ETV Bharat / bharat

গঙ্গায় ভাসতে থাকা মৃতদেহ নিয়ে মোদিকে কটাক্ষ রাহুলের

রাহুল গান্ধি করোনা কালের শুরু থেকেই টুইটারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন ৷ শনিবারও তিনি টুইট করেই এই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷

গঙ্গায় ভাসতে থাকা মৃতদেহ নিয়ে মোদিকে কটাক্ষ রাহুলের
গঙ্গায় ভাসতে থাকা মৃতদেহ নিয়ে মোদিকে কটাক্ষ রাহুলের
author img

By

Published : May 15, 2021, 2:22 PM IST

নয়াদিল্লি, 15 মে : গত কয়েকদিনে গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে ৷ উত্তর প্রদেশের বিভিন্ন শহরে তো বটেই বিহারেও এই একই ছবি দেখা গিয়েছিল ৷ এবার এই ইস্যুকে হাতিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর কটাক্ষ, এক সময় যিনি বলেছিলেন যে মা গঙ্গা তাঁকে ডাকছে, তিনিই এখন মা গঙ্গাকে কাঁদাচ্ছেন ৷

রাহুল গান্ধি করোনা কালের শুরু থেকেই টুইটারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন ৷ শনিবারও তিনি টুইট করেই এই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ ওই টুইটের সঙ্গে তিনি একটি খবরের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন ৷ সেথানে উল্লেখ রয়েছে যে 1140 কিমি দীর্ঘ এলাকায় গঙ্গার পাড় থেকে 2 হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : করোনা মোকাবিলা, টিকাকরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মোদির

উল্লেখ্য, প্রথম বিহারে গঙ্গায় এই ধরনের মৃতদেহ ভাসতে দেখা যায় ৷ পরে একই চিত্র ধরা পড়ে উত্তর প্রদেশে ৷ কয়েকদিনের মধ্যে সংখ্যা বেড়ে যায় ৷ মৃতদেহগুলি কোভিড আক্রান্ত বলে অনুমান করা হয় ৷

নয়াদিল্লি, 15 মে : গত কয়েকদিনে গঙ্গায় বহু মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে ৷ উত্তর প্রদেশের বিভিন্ন শহরে তো বটেই বিহারেও এই একই ছবি দেখা গিয়েছিল ৷ এবার এই ইস্যুকে হাতিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাঁর কটাক্ষ, এক সময় যিনি বলেছিলেন যে মা গঙ্গা তাঁকে ডাকছে, তিনিই এখন মা গঙ্গাকে কাঁদাচ্ছেন ৷

রাহুল গান্ধি করোনা কালের শুরু থেকেই টুইটারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন ৷ শনিবারও তিনি টুইট করেই এই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৷ ওই টুইটের সঙ্গে তিনি একটি খবরের প্রতিবেদনও জুড়ে দিয়েছেন ৷ সেথানে উল্লেখ রয়েছে যে 1140 কিমি দীর্ঘ এলাকায় গঙ্গার পাড় থেকে 2 হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷

আরও পড়ুন : করোনা মোকাবিলা, টিকাকরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক মোদির

উল্লেখ্য, প্রথম বিহারে গঙ্গায় এই ধরনের মৃতদেহ ভাসতে দেখা যায় ৷ পরে একই চিত্র ধরা পড়ে উত্তর প্রদেশে ৷ কয়েকদিনের মধ্যে সংখ্যা বেড়ে যায় ৷ মৃতদেহগুলি কোভিড আক্রান্ত বলে অনুমান করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.