ইম্ফল, 29 জুন: মণিপুরের চুরাচাঁদপুরের ত্রাণশিবিরে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধির কনভয়কে আটকাল পুলিশ ৷ বৃহস্পতিবার স্থানীয় পুলিশ রাজধানী ইম্ফল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বিষ্ণুপুরের কাছে একটি চেক পোস্টে থামিয়ে দেয় রাহুলের কনভয় ৷ আজ দুদিনের সফরে ইম্ফলে পৌঁছন রাগা ৷ মণিপুরের হিংসার কারণে যাঁরা চুরাচাঁদপুরের ত্রাণশিবিরে রয়েছেন, তাঁদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল কংগ্রেসের প্রাক্তন সভাপতির ৷
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন যে, কোনও নেতাকে ওই স্থানে যাওয়ার অনুমতি দেওয়ার মতো অবস্থায় তারা নেই বলে জানিয়েছে পুলিশ ৷ তাঁর কথায়, "রাহুল গান্ধির কনভয় বিষ্ণুপুরের কাছে পুলিশ থামিয়ে দিয়েছে । পুলিশ বলছে যে, তারা আমাদের অনুমতি দেওয়ার অবস্থায় নেই । লোকেরা রাহুল গান্ধিকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে । কেন ওরা আমাদের থামাল, তা বুঝতে পারছি না ।
কেসি বেণুগোপাল এর আগেই জানিয়েছিলেন যে, রাহুল গান্ধি মণিপুর সফরে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং হিংসার কারণে রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইম্ফল ও চুরাচাঁদপুরের ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করবেন ।
এ দিকে, অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়ন রাজ্যে পরপর ক্ষমতায় থাকা সরকারের নিন্দা করে আজ একটি বিবৃতি জারি করেছে এবং বলেছে যে হিংসায় কংগ্রেস পার্টির একটি বড় ভূমিকা রয়েছে । বিবৃতিতে বলা হয়েছে, "..আমরা বিশ্বাস করি যে মণিপুরে বর্তমান সাম্প্রদায়িক সংকট মণিপুরে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা সরকারের ভুলের ফল এবং এতে কংগ্রেসের একটি বড় ভূমিকা রয়েছে ৷"
আরও পড়ুন: অশান্ত মণিপুরে কংগ্রেস ! 'মহব্বত কি দুকান' নিয়ে রওনা রাহুলের
মণিপুরে একটি সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে অল মণিপুর স্টুডেন্টস ইউনিয়নের সেক্রেটারি-জেনারেল বলেন, "2012 সালে মণিপুর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ইম্ফল পশ্চিম জেলার অংশ ছিল এমন চারটি গ্রাম পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদ নির্বাচনী এলাকা মুছে দিয়েছে কংগ্রেস দল এবং সেগুলিকে কাংগোপি জেলার স্বায়ত্তশাসিত জেলা পরিষদের অধীনে আনা হয়েছিল । কংগ্রেস কুকি জাতি রাষ্ট্রের স্বপ্নভূমিকে আরও বাড়িয়ে দিয়েছে ।"
তফসিলি উপজাতির (এসটিএস) তালিকায় মেইতিকে অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন (এটিএসইউ) আয়োজিত সমাবেশে সংঘর্ষের পর প্রায় দুই মাস আগে 3 মে রাজ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয় মণিপুরে । তার পর থেকেই হিংসার আগুনে জ্বলছে এই রাজ্য ৷