ETV Bharat / bharat

Rahul Writes to Twitter CEO : মোদি সরকারের চাপেই ফলোয়ার কমছে, রাহুলের অভিযোগ খারিজ টুইটারের - মোদি সরকারের চাপেই কি ফলোয়ার কমছে

রাহুল গান্ধির টুইটার অ্যাকাউন্টের ফলোয়ার কমে যাচ্ছে ৷ তাই তিনি চিঠি লিখলেন টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে (Rahul Gandhi Writes Letter to Parag Agarwal) ৷ যদিও রাহুলের অভিযোগ খারিজ করে দিল টুইটার (Twitter Rejects Rahul Allegation) ৷

rahul gandhi writes letter to twitter ceo about decreasing follower
Rahul Writes to Twitter CEO : মোদি সরকারের চাপেই কি ফলোয়ার কমছে, রাহুলের অভিযোগ খারিজ টুইটারের
author img

By

Published : Jan 27, 2022, 2:59 PM IST

নয়াদিল্লি, 27 জানুয়ারি : টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Writes Letter to Parag Agarwal) ৷ তাঁর অভিযোগ, টুইটারে তাঁর ফলোয়ার কমে যাচ্ছে ৷ মোদি সরকারকে তাঁর কণ্ঠরোধ করতে চায় ৷ তাই টুইটারকে চাপ দিয়ে এই কাজ করাচ্ছে বলে দাবি কংগ্রেসের প্রাক্তন সভাপতির ৷

বৃহস্পতিবার টুইটারের সিইওকে (Twitter CEO Parag Agarwal) এই চিঠি লিখেছেন রাহুল ৷ এই মুহূর্তে প্রায় 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে রাহুল গান্ধির (Congress Leader Rahul Gandhi) টুইটার হ্যান্ডেলে ৷ সেই বিষয়টি উল্লেখ করে ওই আড়াই পাতার চিঠিতে রাহুল দাবি করেছেন, 2021-এর মে মাসে তাঁর টুইটার হ্যান্ডেলে রোজ 6 লক্ষ 40 হাজার ফলোয়ার বৃদ্ধি পেয়েছিল ৷ তারপর ওই বছর জুলাই পর্যন্ত এই পরিস্থিতি ছিল ৷

  • Congress leader Rahul Gandhi wrote to Twitter CEO Parag Agrawal on 27th December 2021, stating that "it is perplexing that the growth in my Twitter followers has suddenly been suppressed." pic.twitter.com/xhbT1UWxXh

    — ANI (@ANI) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুলের দাবি, গত অগস্ট থেকে পরিস্থিতি বদল হতে শুরু করে ৷ তারপর প্রতি মাসে তাঁর নতুন ফলোয়ারের সংখ্যা কমতে থাকে ৷ এখন তা প্রায় শূন্যে নেমে এসেছে ৷ রাহুল এই ঘটনার জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করেছেন ৷ তাঁর অভিযোগ, বরাবর বিরোধী কণ্ঠরোধ করতে সিদ্ধহস্ত মোদি সরকার ৷ তাই তিনি জানতে পেরেছেন যে, মোদি সরকার তাঁর কণ্ঠরোধ করার জন্য টুইটারের উপর চাপ সৃষ্টি করছে ৷

  • We fight spam and malicious automation strategically and at scale with machine learning tools, and as part of those consistent and ongoing efforts to ensure a healthy service and credible accounts, follower counts can and do fluctuate: Twitter Spokesperson (2/3)

    — ANI (@ANI) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ (Twitter Rejects Rahul Allegation) ৷ তাদের দেওয়া পরিসংখ্যান নির্ভুল ৷ কোনওরকম কোনও কারচুপির কোনও সুযোগ নেই ৷ কারণ, প্রতি সপ্তাহেই পলিসি ভায়োলেশনের জেরে কয়েক মিলিয়ন অ্যাকাউন্টকে বাতিল করা হয় ৷

আরও পড়ুন : Rahul Gandhi's Republic Day Tweet : কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে রাহুলের শুভেচ্ছা টুইটে অমর জ্যোতি

নয়াদিল্লি, 27 জানুয়ারি : টুইটারের সিইও পরাগ আগরওয়ালকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi Writes Letter to Parag Agarwal) ৷ তাঁর অভিযোগ, টুইটারে তাঁর ফলোয়ার কমে যাচ্ছে ৷ মোদি সরকারকে তাঁর কণ্ঠরোধ করতে চায় ৷ তাই টুইটারকে চাপ দিয়ে এই কাজ করাচ্ছে বলে দাবি কংগ্রেসের প্রাক্তন সভাপতির ৷

বৃহস্পতিবার টুইটারের সিইওকে (Twitter CEO Parag Agarwal) এই চিঠি লিখেছেন রাহুল ৷ এই মুহূর্তে প্রায় 20 মিলিয়ন ফলোয়ার রয়েছে রাহুল গান্ধির (Congress Leader Rahul Gandhi) টুইটার হ্যান্ডেলে ৷ সেই বিষয়টি উল্লেখ করে ওই আড়াই পাতার চিঠিতে রাহুল দাবি করেছেন, 2021-এর মে মাসে তাঁর টুইটার হ্যান্ডেলে রোজ 6 লক্ষ 40 হাজার ফলোয়ার বৃদ্ধি পেয়েছিল ৷ তারপর ওই বছর জুলাই পর্যন্ত এই পরিস্থিতি ছিল ৷

  • Congress leader Rahul Gandhi wrote to Twitter CEO Parag Agrawal on 27th December 2021, stating that "it is perplexing that the growth in my Twitter followers has suddenly been suppressed." pic.twitter.com/xhbT1UWxXh

    — ANI (@ANI) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাহুলের দাবি, গত অগস্ট থেকে পরিস্থিতি বদল হতে শুরু করে ৷ তারপর প্রতি মাসে তাঁর নতুন ফলোয়ারের সংখ্যা কমতে থাকে ৷ এখন তা প্রায় শূন্যে নেমে এসেছে ৷ রাহুল এই ঘটনার জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করেছেন ৷ তাঁর অভিযোগ, বরাবর বিরোধী কণ্ঠরোধ করতে সিদ্ধহস্ত মোদি সরকার ৷ তাই তিনি জানতে পেরেছেন যে, মোদি সরকার তাঁর কণ্ঠরোধ করার জন্য টুইটারের উপর চাপ সৃষ্টি করছে ৷

  • We fight spam and malicious automation strategically and at scale with machine learning tools, and as part of those consistent and ongoing efforts to ensure a healthy service and credible accounts, follower counts can and do fluctuate: Twitter Spokesperson (2/3)

    — ANI (@ANI) January 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ (Twitter Rejects Rahul Allegation) ৷ তাদের দেওয়া পরিসংখ্যান নির্ভুল ৷ কোনওরকম কোনও কারচুপির কোনও সুযোগ নেই ৷ কারণ, প্রতি সপ্তাহেই পলিসি ভায়োলেশনের জেরে কয়েক মিলিয়ন অ্যাকাউন্টকে বাতিল করা হয় ৷

আরও পড়ুন : Rahul Gandhi's Republic Day Tweet : কেন্দ্রের অস্বস্তি বাড়িয়ে রাহুলের শুভেচ্ছা টুইটে অমর জ্যোতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.