নয়াদিল্লি, 6 অক্টোবর : বুধবারই লখিমপুর খেরিতে যাওয়ার কথা বললেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ এদিন দিল্লিতে কংগ্রেস কমিটির কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল ৷ সেখানে তিনি জানান, দুই মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে এদিনই তিনি লখিমপুরে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন ৷
সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, "আজ দুই মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে যাব ৷ সেখানে পরিস্থিতি বোঝার চেষ্টা করব আমরা ৷ মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করব ৷ প্রিয়াঙ্কাকে সীতাপুরে এখন ডিটেনশনে রাখা হয়েছে ৷" তিনি আরও বলেন, "লখিমপুরের এই ঘটনায় পিছনে এক কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর ছেলের নাম উঠে আসছে ৷ সেখানে কৃষকদের জিপের তলায় পিষে মারা হয়েছে ৷ গতকাল প্রধানমন্ত্রী লখনউতে গেলেন ৷ কিন্তু লখিমপুরে গেলেন না ৷ কৃষকদের উপর পরিকল্পনামাফিক আক্রমণ চালানো হচ্ছে ৷"
সংবাদমাধ্যমের উদ্দেশে এদিন তিনি বলেন, "এই ইস্যুটি উত্থাপন করার দায়িত্ব আপনাদের ৷ কিন্তু যখন আমরা প্রশ্ন করি, বিষয়টি উত্থাপন করি, তখন মিডিয়া বলে আমরা রাজনীতি করছি ৷"
আরও পড়ুন : Lakhimpur Kheri violence : মমতার বার্তা নিয়ে লখিমপুরে তৃণমূলের সাংসদ দল