ETV Bharat / bharat

Rahul Gandhi: হীরাবেন মোদির দ্রুত আরোগ্য কামনা, কঠিন সময়ে প্রধানমন্ত্রীর পাশে রাহুল - প্রধানমন্ত্রীর মা

কঠিন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে থেকে তাঁর মা হীরাবেনের দ্রুত আরোগ্য কামনা করলেন রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ আজ টুইট করে তিনি লেখেন, একজন মা এবং ছেলের মধ্যে ভালোবাসা চিরন্তন এবং অমূল্য (Rahul wishes speedy recovery to PM Modi mother)।

Rahul Gandhi PM Modi's mother ETV Bharat
রাহুল গান্ধি ও হীরাবেন মোদি
author img

By

Published : Dec 28, 2022, 4:52 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ বুধবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর মা (Rahul wishes speedy recovery to PM Modi mother)৷

তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বুধবার টুইট করেন রাহুল গান্ধি ৷ তিনি হিন্দিতে টুইট করে লিখেছেন, "একজন মা এবং ছেলের মধ্যে ভালোবাসা চিরন্তন এবং অমূল্য ।" যাবতীয় রাজনৈতিক বৈরিতা ভুলে আজ প্রধানমন্ত্রীর উদ্দেশে রাগা লিখেছেন, "মোদিজি, এই কঠিন সময়ে আমার ভালোবাসা এবং সমর্থন আপনার সঙ্গে আছে । আমি আশা করি, আপনার মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ৷"

  • एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।

    मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।

    — Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সংকটজনক হীরাবেন মোদি, মা'কে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

একশো বছরের হীরাবেন মোদি ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন । তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে আমেদাবাদের হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কারণে পুলিশকে সতর্ক করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নিরাপত্তায় কোনও খামতি যেন না থাকে, তার দিকে কড়া নজরদারির কথা বলা হয়েছে ।

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ বুধবার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর মা (Rahul wishes speedy recovery to PM Modi mother)৷

তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বুধবার টুইট করেন রাহুল গান্ধি ৷ তিনি হিন্দিতে টুইট করে লিখেছেন, "একজন মা এবং ছেলের মধ্যে ভালোবাসা চিরন্তন এবং অমূল্য ।" যাবতীয় রাজনৈতিক বৈরিতা ভুলে আজ প্রধানমন্ত্রীর উদ্দেশে রাগা লিখেছেন, "মোদিজি, এই কঠিন সময়ে আমার ভালোবাসা এবং সমর্থন আপনার সঙ্গে আছে । আমি আশা করি, আপনার মা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ৷"

  • एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।

    मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।

    — Rahul Gandhi (@RahulGandhi) December 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: সংকটজনক হীরাবেন মোদি, মা'কে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

একশো বছরের হীরাবেন মোদি ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন । তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ মায়ের অসুস্থতার খবর পেয়ে আমেদাবাদের হাসপাতালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই কারণে পুলিশকে সতর্ক করা হয়েছে ৷ প্রধানমন্ত্রী নিরাপত্তায় কোনও খামতি যেন না থাকে, তার দিকে কড়া নজরদারির কথা বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.