নয়াদিল্লি, 24 মার্চ: লোকসভার সচিবালয়ের (Lok Sabha Secretariat) কংগ্রেস নেতা রাহুল গান্ধির (Rahul Gandhi's disqualification) সাংসদ পদ খারিজ করাটা আদালতের নির্দেশের ফলাফল ৷ এর পেছনে কোনও রাজনীতি নেই ৷ রাহুলকে নিয়ে সংসদের সিদ্ধান্ত প্রসঙ্গে বিরোধীরা যখন কেন্দ্রকে নিশানা করছে, তখন দলের অবস্থান স্পষ্ট করতে এমনই দাবি করল বিজেপি (BJP on Rahul Disqualification)৷ তাঁদের মতে, আইনের সামনে সবাই সমান ।
কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী এসপিএস বাঘেল রাহুলের সাংসদ পদ খারিজ করাকে "বৈধ" বলে অভিহিত করেছেন ৷ তিনি উল্লেখ করেছেন যে, একজন বিজেপি বিধায়ক সম্প্রতি উত্তরপ্রদেশে একটি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁকে আইনসভার অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে ।
সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এ বিষয়ে বলেন যে, এই সিদ্ধান্তটি একটি আইনি সিদ্ধান্ত ৷ কংগ্রেস বিচার বিভাগকে প্রশ্ন বানে বিদ্ধ করছে বলে অভিযোগ করেছেন তিনি । তিনি বলেছেন, এটি একটি আইনি সিদ্ধান্ত ছিল এবং কোনও রাজনৈতিক দল এটা করতে বলেনি । এই সিদ্ধান্ত আদালত নিয়েছে ৷ কংগ্রেসের উচিত তারা কার বিরুদ্ধে প্রতিবাদ করছে তা স্পষ্ট করা ।
প্রবীণ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব বলেছেন, রাহুল গান্ধি নিজেকে ব্যাখ্যা করার, প্রমাণ সরবরাহ করার পর্যাপ্ত সুযোগ পেয়েছেন এবং সমস্ত নিয়ম অনুসরণ করা হয়েছে, যার ফলে তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে । তাঁর কথায়, যখন এই নির্দেশ এসেছে তখন কংগ্রেস সেই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ করছে । তারা আইনি ব্যবস্থার অপব্যবহার করছে । এই দেশের সিস্টেম আইন অনুযায়ী চলে এবং এর আগে অন্যান্য জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ।
আরও পড়ুন: মোদির 'নতুন ভারতে' গণতন্ত্রের নয়া অবনমন, রাহুলের সাংসদ পদ খারিজে বার্তা মমতার
তাঁর কথায়, শুধু রাহুল নয়, কংগ্রেস দলেরও ওবিসি সম্প্রদায়কে অপমান করার জন্য ক্ষমা চাওয়া উচিত । লন্ডনে দেশের গণতন্ত্রকে অপমান করার পরিবর্তে তাদের দেশের উন্নয়নে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি ৷
কৌশাম্বির বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার বলেছেন, রাহুল গান্ধি একটি সমগ্র সম্প্রদায়কে অপমান করেছেন এবং তাঁর শাস্তি হওয়া উচিত । তিনি বলেন, এটি আদালতের একটি সিদ্ধান্ত এবং তিনি যেভাবে একটি সম্প্রদায়ের মানহানি করেছেন তাঁর শাস্তি হওয়া উচিত । এই অযোগ্যতা একটি ভালো বার্তা যে কেউই আইনের ঊর্ধ্বে নয় ৷
2019 সালের একটি ফৌজদারি মানহানির মামলায় সুরাতের একটি আদালত রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের সাজা শোনানোর পরদিনই শুক্রবার লোকসভার সচিবালয় রাগা সাংসদ পদ খারিজ করে দেয় ৷