শ্রীনগর (জম্মু ও কাশ্মীর), 25 মার্চ: আগামী বছর জানুয়ারির মধ্যেই কাশ্মীর জাতীয় রেল নেটওয়ার্কের মধ্যে চলে আসবে ৷ শনিবার এই কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীর এই বছর রেলপথ প্রকল্পের (Jammu and Kashmir Rail Projects) জন্য সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ পেয়েছে ।
এদিন রেলমন্ত্রী জম্মু ও কাশ্মীরে ছিলেন ৷ সেখানে তিনি উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুলা রেলওয়ে লিঙ্কের (USBRL Project) কাজের পরিদর্শন করেন ৷ তার পর সাংবাদিকদের মুখোমুখি বলে বলেন, "কাশ্মীর 2023 সালের ডিসেম্বর বা 2024 সালের জানুয়ারির মধ্যে রেলপথের মাধ্যমে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে ৷ এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষও উপকৃত হবেন ৷’’
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ভূস্বর্গেই বন্দে ভারত চালানোর পরিকল্পনা রয়েছে রেলের ৷ এই এলাকার জন্য বিশেষভাবে ডিজাইন করা সেই বন্দে ভারত এক্সপ্রেস চলবে ৷ কাশ্মীরের আবহাওয়ার পরিস্থিতির কথা মাথায় রেখে সেই বিশেষ ট্রেন তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ৷ তিনি জানান, এই রেলপথ অন্য রেলপথের সঙ্গে সংযুক্ত হবে ৷ তাই মেট্রো শহর থেকে কাশ্মীর ভ্রমণে আসার জন্য আর ট্রেন পরিবর্তনের প্রয়োজন পড়বে না ৷
রেলমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীর এই বছর রেলপথ প্রকল্পের জন্য সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ পেয়েছে ৷ তার পরিমাণ হল 5 হাজার 983 কোটি টাকা ৷ 2014 সালের পর বাজেট বরাদ্দ যেমন বেড়েছে, তেমনই কাজের গতিও বেড়েছে ৷ পুরনো পরিসংখ্যানও তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব ৷ তাঁর কথায়, 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত পরিকাঠামো উন্নয়নে 1 হাজার 44 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ৷ সেই বরাদ্দ 2014 সাল থেকে 2019 সালের মধ্যে বেড়ে হয় 1 হাজার 726 কোটি টাকা ৷ আগের পাঁচ বছরের তুলনায় বৃদ্ধি হয়েছে 65 শতাংশ ৷
প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকার মানুষকে সমস্যা মুক্ত বিকল্প পরিবহণ ব্যবস্থা দেওয়ার জন্য উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্ক (Udhampur-Srinagar-Baramulla Railway Link) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় ৷ 2002 সালে এটাকে জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করা হয় ৷ এই প্রকল্পে 272 কিলোমিটার রেলপথ তৈরি হওয়ার কথা ৷ নর্দান রেলওয়ের রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত 161 কিলোমিটার রেলপথের কাজ সম্পূর্ণ হয়েছে ৷ 2009 সালের অক্টোবরে শেষ হয় কাজিগুন্ড থেকে বারামুলা পর্যন্ত 118 কিলোমিটার রেলপথ ৷ 2013 সালের জুন মাসে শেষ হয় বানিহাল থেকে কাজিগুন্ড পর্যন্ত 18 কিলোমিটার রেলপথ তৈরির কাজ ৷ আর 2014 সালের জুলাই মাসে শেষ হয় উধমপুর থেকে কাটরার মধ্যে 25 কিলোমিটার রেলপথ ৷ ওই অংশে এখনও 111 কিলোমিটার রেলপথ তৈরি বাকি ৷ সেই কাজই এখন চলছে ৷ যা চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে সম্পূর্ণ হবে বলে এদিন আশ্বাস দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷