দিল্লি, 23 মার্চ: মোদি পদবি সংক্রান্ত মানহানির মামলায় 2 বছরের সাজা হওয়ার পর মহাত্মা গান্ধির শরণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)! তিনি গান্ধিজির একটি মন্তব্য টুইট করেছেন (Rahul Tweets Gandhiji Quotes)৷ তবে এ বিষয়ে আর কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া এখনও তাঁর বা কংগ্রেসের তরফে পাওয়া যায়নি ৷
কী টুইট করেছেন রাগা ?
বৃহস্পতিবার সকালে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ৷ তাঁকে সুরাতের আদালত 2 বছরের সাজাও শুনিয়েছে ৷ সেই সময় আদালতেই উপস্থিত ছিলেন রাগা ৷ এর অব্যবহিত পরেই হিন্দিতে একটু টুইট করেন রাহুল গান্ধি ৷ সেখানে তিনি তুলে ধরেন মহাত্মা গান্ধির একটি মন্তব্য ৷ রাহুল টুইটে লিখেছেন, "আমার ধর্ম সত্য আর অহিংসার উপর প্রতিষ্ঠিত । সত্য হল আমার ঈশ্বর, অহিংসা হল তা পাওয়ার মাধ্যম ...মহাত্মা গান্ধি ৷"
-
मेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन।
— Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
- महात्मा गांधी
">मेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन।
— Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023
- महात्मा गांधीमेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन।
— Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023
- महात्मा गांधी
বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে জেলা দায়রা আদালত ৷ তাঁকে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় ৷ কিন্তু এ দিনই লোকসভার সাংসদ জামিনও পেয়ে যান ৷ রাহুলকে ভারতীয় দণ্ডবিধির 504 নং ধারায় দোষী সাব্যস্ত করেন জেলা দায়রা বিচারক এইচএইচ বার্মা ৷
2019 সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধি ৷ তাঁর বক্তৃতায় উঠে আসে পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির কথা ৷ রাহুল সেখানে বলেন, "সব চোরেদের নামের পদবি মোদি হয় কী করে ?" এরপরই এই মোদি পদবি ঘিরে বিতর্ক সৃষ্টি হয় দেশজুড়ে ৷ বিজেপি বিধায়ক পুর্ণেশ মোদি রাহুলের 'মোদি-পদবি' নিয়ে মন্তব্যের বিরুদ্ধে সুরাতের আদালতে মানহানির মামলা করেন ৷ যদিও নিজেকে নির্দোষ বলে দাবি করেন রাহুল গান্ধি ৷ ভূপেন্দ্র প্যাটেল সরকারের প্রথম পাঁচ বছরের সময়কালে মন্ত্রী ছিলেন এই পুর্ণেশ মোদি ৷
আরও পড়ুন: 'চোরেদের মোদি-পদবি', সুরাটের আদালতে দোষী রাহুল জামিন পেলেন
2023 সালের নির্বাচনে সুরাতের পশ্চিম বিধানসভা থেকে পুনর্নির্বাচিত হন তিনি ৷ সওয়াল-জবাব পর্বে কোলারে রাহুল গান্ধির বক্তৃতার ইলেক্ট্রনিক প্রমাণও আদালতে তুলে ধরা হয় ৷ রাহুলের মন্তব্যের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন বলে দাবি করা হয় আদালতে ৷ অন্যদিকে আজ এই মামলায় আদালত রায়দানের পর রাহুলের আইনজীবী জানান, আদালতের এই বিচার প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয়নি ৷