সহজ (raining money during wedding in Gujarat) ৷

আরও পড়ুন: প্রেমিকা নন, সাহিলের প্রথম স্ত্রী ছিলেন নিক্কি ! চাঞ্চল্যকর দাবি পুলিশের

জানা গিয়েছে, ঘটনার দিন ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে দেদার উড়েছে 500 টাকার নোট ৷ আর তার সঙ্গেই বেজে গিয়েছে 2008 সালের যোধা আকবর সিনেমার 'আজিমু শান শাহেনশাহ' গানটি ৷ ভারতে বিয়ের খরচ, এত জাঁকজমক আসলে অর্থের অপচয় করে সমাজা পরিচিতি পাওয়ার প্রবৃত্তি কি না, তা নিয়ে যখন মাঝে মধ্যেই আলোচনা, বিতর্ক হয় তখন এই উড়ন্ত টাকার দৃশ্য সেই বিতর্কে আরও কিছুটা ইন্ধন দেয় বৈকি !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.