ETV Bharat / bharat

Rail Fare Hike : স্টেশন আধুনিকীকরণে টিকিটের সঙ্গে যুক্ত হচ্ছে লেভি, দূরপাল্লার ট্রেনে এবার বাড়তি কড়ি - Railway Ministry will roll out the SDF in 50 stations at first

কেবল ট্রেনের টিকিটে যে এই উন্নয়ন কর বসছে তা নয়, প্ল্যাটফর্ম টিকিটের মূল্যও এক্ষেত্রে বেড়ে যাচ্ছে 10 টাকা (Platform Tickets will get costlier by Rs 10) ৷

Rail Fare Hike
স্টেশন আধুনিকীকরণের খাতে টিকিটমূল্যে যুক্ত হচ্ছে লেভি, দূরপাল্লার ট্রেনে এবার গুনতে হবে অতিরিক্ত ভাড়া
author img

By

Published : Jan 8, 2022, 4:38 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি : বিমানবন্দরগুলির ধাঁচে এবার রেল স্টেশনগুলির মানোন্নয়নে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল ৷ আর সেই খাতেই এবার থেকে দূরপাল্লার রেলে উঠলে যাত্রীসাধারণকে গুনতে হবে অতিরিক্ত অর্থ ৷ সম্প্রতি রেলওয়ে বোর্ড স্টেশন মানোন্নয়ন ফি হিসেবে 10 থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির অনুমোদন দিয়েছে ৷ অর্থাৎ, ক্লাস অনুযায়ী এই অতিরিক্ত ভাড়া ট্রেনের টিকিটমূল্যে যুক্ত হবে (Rail fares likely to go up as Railway Board approves SDF) ৷

সবমিলিয়ে বলা যায় সরাসরি রেলের ভাড়া বৃদ্ধির পথে না হেঁটে পরোক্ষে দূরপাল্লার ট্রেনে ভাড়া বৃদ্ধির পথে হাঁটল রেলমন্ত্রক ৷ কেবল ট্রেনের টিকিটে যে এই উন্নয়ন কর বসছে তা নয়, প্ল্যাটফর্ম টিকিটের মূল্যও এক্ষেত্রে বেড়ে যাচ্ছে 10 টাকা (Platform Tickets will get costlier by Rs 10) ৷

Rail Fare Hike
স্টেশন আধুনিকীকরণের খাতে টিকিটমূল্যে যুক্ত হচ্ছে লেভি, দূরপাল্লার ট্রেনে এবার গুনতে হবে অতিরিক্ত ভাড়া

মজার ব্যাপার হল রেল মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, যে স্টেশনে আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে সেই স্টেশন থেকে বোর্ডিংয়ের ক্ষেত্রে বাড়তি টাকা তো যাত্রীদের গুনতে তো হবেই ৷ পাশাপাশি ভবিষ্যতে যে স্টেশনগুলির মানোন্নয়নের পরিকল্পনা করা হয়েছে, সেই স্টেশন থেকেও বোর্ডিংয়ে যাত্রীদের ব্যয় হবে বাড়তি অর্থ ৷

আরও পড়ুন : Indian Railway : মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণব

নয়া মডেল মেনে কোনও যাত্রী যদি দু'টি ডেভলপড স্টেশনে সফর করেন তবে তার টিকিটমূল্যে যোগ হবে জোড়া এসডিএফ ৷ প্রাথমিক ধাপে দেশের 50টি স্টেশনকে উন্নত রেলওয়ে স্টেশনের আওতাভুক্ত করা হয়েছে (Railway Ministry will roll out the SDF in 50 stations at first) ৷

নয়াদিল্লি, 8 জানুয়ারি : বিমানবন্দরগুলির ধাঁচে এবার রেল স্টেশনগুলির মানোন্নয়নে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল ৷ আর সেই খাতেই এবার থেকে দূরপাল্লার রেলে উঠলে যাত্রীসাধারণকে গুনতে হবে অতিরিক্ত অর্থ ৷ সম্প্রতি রেলওয়ে বোর্ড স্টেশন মানোন্নয়ন ফি হিসেবে 10 থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধির অনুমোদন দিয়েছে ৷ অর্থাৎ, ক্লাস অনুযায়ী এই অতিরিক্ত ভাড়া ট্রেনের টিকিটমূল্যে যুক্ত হবে (Rail fares likely to go up as Railway Board approves SDF) ৷

সবমিলিয়ে বলা যায় সরাসরি রেলের ভাড়া বৃদ্ধির পথে না হেঁটে পরোক্ষে দূরপাল্লার ট্রেনে ভাড়া বৃদ্ধির পথে হাঁটল রেলমন্ত্রক ৷ কেবল ট্রেনের টিকিটে যে এই উন্নয়ন কর বসছে তা নয়, প্ল্যাটফর্ম টিকিটের মূল্যও এক্ষেত্রে বেড়ে যাচ্ছে 10 টাকা (Platform Tickets will get costlier by Rs 10) ৷

Rail Fare Hike
স্টেশন আধুনিকীকরণের খাতে টিকিটমূল্যে যুক্ত হচ্ছে লেভি, দূরপাল্লার ট্রেনে এবার গুনতে হবে অতিরিক্ত ভাড়া

মজার ব্যাপার হল রেল মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, যে স্টেশনে আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে সেই স্টেশন থেকে বোর্ডিংয়ের ক্ষেত্রে বাড়তি টাকা তো যাত্রীদের গুনতে তো হবেই ৷ পাশাপাশি ভবিষ্যতে যে স্টেশনগুলির মানোন্নয়নের পরিকল্পনা করা হয়েছে, সেই স্টেশন থেকেও বোর্ডিংয়ে যাত্রীদের ব্যয় হবে বাড়তি অর্থ ৷

আরও পড়ুন : Indian Railway : মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণব

নয়া মডেল মেনে কোনও যাত্রী যদি দু'টি ডেভলপড স্টেশনে সফর করেন তবে তার টিকিটমূল্যে যোগ হবে জোড়া এসডিএফ ৷ প্রাথমিক ধাপে দেশের 50টি স্টেশনকে উন্নত রেলওয়ে স্টেশনের আওতাভুক্ত করা হয়েছে (Railway Ministry will roll out the SDF in 50 stations at first) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.